কেন আপনি ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগ ডেভেলপ করবেন? ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ নিয়ে নিজের কিছু অভিজ্ঞা!!

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও বৈশাখী  শুভেচ্ছা। আশা করি প্রিয় প্রযুক্তি সাইট টেকটিউনের  সবাই কুশলেই আছেন।

আজকে আপনাদের সামনে  তেমন কোন প্রযুক্তি বিষয়ক টিউন নিয়ে আলোচনা করব না। বাট টিউন হলেও একটি সাইট সম্পর্কে রিভিউ তথা নিজের অভিজ্ঞতা শেয়ার করব।

আসলে পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারনে টিটিতে তেমন টিউন করা হয় না। আর টিউন/টিউনই বা করব কি করে! কেননা টিউন করার মত পাকা হাত এখনো তৈরি করতে পারি নাই। তবে ব্যস্ততার মধ্যেও ভাল লেখকদের টিপস/লেখাগুলো কিন্তু অনুসরন করছি।

যাইহোক আমি ও আমার বন্ধুরা আমাদের একটি প্রজেক্ট নিয়ে প্রায় অনেকদিন ব্যস্ত ছিলাম। এই প্রজেক্টটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট এর মাধ্যমে একটি ব্লগ সাইট তৈরি করন। অনেকদিন ধরে  বন্ধুরা ভাবছিলাম কি ভাবে নিজেদের একটি ব্লগ সাইট তৈরি করব। এই সব ৭/৫ ভেবে সাইট তৈরি করতে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে ডোমেইন ও হোস্টিং, নিজেদের পর্যবক্ষেণ এবং টেকটিউনের সম্মানীত বেশ কয়েকজন লেখকদের ওয়ার্ডপ্রেস সম্পর্কিত টিউটোরিয়াল অনুসরন করে  অবশেষে আমরা আমাদের সাইটটির ৮০% কাজ শেষ করতে পেরেছি।

আসলে এই সকল কিছুর অবদান প্রিয় টেকটিউনস এবং তার সম্মনীত লেখকবৃন্দ। তাদের ধন্যবাদ না দিলে হয়ত নিজেদের কাছে অপরাধী মনে হবে।  তবে এর মধ্যে বিশেষভাবে স্মরন করছি অন্যতম টিউনার  “নাজমুল, শাকিল আরেফিন, সাইফুল ইসলাম, ফাহিম রেজা বাধন, সাব্বির আলম, আলমাস হ্যাকার, আমিনুল ইসলাম, আরিফুল হক শাওন ভাইয়াকে, ”।

তাছাড়া গ্রাফিক্স ও অন্যান্য বিষয় নিয়ে আরো যে সকল টিউনারের টিউনগুলো কাজে লেগেছে তার মধ্যে “ব্লগার মারুফ, হোসাইন আহমেদ, প্রবাসী, সানিম মাহবীর,  নাফিউর রহমান সজীব, শাহরিয়ার শিমুল, আইটি সর্দার, হাসান জুবায়ের ফাতাহ ভাইয়া” অন্যতম।

After All অন্য যে সকল লেখক/টিউনার ও টিউমেন্টকারী রয়েছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। কেননা, এখানে যারা টিউন, টিউমেন্ট করছেন মূলত উদ্দেশ্য হচ্ছে নিজেকে ঝালাই করা এবং নিজের জানা বিষয় গুলো অপর জনের নিকট শেয়ার করা। সুতরাং প্রশংসার দাবিদার টিটির সকলেই!!

