মজিলা আপু VS অপেরা আপু!!!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভাল আছেন। আজকে লিখতে বসেছি জনপ্রিয় ওয়েব ব্রাউজার অপেরা আর মজিলা ফায়ার ফক্স নিয়ে। সামান্য কৌতুক করার জন্যই মজিলা আর অপেরা কে আপু বললাম। এদুটো নামই অবশ্য মেয়েদের নামের সাথে যেতে পারে। আর তাদের আপু বললেও অপেরা মাইন্ড নাও করতে পারে তবে মজিলা তো আগে থেকেই ফায়ার আছে! 🙂 একটু মজা করে নিলাম। আসলে আজ আমি লিখতে বসেছি ফায়ার ফক্সের ভার্সন ৪ বেটা ৬; আর অপেরার ১০.৬২ ভার্সনটি নিয়ে। আশ্চর্য্যজনক হলেও সত্যি এই দুটি ভার্সনের ইন্টারফেস অনেকটাই একরকম। দেখে প্রথম প্রথম ভুল হতেই পারে আর ব্যবহারে? মনে হতে পারে আপনার কাছে যে মজিলা অপেরার কোড হয়ত পুরটাই ব্যবহার করেছে। আগের (সর্ব শেষ ৩.৬.১২) ভার্সনের চেয়ে অনেক নতুন ফিচার এতে যোগ করা হয়েছে। এই সংস্করনে firefox নামের বাটন যুক্ত করা হয়েছে যা অপেরার ১০.৫+ এর সাথে প্রায় পুরোপুরি মিলে যায়। পেজ লোড হওয়ার ব্যাপারটিও অপেরার মতই(!) তবে অপেরার মত wml ফাইল এতে ব্রাউজ করা যায় না। অনেকেই হয়ত বলতে পারেন যায় না মানে ১০০০ বার যায়। হ্যা যায় তবে তা wml এড অন ইন্সটলের পরেই কেবল সম্ভভ। তবে অপেরার মত ভালভাবে আপনি এই এড অনের সাহায্যে wml ব্রাউজ করতে পারবেন বলে আমার মনে হয় না। ফায়ার ফক্সের এই সংস্করনে পেজ প্রিন্ট, লিঙ্ক সেন্ডিং, বুকমার্ক তৈরি করা যাবে খুব সহজেই। আর এতে আছে Feedback বাটন যা দিয়ে আপনি আপনার মতামত জানাতে পারবেন এর ডেভলপারদের। অপেরা নিয়ে বেশি কিছু বলতে পারলাম না বলে দুঃখিত, অন্যদের মত আমারও একই সমস্যা বার বার সার্ভার ডাউন হচ্ছে। তবে যেতে যেতে এতোটুকু বলে যেতে চাই যে, অপেরার ভার্সন ১০.৬২ তে আপনি পাবেন Opera Unite যার সাহায্যে আপনি সরাসরি আপনার পিসি থেকে ফাইল শেয়ার করতে পারবেন। আছে Opera Turbo যা আপনাকে দেবে ৩ গুন বেশি গতি (তবে তার জন্য আপনার ব্রাউজকৃত সাইটের রেজ্যুলেশন কমে যাবে এবং ছবির কোয়ালিটি খারাপ হবে) । আরও আছে Mouse Gestures এই প্রযুক্তি ব্যবহারে আপনি শুধুমাত্র আপনার মাউস ব্যবহার করেই ব্রাউজ করতে পারবেন। আর Opera Widgets তো আছেই। ওহ  বলতে ভুলেই গেছি আরও আছে ইমেইল আর চ্যাট ক্লাইন্ট। অতএব এটি ব্যবহার করলে আপনার আর আলাদা করে কোনই মেইল ক্লাইন্ট সফ্‌টওয়্যার ব্যবহার করা লাগবে না। এই হল আমাদের প্রিয় দুই আপু!!! তাহলে এবার ট্রাই করেই দেখুন কোনটি আপনার চাহিদার সাথে যায়? আরেকটি ব্যাপারে না বললেই নয় সেটি হচ্ছে আপনি একই সাথে মজিলা ২/৩+ ও এই পরিক্ষামুলক সংস্করনটি ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন

অপেরা ১০.৬২(১০.৫৬ মেবা.)

মজিলা ফায়ার ফক্স ৪বেটা ৬(১০.৫১ মেবা.)।

মজিলা ফায়ার ফক্স ৩.৬.১২(৮ মেবা.)

