এ সপ্তাহেই আসছে Ubuntu এর নতুন phone ।

এ সপ্তাহেই বাজারে আসছে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু-চালিত স্মার্টফোন। গত বছর থেকেই এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল।

ইউরোপের বাজারে চলতি সপ্তাহে অ্যাকুয়ারিস ই ৪.৫ মডেলের উবুন্টু ফোন পাওয়া যাবে। উবুন্টুর মূল প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল জানিয়েছে, ফোনটি http://www.bq.com ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে এ ফোনের দাম ধরা হয়েছে ১৬৯.৯০ ইউরো।

উবুন্টু ফোনে থাকছে উন্নত নানা সুবিধা। এতে থাকছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, এক গিগাবাইট র‍্যাম, ৮ গিগাবাইট তথ্য ধারণের ব্যবস্থা ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ক্যানোনিক্যাল আশা করছে, উবুন্টুর এ ফোনের অভিজ্ঞতা ব্যবহারকারীদের জন্য দারুণ হবে। পুরো ফোনের ব্যবহারবিধিতেও থাকছে পরিবর্তন। মূল পর্দায় বাম কিংবা ডান দিকে গিয়েই যেকোনো অ্যাপ ব্যবহার করা যাবে। একে বলা হচ্ছে ‘কার্ড নেভিগেশন’ পদ্ধতি। নোটিফিকেশন ব্যবস্থা অনেকটাই অ্যাপলের আইওএসের মতোই থাকছে। দুটি সংযোগ সুবিধাও থাকছে এতে।

বিস্তারিত video দেখতে পারেন :

https://www.youtube.com/watch?v=TShKZLeZzWE

আমার একটা ছোট ব্লগ আছে । আশা করি সবাই একবার ঘুরে আসবেন , আমার ব্লগ এ ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।

 


একই সাথে Techolopo.com এ প্রকাশীত ।

Source : prothom alo .

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে ফোনটা কেনার কোন ইচ্ছা নেই। 😀

বাংলাদদেশে কবে নাগাদ আসতে পারে?

আর দাম কেমন হতে পারে??