ওয়েব ব্রাউজারের সাথে পরিচয় আছে আমাদের সবারই। কারণ আমরা এই মুহূর্তেও কোন এক ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই আর্টিকেলটি পড়ছি! ওয়েব ব্রাউজার হল এমন এক সফটওয়্যার যা আপনার চাওয়া যেকোন ওয়েব সাইট হাজির করে আপনার কম্পিউটার বা ডিভাইসের পর্দায়। ইন্টারনেট ব্যবহারের জন্য ব্রাউজার আবশ্যক। মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসের জন্যই নানা ওয়েব ব্রাউজার রয়েছে। তবে বিশ্ব জুড়ে হাতে গোনা কয়েকটি ওয়েব ব্রাউজার এখন দাপিয়ে বেড়াচ্ছে। ২০১৫ সালের সেরা ৩টি ওয়েব ব্রাউজার নিয়েই আজ আমার (ব্লগার মারুফ) এই রিভিউ আর্টিকেল। প্রথমেই জানিয়ে দেই কোন ৩ ইন্টারনেট ব্রাউজার এখন রয়েছে শীর্ষে। নানা তথ্য এবং রিভিউ পর্যালোচনা করে র্যাংকিং করলে দেখা যায় প্রথম অবস্থানেই রয়েছে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে গুগল ক্রোম এবং অপেরা। চলুন জেনে নেই ২০১৫ সালের এই ৩টি সেরা ওয়েব ব্রাউজারের খুবই সংক্ষিপ্ত কিছু ইতিহাস।
মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের সাথে পরিচয় নেই এমন কেউ কি আছেন? থাকলে সাড়া দিয়েন! আমার দৃঢ় বিশ্বাস যে ইন্টারনেট ব্যবহার করেন অথচ মজিলা ফায়ারফক্স চেনেন না এমন লোক দেখা পাওয়া দুষ্কর। কারণ মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox) হল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ও জনপ্রিয় ওয়েব ব্রাউজার। এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি ওয়েব ব্রাউজার। মোজিলা ফাউন্ডেশনের তৈরি মজিলা ফায়ারফক্সের বিনামূল্যে প্রাপ্তি এবং শক্তিশালী ও অসাধারন সব ফিচারের কারণে আমাদের পছন্দের ওয়েব ব্রাউজারের তালিকায় শীর্ষে আছে এই ওয়েব ব্রাউজার। ২০০৪ সালের নভেম্বর ৯ তারিখে মোজিলা ফায়ারফক্সের ১.০ সংস্করন ছাড়ার ৯৯ দিনের মাথায় উন্মুক্ত এই ওয়েব ব্রাউজার ডাউনলোড হয় ২.৫ কোটি বার। আর বর্তমান এই সময়ে এসে মোজিলা ফায়াফক্সের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি। সহজে এবং নিরাপদে ওয়েব ব্রাউজিং করার সব ধরনের ফিচার নিয়ে তৈরি মোজিলা ফায়াফক্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশ লোকই এখন পছন্দের ওয়েব ব্রাউজার হিসেবে প্রথমেই বেঁছে নিয়েছেন মোজিলা ফায়াফক্স।
আমার সাথে যোগাযোগ মাধ্যমসমূহঃ বাংলা ব্লগ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক ফ্যান পেজ, টুইটার, গুগল প্লাস, লিংকড ইন, পিন্টারেস্ট
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ বাইদু স্পার্ক ব্রাউজার টা একটু দেখেন তো কেমন, baidu spark browser , < আমার কাছে বেস্ট লাগে,
অফ টপিকঃ লিংকড ইন এর মত অন্য কোন প্রফেসোনাল যোগাযোগ সাইট এর লিঙ্ক জানেন কি,