কেমন লাগল জানাবেন। আর বিশেষ বলার কিছু দেখছি না। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

beshi valo hoyni,motamuti……..

http://www.bdjobs24.co.nr/

আমি ভাই নিজে ফায়ার ফক্স ব্যবহার করি।

আপনাকে ভাইয়া বলব না আপু বলব বুঝতে পারছি না। তাই ভাইয়া/আপু আপনার টিউনটি সুন্দর হয়েছে। আমি অবশ্য ২ দিন থেকে Opera আপুকে ব্যবহার করা চিন্তাভাবনা করতেছি।

আমি ইতিমধ্যেই অপেরাকে চালাচ্ছি কারন প্রিয় টেকটিউন্স সাহেবকে দেখার জন্য আমার পাঁচটা ব্রাউজার ইউজ করতে হয় কার যেইটাতে যখন সুবিধা পাই।ইদানিং টেকটিউন্স অপেরাতে দেখছি একটু তারাতারি লোড হইতেছে অন্যন্য ব্রাউজার থেকে।
ধন্যবাদ টিউনের জন্য।

লোস্পীডে অপেরা সবচেয়ে কার্যকর জিনিস। কিন্তু বাংলা সাপোর্ট ঠিকমত না দিতে পারায় মেজাজ খারাপ হয়ে যায়। এটা অবশ্য ঠিক যে ওয়াপ সাইট গুলোর জন্যও ওপেরা সবচেয়ে ভাল সমাধান।
তবুও সবমিলিয়ে শিয়াল মামকে নিয়েই ভাল আছি।

ভাই মজিলার লেটেস্ট ভার্সন গুলতে সব আড অন সাপর্ট করে না কেউ সমাধান দিতে পারেন?

    Level 0

    আপনার এড অন গুলো আপডেট করে নিন কাজ করবে

ধন্যবাদ টিউনটির জন্য………
আমি ফায়ার.. ভাইকে ব্যবহার করি…………

opera apur aktu dimand beshi ,,,,tai load hoite onek shomoy lage ……

fire apu name noy kaje e jar porichoy.

lol

ভাই টিউন ভালো হয়েছে

Opera সেই ভার্সন ৭ থেকে ব্যবহার করি। Opera Turbo, Unite, Sync, Mail এর মত ফিচার আর কিছুতে পাইনি।

ওনারা আপনার আপু হন। না?

ফায়ারফক্সের মতন ব্রাউজার এই জন্মে আরেকটা হতে দেরি আছে। কেননা এড-অন গুলা দিয়ে ফায়ারফক্স কে কি যে করা যায় খালি আমরাই জানি

    আমি আপনার সাথে এই ব্যাপারে একেবারে এক মত। আমি নিজেও এর ২য় সংস্করণ থেকে ব্যবহার করছি। আর এরকম থাকলে ভবিষ্যতেও ফায়ার হয়েই থাকব। 🙂

এই ব্যাপারটা নিয়ে একটু দ্বিমত আছে।ফায়ার ফক্স বেষ্ট এটা না মানার কোন কারন নেই কিন্তু এর উপরে আর কোন ব্রাউজারি নেই এটা মানতে একটু কষ্ট হচ্ছে ।কারন আমাদের ব্রাউজারের জগতে ফায়ারফক্সি সবোর্প্রথম বিপ্লব ঘটিয়েছে।ফায়ার ফক্সের নানাবিধ সুবিধা,এ্যাডঅন,সহজ ইন্টারফেস সবার কাছে ফায়ার ফ্ক্স প্রিয়।আমরা ফায়ারফক্সে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে ফায়ার ফক্স ছাড়া আমাদের অন্য কোন ব্রাউজার ভাল লাগেনা।ক্রোম কিন্তু স্পিডের দিক থেকে যথেষ্ট ভাল এবং বর্তমানে এতে নানা রকমের এ্যাডঅন সুবিধা যোগ হচ্ছে।তাছাড়া অপেরাও লেটেষ্ট ভার্সনটা কিন্তু একেবারে খারাপ না মুল সমস্যা বাংলা ভাল মত দেখা যায় না।তাছাড়া অ্যাপলের সাফারি ব্রাউজারে কিন্তু বেশ ভাল স্পিড আছে এবং বাংলা খুব ভাল ভাবে দেখা যায় কিন্তু মুল সমস্যা মজিলার মত এ্যাডঅনের এত সুবিধা নেই।আসলে ফায়ার ফক্সের এ্যাডঅনগুলোতো ফায়ার ফক্সের নিজস্ব অফিসিয়াল এ্যাডঅন না এটা অপেন সোস হওয়ায় বিভিন্ন ডেভোলোপাররা বিভিন্ন এ্যাড অন তৈরি করে এই সুবিধা গুলো দিচ্ছে।আসলে এটা একটু বির্তক সাপেখে ব্যাপার এখানে একেক জনের একেক রকমের মতামত আছে।তবে আমি এটাও জানি যদি জরিপ করা হয় তাহলে অধিকাংশ ভোটই যাবে ফায়ার ফক্সের পখে যাবে।যাক অনেক কথা বলে ফেললাম আসল কথাই বললাম না আপনার টিউনটি ভাল হয়েছে।

🙂 হাহা, মজিলা আপু অনেক ভালো লাগে, তাকে কনফিগার করে নেটের স্পিড বারানো যায় তাই।
ধন্যবাদ

টিউন হয়েছে

Level 0

আমার কাছেতো opera ভালো লাগে। page load হয় দ্রুত। বাংলা দেখতেও কোন সমস্যা হয় না। এইটা resume support করে। তাই opera best. 😀