নিশ্চয়
আপনি অবাক হচ্ছেন? অবাক
হলেও সত্যি, SanDisk বাজারে এনেছে পৃথিবীর সবথেকে ছোট
ফ্ল্যাশ ড্রাইভ। যেটা এতোটাই
ছোট যে, যদি আপনি এটি
পকেটে রাখেন তবে পরবর্তীতে
খুঁজে খুঁজে বের করতে হবে।
নতুন এই ফ্ল্যাশ মেমোরিটি
সর্বমোট ৪টি ভিন্ন ভিন্ন
স্পেস/সাইজের বাজারে এসেছে।
যথাক্রমে ১৬/৩২/৬৪/ এবং ১২৮
জিবি এবং এর ডাটা ট্রান্সফার
গতি সত্যিই দুর্দান্ত, অন্যান্য ড্রাইভ থেকে ৫ গুন ফাস্টার
“১৩০এমবিপিএস”।
আপনার পিসির ডিস্ক স্পেস
বাড়ানোর জন্য এর থেকে বেস্ট
আর কোন ডিভাইস হতে পারে
না। বলতে পারেন, পেন ড্রাইভের
দিন প্রায় শেষ।
এটি একই সাথে ইউএসবি ৩.০
এবং ২.০ সাপোর্ট করে। একবার
কেনার পর আপনি সাথে পাবেন ১
বছরের ফ্রি রেস্কেউপ্রো সেবা। যেটি দিয়ে আপনি ডিলিট
হয়ে যাওয়া যেকোনো ফাইল
পুনরায় রিকভার করতে পারবেন।
সবথেকে জরুরী বিষয় হচ্ছে,
আপনি এই ফ্ল্যাশ ড্রাইভে
ব্যক্তিগত যেকোনো ফাইল
ইচ্ছা মতো রেখে দিতে পারবেন।
যার জন্য Secure Access নামের একটি বিশেষ সেবা দেয়া হয়েছে।
যেখানে আপনি নিজের মতো
করে যেকোনো ফোল্ডার লক
করে রাখতে পারবেন।
মূল্য? ১২৮ জিবির ফ্ল্যাশ
ড্রাইভের দাম ধরা হয়েছে
১১৯.৯৯ ডলার। বিস্তারিত
আরও জানতে যেতে পারেন SanDisk অফিসিয়াল
ওয়েবসাইটে।
আমার পূর্বের কয়েকটি টিউন
এবার ফটো থেকেই যে কারও সঠিক বয়স নির্ণয় করুন নির্ভূলভাবে !! অনলাইনে অথবা অফলাইনে
অনলাইনে আপনি কতটুকু নিরাপদ? আসুন, জানুন এবং এখন থেকেই অনলাইনে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। |
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice