সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি টেকটিউন্স কমিউনিটি ব্লগের সবাই ভাল আছেন। আজকের দিনে মনে করছিলাম অন্য কোন টিউটোরিয়াল বিষয় নিয়ে পোস্ট শুরু করব। কিন্তু হঠাত করে আমার নিজেরই একটি টিউনের লিংক সাইট ভিজিট করতে গিয়ে একটি জোকস্ সাইটের কথা মনে পড়ে গেল। মুলত ঐ সাইটের মাধ্যমে জেনে নিন আপনি আর কত দিন বাঁচবেন?
বন্ধুরা প্রথমেই বলে নিচ্ছি আজকের পোস্টটি কোন টিউটোরিয়াল কিংবা পিসি বিষয়ক করব না। অন্য একটি বিষয় নিয়ে করব অনেকটা Jokes টাইপের যা আপনাদের জানাবে ডেথডেইট সাইটের মাধ্যমে আপনি আর কত দিন বাঁচবেন? (১০০% জোকস্!!)। অবশ্য পোস্টের শিরোনাম দেখে রিটিপ করার প্রয়োজন নাই। হ্যা আপনাদের কে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনি জানতে পারবেন বর্তমান সময় থেকে শুরু করে ভবিষ্যত পর্যন্ত। সার কথা হচ্ছে- আপনি আর কতিদন বাচবেন। বিষয়টা অনেকটা বিস্ময়ের। কারন, পৃথিবীতে এমন কোন মানব যন্ত্র নাই যে আপনাকে ভবিষ্য সময় বলে দিবে।
একটি স্কীনশর্ট আসবে। সেখানে আপনার যাবতীয় তথ্য তথা- আপনার নাম, জন্ম তাং, উচ্চতা, শারীরিক ওজন দিন।
এরপর Calculate এ- ক্লিক করুন> কি দেখছেন?
দেখাচ্ছে আপনি আর কত দিন বাচবেন, কতদিনের অআয়ু পার করবেন। যাইহোক আমিও নিজেও বিষয়টি পরীক্ষা করেছি। অনেকটাই ভালো লাগলো। এবং এখানে আপনাদের কেমন লাগবে! তা জানিনা!
লক্ষ্যণীয়:
সম্মানীত ভিজিটরগণ এখানে আপনারা অনেকে এই সাইটের প্রেরিত তথ্যসমূহকে সত্য বলে ভূল করবেন না। কেননা, বাস্তবে এর কোন ভিত্তি নাই। এটা সম্পূর্ণ একটি জোকস সাইট। সাইটটি ভিজিটরদের সাথে আনন্দ দেওয়ার জন্য তৈরি হয়েছে। আর এই সাইটিও অবশ্যই কোন মানব/ব্যক্তি তৈরি করেছেন। সুতরাং অবশ্যই বলতে হচ্ছে মানব জীবনের জন্ম/মৃত্যুর তথ্য নিয়ে এর কোন ভিত্তি নাই। এবং হ্যা শরীয়তের দিক হতে এই ধরনের তথ্যতে বিশ্বাস করা কুফরী ও গোনাহের কাজ। আমি আবারও স্মরণ করছি এটা নিছক একাট জোকস!!
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
😛