সাবজেক্ট রিভিউঃ গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE)

চলমান পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন ম্যাটেরিয়ালসের নাম করতে হলে প্রথমেই যা উঠে আসে তা হচ্ছে সিরামিক ম্যাটেরিয়ালসগুলো। কারণ হিসেবে এর সহজলভ্যতা ও সুলভ মূল্য তো আছেই, সাথে যোগ করা যায় এর ব্যাবহারের বৈচিত্র্য । সময়ের সাথে সাথে এর চাহিদা যেমন ব্যাপক হয়েছে, তেমনি বেড়েছে আধুনিক যন্ত্রপাতিতে এর ব্যাবহার।

সিরামিকের ব্যাবহারে বাংলাদেশও পিছিয়ে নেই, সময়ের সাথে সাথে দেশে এর ইন্ডাস্ট্রি যেমন বাড়ছে তেমন বাড়ছে ইন্ডাস্ট্রিগুলোতে এ বিষয়ক ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা। বুয়েটে এর আগে এ বিষয়ে এমএসসি করার সুযোগ থাকলেও ব্যাপক চাহিদার কারণে সর্বপ্রথম রুয়েটে ২০১১-১২ সেশনে এ বিষয়ে বিএসসি কোর্স চালু করা হয়।

এই রিভিউতে চেষ্টা থাকবে গ্লাস এন্ড সিরামিকে কি পড়ানো হয়, বর্তমান বাংলাদেশে এধরনের ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা এবং চাকরিক্ষেত্রে একজন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারের চাহিদা এবং তার কাজ কি সে বিষয়ে তোমাদের একটা সম্যক ধারণা দেয়া।

আচ্ছা, সিরামিক কি সে সম্পর্কে  ধারণা আছে তো? বলে রাখি, বিশ্বে মেটাল আর প্লাস্টিক বাদে যা কিছু আছে সবই সিরামিকের অন্তর্ভুক্ত। নেটে যদি সার্চ দাও, দেখতে পাবে যে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সিরামিক ইঞ্জিনিয়ারিং নামে সাবজেক্ট খোলা আছে। প্রশ্ন আসতে পারে- তবে কেনো ডিপার্টমেন্টের নামে গ্লাস যোগ করা হলো। আসলে সারা বিশ্বে গ্লাসের ব্যাবহার আর এর গঠনগত বৈচিত্র্য এতো ব্যাপক, যার কারণে গ্লাস শব্দটি আলাদা করে যোগ করা হয়েছে যেনো এ বিষয়টি আলাদা করে গুরুত্ব পায়।

এখানে তোমাদের যা পড়ানো হবে তা মূলত গ্লাস ও সিরামিক সম্পর্কিত পণ্যাদির প্রোডাকশন প্রোসেস অর্থাৎ তাদের উৎপাদন প্রক্রিয়া। পাঠ্য হিসেবে এখানে পাবে বিভিন্ন রকমের গ্লাস ও সিরামিকের গঠন প্রণালী ও তাদের আভ্যন্তরীণ স্ট্রাকচারের বিশদ আলোচনা। এছাড়াও পণ্যের ডিজাইন ও কোয়ালিটি ডেভেলপমেন্টও একজন গ্লাস ও সিরামিক ইঞ্জিনিয়ারের জ্ঞানের অন্তর্ভুক্ত।

আমাদের মধ্যে প্রচলিত খুব সাধারণ একটা ধারণা হচ্ছে সিরামিক মানেই হচ্ছে চীনামাটির থালাবাসন, মগ, টাইলস। এটা আসলে বহুল প্রচলিত একটা ভুল ধারণা। সত্যি ব্যাপারটা হচ্ছে সিরামিকের ব্যাবহারের ক্ষেত্রে এটা আসলে খুবই সামান্য উদাহরণ। আমাদের মোবাইলের মেমোরি কার্ড, হার্ড ডিস্কের কোয়ালিটি ডেভেলপ- এসব কিছুই কিন্তু একজন সিরামিক ইঞ্জিনিয়ারের এখতিয়ারের অন্তর্ভুক্ত। এছাড়াও মাইক্রোচিপ, ক্যাপাসিটর, স্মার্টফোনের ব্যাটারি থেকে শুরু করে অত্যাধুনিক সূক্ষ্ম যন্ত্রপাতি সবই সিরামিক পণ্যের উদাহরণ। আধুনিক বিশ্বের প্রবণতাই হচ্ছে ন্যানো যন্ত্রপাতির দিকে ঝুঁকে যাওয়া। এখানেই একজন সিরামিক ইঞ্জিনিয়ারের কাজের শুরু, এখানেই সিরামিকের জয়জয়কার।

এবার জব সেক্টরের ব্যাপারে আলোচনা করা যাক, অনেকের ভেতর একটা ভুল ধারণা রয়েছে যেহেতু নতুন সাবজেক্ট- জব সেক্টরে হয়তো এমন চাহিদা নেই। সত্যি বলতে নতুন সাবজেক্টগুলো খোলাই হয় দেশের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে। একটা তথ্য দেই তোমাদের, ২০১২ সালে বাংলাদেশের রফতানি আয়ের শতকরা ১৫ ভাগ ছিলো সিরামিক পণ্যের বাজার থেকে। আমাদের দেশে বর্তমানে ৪টি বৃহৎ গ্লাস ইন্ডাস্ট্রিসহ প্রায় ২০০’র মত গ্লাস ও সিরামিক ইন্ডাস্ট্রি রয়েছে যার পুরোটাই বর্তমানে চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ক্ষেত্রবিশেষে মেকানিকাল ইঞ্জিনিয়ার দ্বারা। অতএব, এ বিষয়ে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের চাহিদা নিয়ে কোন সন্দেহ নেই আর চাকরি নিয়ে চিন্তারও কোন অবকাশ নেই। আর যেহেতু প্রোডাকশন প্রোসেস সম্পর্কিত পড়াশোনা, চাইলেই তুমি প্রোডাকশন সেক্টরে সুইচ করে চলে যেতে পারো।

এছাড়া মার্কেটিং এর ক্ষেত্রেও একজন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ার ভূমিকা রাখতে পারে। শুধু তাই না, তাকে খেয়াল রাখতে হয় সুলভ মূল্যে সবচেয়ে ক্রেতাবান্ধব পণ্যটি তৈরী করার ব্যাপারে। অতএব, যদি চ্যালেঞ্জ নিতে পারো নতুন কিছু করার, তোমার জন্য অপেক্ষা করছে দারুণ একটি ভবিষ্যত। তাছাড়াও তুমি তোমার দক্ষতা দিয়েও অনেকদূর এগিয়ে যেতে পারো। আর বাইরে উচ্চশিক্ষার সুযোগ তো সবসময় রয়েছেই। আর এ সাবজেক্টে সবসময় রয়েছে গবেষণার অফুরন্ত সুযোগ। সত্যি বলতে অন্যান্য সাবজেক্টগুলোয় যেখানে গবেষণা অনেক আগে থেকেই শুরু, সেখানে অনেক আগে থেকে ব্যাবহারের শুরু হলেও এ খাতে গবেষণার শুরু কিন্তু খুব বেশি আগে না- সাকুল্যে দেড়শো বছর, সুতরাং উন্নতির অনেক জায়গা এখনো রয়েই আছে।

একটা বিষয় তোমাদের বলে রাখা দরকার, যেহেতু একমাত্র রুয়েটের এই ডিপার্টমেন্টে এই বিষয়ে বিএসসি কোর্স কমপ্লিট করানো হয়, সুতরাং জব ফিল্ডে এ বিষয়ে তোমাদের সিনিয়র হবে তোমারই ক্যাম্পাসের বড় ভাইরা, আর বিদেশে তো চাহিদা আছেই। যেহেতু একজন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ার জব সেক্টরে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করবে এবং এই সেক্টরে দক্ষতা বেশি করে দেখা হয়, সিজিপিএ নয়।

লেখাটি লিখেছে রুয়েট  গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং'১৩ ছাত্রবৃন্দ.

Level 0

আমি এস বি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি নতুন কে জানতে আর জানাতে। ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল রিভিউ হয়েছে @১৩ রুয়েট