টেক হিউমারঃ এরপরে টেকটিউন্স টিউনার রা যাহা করেন, বা করিবেন।

মজা লাগে রে ভাই, চরম মজা, একা খাইলে নাকি পেটে বদ হজম হবে, তাই শেয়ার করে খাওয়া উত্তম।

আগের দিনের টিউনার রা কেমন ছিলেন একটুখানি ধারনা দিয়ে রাখি, হোছাইন আহম্মদ ভাই এর বেশ কিছু লেখা চোখে পড়লো। দেখে মন টাই ভালো হয়ে গেলো। ভাই আমার সহ ব্লগার, তিনি লিখছেন দেখে আমার ও আবার লেখতে ইচ্ছে হলো। কাজের লেখা আসতেছে কালকে, আজ একটু হিউমার হয়ে যাক।

ধরা যাক শুরুতেই , আপনি ইন্টারনেট এ বিজনেস করবেন বলে ধারনা করতেছেন, তো শুরু করেন। ওয়েব হোস্টিং এর বেবসা শুরু করলেন, নানা রকম অফার , মাল মশলা দিয়ে সাজাইলেন নিজের সাইট । বাট কাজ করতে করতে অনেক ময়লা জমে গেছে যে ! সেগুলো ফালাইবেন কই ! চলো টিটিতে ।

ওয়েব হোস্টিং কি, কোন টা ভালো, এই নিয়ে একটা জ্ঞ্যান গর্ভ পোস্ট লিখে ফেললেন, নিজের মাথায় না কুলাইলে মারেন কারোডা কপি, (চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না কেউ দেখে টিউন 😛 ) । এবার আসল কাম, টিউন কাজে লাগলে নিচে আমার হোস্টিং সাইটের লিঙ্ক দিতেছি, আমার থাইকাই কিনেন। উপরে যে দেশের বস হোস্টিং সুমির দাদার টার এড দেয়া আছে পুরা মাস ধরে তাকায়া দেইখেন ই না 😉

ও হ্যা, টিউনের শিরোনাম হবে " ওয়েব হোস্টিং কেনার আগে দেইখা নেন আমার টাই সেরা 😛 "

ক্যাটাগরী ২।

নয়া নয়া আইছি ইন্টারনেটে, সামনে পাইছি ফেইসবুক, ফেইসবুকে শিমুল ভাইয়ের হাজার ফলোয়ার, আমার থাকবে না ? 😛 😛 লাগাও সার্চ গুগলে,

মামা পাইচি রে !!!!!!!!!!!!

পাইলাম অটো ফলোয়ার ! হাউরে এই ও দেখি মেলা কাম করা লাগবে, অত কষ্ট !!!!!!! নাহ, নিচে দেখি রেফারাল লিঙ্ক আছে, ঐটাতে কেউ সাইন আপ করলে আমারে মাগনা ফলোয়ার দিব। ( হোক না কোন দেশী হয়, হইলেই হইলো )  তো লাগাও টিউন টেকটিউন্সে ,

ইন্দুর মরে, চিকা মরে, ফলোয়ার ও বাড়বে চোক্ষের পলকে, আসেন ভাই, নিয়া যান, অফার সীমিত, আগে আসলে আগে পাইবেন, দেরী করলে পাইবেন না, নিচের সাইটে যায়া সাইন আপ করেন, ফলোয়ার দিয়া ভইরা যাইবো, রাখার যায়গা পাইবেন না।

ও হ্যা টিউনের শিরোনাম হবে " লইলা লন ফ্রি তে এক কুটি ফলোয়ার"

ক্যাটাগরি নাম্বার ৩ঃ

ইয়ো মাম্মাহ, আমিও সাইট বানানী শিক্ষা গেছি, ঠিকাসসে ? নাও, ব্লগারে একখানা চরম সাইট বানায়া লাইছি, চুরি বিদ্যা কাজে লাগায়া পোস্ট ও দিছি কয়ডা এন্ড্রয়েড এপ। এইবার চলো চলো টিটি চলো,

নিয়া নেন দারুন কামের একখানা এন্ডুয়েড এপ, এইটা দিয়া দাড়ি শেইভ করতে পারবেন, আর এইডা দিয়া  চুলার কাম হইবো।ডাউনলোড লিঙ্ক ও নেন, আরো এপ চান ? চান এন্ড্রুয়েড এপ দিয়া আমেরিকায় হামলা করতে ? তাহলে ঘুরে আসেন আমার ব্লগ থেকে।

পোস্টের শিরোনাম মনে হয় যারা আমার পোস্ট পড়তেছেন সবাই জানেন ই, সো আর না কই।

কি লেখতেছি রিভাইস দিতে যায়া আমার পেটে ব্যাথা শুরু হয়ে গেছে, সো থামলাম, এডিটর পোস্ট টা আটকায় দেয়ার আগে হোম পেইজ টা ঘুরে আসেন, ধন্যবাদ।

 

ওয়েবসাইট সাইন্স এর ১৬ তম পর্ব থাকছে আগামী তে, কথা হবে কিভাবে আপনার ভিজিটরের মাথায় আপনার সাইট এর কথা টা ঢুকায়া দেয়া যায় তাই নিয়া।আপাতত বাই,

পোস্ট এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত। আর ফেইসবুকে আমি

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটিতে ফাউল পোলাপাইন বাইরা গেছে গা।

ki ar bolbo, techtunes er kicu attempt neya uchit

বড় জ্ঞানের কথা বললেন (জ্ঞানী লোকের জ্ঞানী কথা) @ কিন্তু কিছু কথা বুঝে আসে নাই 😛 @ ধন্যবাদ

এই মাঝরাতেও হাঁসিতে আমার পেটে ব্যাথা হইয়া গেল, কারন জরে হাঁসতে পরিনি লোকের ঘুম ভেঙ্গে যাওয়ার ভয়ে!

ক্যাটাগরি নাম্বার ৪ , হয়ে যান কোটিপতি ক্লিক সাইট এ ক্লিক করে,

ঠিক ই বলেছেন ।

২০১০ এর দিকে সারাদিন টিটিতে পইরা থাকতাম নতুন টিউনের আসায়। টিউন গুলা খাইয়াও পেট ভরত মনও ভরত। কিন্তু ১৩ এর লাস্টের দিকে যে কি হইল কিছু বুঝলাম না। টিটিতে এড গেল বাইরা, আবার ‘তোমার টিউন’ নামে আলদা সাইট খোলা হল। যতসব ট্রাফিক জ্যামে টিটির অবস্থা কেরোসিন। তখন আবার ভালো ভালো টিউনাররা টিটিকে বিদায় জানাল। টিটি রংগমঞ্চের পোস্ট করা শুরু হল। কি যে এক অবস্থা গেছে তখন! এর জন্ন এডমিনরা কিছুটা হইলেও দায়ী। আর জনগণের কথা কি কমু।
এক সময় টিটির আলেক্সা রেংক ছিল ১২ আর ঐ সময় ৫০ ছড়াই গেছিল। আজ দেখলাম ৩৩ এ আছে আর মোট আছে ৬০০০+.
যাক তবুও অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই টিটিতে কদিন ধরে আবার নিয়মিত হলাম।
ধন্যবাধ শিমুল ভাই।

মামা, তুই রাজাকার তুই রাজাকার 🙂