বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনটি হলো পিপীলিকা। এর পর আরো কিছু হয়ত বের হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রথম মেটা বেজড সার্চ ইঞ্জিন হলো Amadernet.Com
আমাদেরনেট -
Amadernet.com একটি মেটা বেজড সার্চ ইঞ্জিন। ভিজিটরদের সুবিধার কথা চিন্তা করে এতে কোন অ্যাড রাখা হয়নি।
সাইটে বাড়তি কোন জিনিস নেই ফলে আপনার এমবি ও অনেক কম খরচ হবে, ব্রাউজিংও অনেক ফাস্ট হবে।
সাইটটি পিসি এবং মোবাইল দুটি ভার্শনেই করা হয়েছে।
পিসি থেকে দেখতে এখানে ক্লিক করুন।
মোবাইল থেকে দেখতে এখানে ক্লিক করুন।
এ সাইট থেকে সার্চ করা যাবে অনেক এডভান্সড ভাবে। আপনি আসলে যে জিনিষটা চাচ্ছেন এটা আপনার সামনে সেইটাই এনে দিবে। এছাড়াও আরো অনেক বাড়তি ফাংশন রয়েছে এতে যা বাংলাদেশের অন্যান্য সার্চ ইঞ্জিন এ নেই।
নিচে এর ফিচারগুলো তুলে ধরলাম।
Amadernet.com এর ফিচারসঃ
Web Search - বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সার্চ করবে।
Image Search - শুধু ইমেজ সার্চ করবে।
Video Search - শুধু ভিডিও সার্চ করবে।
News Search - আপনার কোন নিউজ বা সংবাদ প্রয়োজন হলে এখানে সার্চ করবেন। এটা শুধু নিউজ সাইট গুলোতে সার্চ করবে।
Doc Search - নেট এ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ডকুমেন্ট গুলো সার্চ করবে।
Sites Search - এর মাধ্যমে কোন নির্দিষ্ট সাইট এর লিংক দিয়ে শুধু সেই সাইট এ সার্চ করতে পারবেন।
Book Search - আপনার পছন্দের বইগুলো পেতে পারেন এর মাধ্যমে।
Shopping Search - এটা শুধু শপিং সাইটগুলোতে সার্চ করবে। আপনার কাঙ্ক্ষিত পণ্যের নাম লিখে এখানে সার্চ করতে পারেন। এর ফলে আপনি বিভিন্ন সাইটে পণ্যটার দামগুলো দেখতে পারবেন।
Apps Search - আপনাদের কোণ এপ লাগলে এইখানে সার্চ করবেন । তাহলে নিখুত রেজাল্ট পাবেন।
Search Setting - এর মাধ্যমে আপনারা Adult Content গুলো ব্লক করে রাখতে পারেন। চাইলে এডাল্ট ইমেজ, ভিডিও এবং টেক্সটও বন্ধ করে রাখতে পারেন ফলে সার্চ করলে এডাল্ট কোন কিছু আসবে না। এছাড়া আরো কিছু সুবিধা রয়েছে।
এটিই বাংলাদেশের সবচেয়ে আডভান্সড সার্চ ইঞ্জিন। এর স্ক্রিপ্ট সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। সবাই একবার সাইটটি ব্যাবহার করে দেখতে পারেন। আর সামনে এমন কিছু ফিচার অ্যাড হবে যা কেউ দেখেনি আগে।
সাইট টা নন-প্রফিট সাইট। তাই কেউ টাকা ইনভেস্ট করতে চায় না। ফলে সাইট এর হোস্টিং খরচ চালানো এডমিন এর জন্য খুব কঠিন। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি একটা হোস্টিং দেন, আনলিমিটেড ইমেইল, ব্র্যান্ডউইথ, ডিস্ক স্পেস, আনলিমিটেড my sql database , তাহলে এই ভাইকে মেসেজ দিন - Farhan Sajid
এছাড়া সাইটে কোন সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন বা উনাকে মেসেজ দিয়ে জানাতে পারেন।
বাংলাদেশে এই রকম একটা প্রজেক্ট করার জন্য সাইটের এডমিনকে ধন্যবাদ জানিয়ে আসতে পারেন এখান থেকে।
আজকের মত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন।
আমি অনিক হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
But Search Result Toh Google Theke Ashe??