আসলে আমার বন্ধুরা সাইটটি তৈরি করতে তাদের টিউটোরিয়ালগুলো অনুসরন করেছিল এবং প্রয়োজনে তাদের মেইল ও ফেসবুকের মাধ্যমে রিভিউ নেওয়া হয়। তাদের সবার নিকট হকেই খুবই ভাল রেস্পন্স পাইয়েছি। সেই জন্য সবাইকে আবারো ধন্যবাদ জ্ঞাপণ করছি। বাট একটি কথা না বলে পারছি না তাহলো: এই সকল ভাল টিউনার অনেক দিন ধরে টিউন করা হতে অনেক দূরে রয়েছেন। তারা না থাকার কারনে আমার কাছে টিটির পরিবেশ কেমন যেন শূণ্যতা বিরাজমান করে। তাদের প্রকাশিত টিউনগুলো হলো আমার মত নবীনদের কাছে আদর্শ, পথ প্রদর্শক ও আইসিটি শিক্ষার মূল হাতিয়ার। সেই জন্য টিটির পক্ষ হতে আমি অনুরোধ করব আপনাদের টিউনগুলো যেন আবারো দেখতে পারি এবং নতুন ভাবে কিছু শিখতে পারি।

বর্তমানে আমাদের তৈরিকৃত সাইটটি বর্তমানে ট্রায়াল হিসাবে রানিং আছে এবং আরো বেশ কিছু কাজ বাকি আছে, ডেভেলেপিং চলছে। সাইটটির ফূল কন্টেন্ট বাংলাতে হবে। এবং মনে করছি আমাদের ব্লগটি একটু আলাদা ধাচের হবে। তবে এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নিজে কিছু শিখা এবং অন্যকে জানান দেয়া। এই জন্য প্রাকটিস হিসাবে বন্ধুরা সাইটটি নিয়ে কাজ করছি। ও; হ্যা বলাতেই তো ভূলে গেছি!!

আমাদের সাইটের নাম “ নবীণ বাংলা ডট কম

আসলে কাজের কোন শেষ নাই। তারপরেও আপনাদের মতামত, পরামর্শ দিলে উপকৃত হই। আপনাদের আন্তরিকতা এবং আমাদের চেষ্টার মাধ্যমেই ইনশাআল্লাহ্ হয়ত সফলতা পাব। সুতরাং টেকটিউনের অ্যাডমিন সহ সবাইকে কৃতজ্ঞা ও ফুলেল শুভেচ্ছা জানাই।

এবং হ্যা আরেকটি কথা! এই টিউনকে অনুগ্রহ পূর্বক কেউ বিজ্ঞাপণ বলে মনে করবেন না। এটা জাস্ট নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলাম। আসলে নিজেদের হাতে কাজ করে সেখানে যদি কিছু ক্রটি থাকে তবুও কাজ করার অনুভূটিতাই আলাদা, মজাটাও বটে। টেকটিউন হতে রিভিউ নিয়ে নিজেরা একটি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করলাম। তেমনি আমাদের এই টিউনটি অনুসরন করে হয়ত এমন অনেকেই বিভিন্ন প্রজেক্ট বিষয়ক কাজ করতে আগ্রহ তৈরি হবে। অামার মত খুদে টিউনারদের মনোবল বৃদ্ধি, আইসিটি সম্পর্কে ধারনা রাখতে পারি,  থীসিস করতে পারি ও আগ্রহ সৃষ্টি হওয়ার লক্ষ্যই  টিউন পাবলিশ করার মূল উদ্দেশ্য। তারপরেও ভূল ক্রটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

পরিশেষে আমাদের কাজের ডেভেলপমেন্ট তথা  ট্রায়াল  শো দেখুন  এখানে

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিই ভালো লেগেছে…………

একটা ওয়ার্ডপ্রেস সাইট বানাইতে এতো কাহিনী?
লোগোটা ভালো পরিবর্তন করেন !

    @আইনুল ইসলাম: এত কাহিনীর ঠেলায় এখনো কাজ শেষ করতে পারি নাই। ভাইয়া, অপরিপক্ক হাত তো তাই একটু দেরী হচ্ছে। হ্যা লোগো পরিবর্তনের বিষয়টি মাথাতে রেখেছি। পরিশেষে সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ।

@ আইনুল ইসলাম : প্রথমে বানাইতে এত কষ্টই লাগে আর কাজ শেষে এতই আন্দ হয় ৤ @ ফেরী ওয়ালা : দারুন হয়েছে চাইলে হেল্প নিতে পারেন….. আর সাটকে সুন্দর করার জন্য ফন্ট চেঞ্জ করুন. ধন্যবাদ