সবাইকে সালাম ও রমজানুল মোবারক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউনটি শুরু করতে যাচ্ছি। Walpad Pro নিয়ে আরো কয়েকটি টিউন টেকটিউনস্ আছে কিন্তু টেকনিক্যাল আরো অনেক তথ্য বাকি আছে যেগুলো আমার টিউনে দেওয়ার চেষ্টা করব।
প্রথমে একনজরে দেখে নেই কি কি আছে এতে
প্রসেসরঃ ইন্টেল কোয়াড কোর 1.33 গি.হা. 2MB Cache Memory
র্যামঃ DDR3 2জিবি
হার্ডডিস্কঃ EMMC 64 জিবি (পার্টিশন করা যায়)
স্ক্রিন সাইজঃ 8.9 ইঞ্চি
ব্যাটারিঃ 6000 মিলি এম্পিয়ার
অপারেটিং সিস্টেমঃ উইনডোজ 8.1 এবং উইনডোজ 10 এ আপগ্রেড করা যাবে
ক্যামেরা 5+2 মেগা পিক্সেল
Windows এর 32 বিট প্রো with bing ব্যবহার করা হয়েছে। এটি মাইক্রোসফট এর অরিজিনাল ভার্সন আমি উইনডোজের 10 এর নোটিফিকেশন পেয়েছি ফ্রি উইনডোজ 10 এ আপগ্রেড করা যাবে। উইনডোজের পূর্ণ স্বাদ পাবেন এতে। এটি মাইক্রোসফট মোবাইল এর মত উইনডোজ ভার্সন নয় যেটাতে উইনডোজের অর্থাৎ ডেস্কটপের কোন সফটওয়্যারই সাপোর্ট করে না।
শুধু উইনডোজের সফটওয়্যারই নয় অনেক হার্ডওয়্যারও সাপোর্ট করে
১। USB CD/DVD ROM সাপোর্ট করে।
২। USB পোর্টেবল হার্ডডিক্স সাপোর্ট করে।
৩। USB মাল্টি সাপোর্ট করে যা দ্বারা একাধিক ইউ.এস.বি ডিভাইস ব্যবহার করতে পারবেন।
৪। HDMI পোর্ট যা দ্বারা টিভি কিংবা মনিটরে সংযোগ দিতে পারবেন।
৫। ইউ.এস.বি ল্যান কার্ড সাপোর্ট করে।
৬। ইউ.এস.বি মডেম যেমন: গ্রামীন, রবি, বাংলালিংক, এয়ারটেল এর মডেম সাপোর্ট করে। এছাড়া বিল্ট ইন একটি সিম কার্ড স্লট আছে যা দ্বারা ৩জি নেট ব্যবহার করতে পারবেন।
৭। ডেক্সটপ, ল্যাপটপের মত বায়োস সেটিং আছে।
৮। নেটওয়ার্ক শেয়ারিং ও প্রিন্টার সাপোর্ট করে।
কয়েকটি অসুবিধাঃ
১। আমার কাছে বহন করতে সমস্যা মনে হয় কারন পকেটে রাখা যায় না।
২। কল বা এস.এম.এস করা যায় না।
৩। ফ্লাশ লাইট নাই কিন্তু এক্সট্রানাল ইউস.এস.বি ফ্লাশ ব্যবহার করতে পারবেন।
আমার করা ভিডিও Youtube থেকে দেখে নিতে পারেন খুব ভাল হয়নি
Thanks everybody
আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks