Xiaomi স্মার্টফোন এর নাম শুনেন নাই এমন পাবলিক খুঁজলে খুব কমই পাওয়া যাবে | কম দামে অসাধারন সব স্মার্টফোন এনে কিছু দিন এর মধ্যেই স্মার্টফোন বাজারে সাড়া ফেলে দিয়েছিল Xiaomi এক বছর এর মধ্যেই স্মার্টফোন বাজারে অ্যাপলকে পিছনে ফেলে তারা ২য় পজিশন এ উঠে আসে |যেভাবে তারা এগুচ্ছে আমার মনে হয় কিছুদিন এর মধ্যে হয়তবা স্যামসাঙ কেও পিছনে ফেলবে | শুধুমাত্র ইন্ডিয়াতে তাদের স্মার্টফোন ১৫ সেকেন্ডে ৬০ হাজার স্মার্টফোন অর্ডার হয় | বুজেন এইবার অবস্তা | নতুন বছর উপলক্ষে আজকে তারা তাদের একটি কমদামী স্মার্টফোন ঘোষণা করলো Xiaomi Redmi 2 , দামে কমদামী হইলেও ফিচার এর দিক দিয়া ২০০০০ - ২৫০০০ টাকা দামের স্মার্ট কেও পিছনে ফেলবে এই স্মার্টফোন | আসুন দেখি কি কি ফিচার আছে এতে
4.7-inch (1280 x 720 pixels) IPS display
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916 ) 64-bit processor with Adreno 305 GPU
1GB RAM, 8GB internal memory, micro SD card up to 32GB
Dual SIM
MIUI v6 on top of Android 4.4 (KitKat)
8MP rear camera with LED Flash, BSI sensor, f/2.2 aperture, Omnivision sensor, 1080p video recording
2MP front-facing camera, 720P HD video recording
4G LTE/3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2200mAh battery
133g
9.4mm thin
5 colors for back cover
আগামী ৯ তারিখ থেকে চায়নার বাজারে এই স্মার্টফোন পাওয়া যাবে | বাংলাদেশি টাকায় দাম পরবে মাত্র ৯০০০-১০০০০ টাকা | কিন্তু authorized dealer না থাকায় বাংলাদেশ এর জনগণ এমন স্মার্টফোনগুলা থেকে বঞ্চিত হচ্ছে | কিছু কিছু importer চায়না থেকে import করলেও তারা দাম কিছুটা বেশি রাখে |ফলে বাংলাদেশ এর জনগণ এই স্মার্টফোনগুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে | যাই হোক চায়না বা ইন্ডিয়া তে যদি রিলেটিব থাকে তাহলে চোখ বন্ধ কইরা একখান স্মার্টফোন জোগাড় কইরা ফালান |আর বিশ্বাস না হইলে ইন্টারনেট এ একবার ডু মাইরা আসতে পারেন |
আমি Shoroar Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
redmi 1s টা আমার হেভি লাগছিল এখনো কিনি নাই flipkartbd.com এ যখন এইতা এভেলেবেল হবে কিনার আশা আছে