সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভিজিটর বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আসলে ব্যস্ততার কারনে বেশ কয়েকদিন কোন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ব্যস্ততা কম থাকার কারনে আপনাদের সাথে একটু ঢু ...............মারছি!
যাইহোক আজকের পোস্টে পিসি বিষয় বা অন্য কোন টপিকস নিয়ে শেয়ার করব না। অনেকটা ফ্রিল্যান্স ধরনের একটি প্রতিবেদন নিয়ে পোস্ট করব যা পোস্টের শিরোনাম দেখেই হয়ত বুঝতে পারছেন।আজকাল ইন্টারনেটে বৈধ ইনকামের পাশাপাশি অবৈধ ইনকামের অনেক সাইট তৈরি হয়েছে। আসলে প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকা এবং আমাদের অনেকটা হুজুগে বাঙ্গালীর ভাব থাকার কারনে অনেক নামহীন প্রতিষ্ঠান সরলতার সুযোগ নিয়ে প্রতারনার শামিল হচ্ছে। যেমন ধরুন- ক্যাপচা, ফেসবুক+গুগল+ লাইক করা, সার্ভে করা, এবং পিসিতে নিদিষ্ট ইউটিলিটি চালুর মাধ্যমে নিদিষ্টভাবে ইনকাম করা যেমন- প্রতিদিনে ১ ডলার কিংবা ২ ডলার ইত্যাদি।
সম্মানীত ভিজিটর বন্ধুরা! আপনারা অনেকেই জানেন যে, বেশ কয়েক বছর পূর্বে অনেক ভূইফোড় কোম্পানী (Dolancer, Skylancer, Sheraton PTC এই জাতীয় প্রায় ৬০ টির বেশী প্রতিষ্ঠান) শিক্ষিত বেকার/যুবকভাইদের সাথে ইন্টারনেটে ইনকামের পথ দেখিয়ে তাদের সাথে প্রতারনা করেছিল এবং দেশের প্রায় কয়েকশ কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল যে তথ্য গুলো সংবাদ/মিডিয়া মাধ্যমে জেনেছিলেন। পরে অবশ্য আমাদের সচেনতা বৃদ্ধি, সরকারি প্রশাসনের সুনজর ও ফ্রিল্যান্সারদের প্রতিবাদের মুখে কারনে সেইসব বন্ধ হয়েছে। অবশ্য এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অপশন তৈরি করে ইনকামের পথ দেখাচ্ছে। তথাপি বিগত পোস্টে আমি একটা লেখা দিয়েছিলাম- “সেখানে একটি সফটওয়্যারের নেতিবাচক দিক তুলে ধরেছিলাম)।
আলোচনা করতে গিয়ে অনেক কথা বলা হল। আজকের যে বিষয়টি সম্পর্কে পোস্ট করছি তাও একই ধাচের। ইদানিং বেশ কয়েকটি ব্লগ সাইটে বেশ কিছুদিন ধরে দেখছি ক্যাপচা বিষয়ক তথারুপ Q link নিয়ে প্রায় ২ সপ্তাহের বেশী পোস্ট করা হচ্ছে।অবশ্য টিটি এবং পিসি হেল্প লাইনে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছিলো। এখানে পোস্টটি পড়ে জানতে পারলাম Q link সাইট একটি ক্যাপচা ইনকামের সাইট। এখানে প্রায় ১০০০ ক্যাপচা টাইপ করে প্রায় প্রতিদিনে ১ ডলার করে ইনকাম করা যাবে। এই জন্য সাইটে রেজি: করতে হবে। অতপর Q link এর সফটওয়্যার পিসিতে ইনস্টল করে ক্যাপচা সঠিকভাবে টাইপ করলে ইনকাম শুরু হবে। যদি এই ভাবে সত্যিই ইনকাম করা যায় তাহলে তো বেশ ভাল কথা! কেননা, যারা সঠিকভাবে ফ্রিল্যান্সে এখনো কাজ পান নাই তাদের যদি Q link এ- কাজ করে মাসের নেটের বিলের টাকাটা উঠে আসে নেহাত মন্দ কি?
অপরদিকে আরেকটি ব্যাপার জানতে পারলাম। Q link এ- আপনি ফ্রি ভাবে রেজি: করতে পারবেন না। বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে আপনাকে। তাহলে বুঝুন এটি কেমন কথা!! কারন, পৃথিবীর সত্যিকার কোন ফ্রিল্যান্স সাইট, পিটিসি সাইট, সার্ভে সাইটে রেজি: করতে কোনরুপ অর্থ ব্যয় করতে হয় না। তাহলে এখানে ………বিষয়টি পরিস্কার হতে পারলাম না। তাছাড়া ব্লগে অনেকেই অফার করছেন Q link এর অ্যাডমিন প্যানেল বর্তমানে ৩০০-৪০০টাকাতে অফার করছেন যেখানে নাকি পূর্বে ১০০০/- টাকা কাটা হত। তাছাড়া অনেকেই আছেন যারা নিজের প্যানেলের কাজের জন্য অন্যকে অফার করছেন বিনিময়ে হয়ত বিকাশ নম্বরে কিছু টাকা দিবে। আমার মনে হয় এই সবই অনর্থক কাজ। হয়ত অনেকেই ইতিমধ্যে Q link নিয়ে কাজ করছেন তাদের কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে-
১। ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা একাউন্টে ওপেন করতে হয়।
২। ওপেন করার পর আরেকটি বক্স আসে সেখানে ক্যাপচা টাইপ করতে হয় সঠিকভাবে এবং Send করতে হয়। এই ভাবে প্রায় ১০০০ ক্যাপচা টাইপ করতে হয়।
কিন্তু এই সাইটের সমস্যা রয়েছে তা কেউ ব্লগের পোস্টে উল্লেখ করেন নি যেমন-
ক। এখানে যদি কোন ক্যাপচা টাইপ করতে ভূল করেন তাহলে উক্ত সফটওয়্যার বন্ধ হয়ে যাবে বা লগআউট হয়ে যাবে। ফলে আপনাকে পূনরায় লগইন করতে হবে।
খ। এখানে পূনরায় আপনাকে লগআউট করতে দিবে না। পিসি ও নেট কানেকশন বন্ধ করে রিস্টার্ট দিয়ে পিসি ও নেট পূনরায় চালু করতে হবে। মূলত যতবার ক্যাপচা টাইপ ভূল করবেন ততবার আপনাকে এরুপ করতে হবে।
গ। প্রতিটা ক্যাপচা টাইপ করতে হয় প্রায় ১০.০ সেকেন্ডের মধ্যে। আবার আপনাকে এরুপ ক্যাপচা দেওয়া হবে যেটি ইন্টারফেস বুঝতে আপনার প্রায় ১০.০ সেকেন্ডের বেশী সময় পার হয়ে যাবে। এখানে আমার অভিজ্ঞতা হল আপনি যতবড় টাইপিং পন্ডিত হন না কেন ক্যাপচা বুঝতে সময় যাবে এবং ভূল হওয়াটাই স্বাভাবিক। সুতরাং ১০০০ ক্যাপচা টাইপ করা কিন্তু সহজ ব্যাপার নই। তাহলে বুঝুন ঠ্যালা!!
ঘ। আমার মনে হয় ১০০০ ক্যাপচা টাইপ করতে প্রায় ৫ দিনের বেশী সময় পার হয়ে যাবে। যেমন: আমার টাইপিং স্পীড কিন্তু বেশ ভাল, ব্লগ করতে হয় সেহেতু টাইপিং স্পীড ভাল থাকতে হয়। সেখানে Q link প্রায় ৫০০ ক্যাপচা সঠিভাবে টাইপ করতে প্রায় ৪ দিনের বেশী সময় পার হয়েছে। এখানে যদি ৫ দিনে ১ ডলার হয় তাহলে ৩০ দিনে কত পাব?
ঙ। অথচ অনেকেই চতুরতা হিসাবে বলছেন প্রতিদিনে ১ ডলার। যেখানে ১০০০ ক্যাপচা টাইপ করতে প্রায় ৫ দিনের বেশী সময় পার হচ্ছে সেখানে আপনি কিভাবে প্রতিদিনে ১ ডলারের আশা করছেন।
চ। এই জন্য অনেকেই তাদের অ্যাডমিন প্যানেলে অন্যকে কাজ করার আমন্ত্রন পাঠাচ্ছেন। এর প্রধান কারন হচ্ছে- তিনিও সঠিকভাবে ক্যাপচা টাইপ করতে পারছেন না। যদি কোন ভিজিটর তার ক্যাপচা টাইপ করে দেয় তাহলে কাজ এগোবে এবং অনেকটা কষ্ট ঐ ব্যক্তিকে করতে হবে না।
ছ। এই সাইট পেমেন্ট অপশন হিসাবে রেখেছে Perfect Money, Papal, Freelancer Card। এখানে কোনটিই অআমাদের দেশের জন্য প্রযোজ্য নই। অপরদিকে কয় জনের ফ্রিল্যান্সার মাস্টার কার্ড রয়েছে। তাহলে পেমেন্ট আপনি পাবেন কিভাবে?
জ। এখানে হয়ত যারা অ্যাডমিন হিসাবে কাজ করছেন তাদের হয়ত কোন সোর্স হিসাবে Q linkএ- জড়িত। সেই প্রেক্ষিতে রেফারেল বা প্যানেল বিক্রি করে কিছু টাকা আয় করছেন।
৩। অনেকেই বলছেন কোন গ্রাহককে অ্যাডমিন প্যানেল দিলে ঐ গ্রাহক নিজেও অ্যাডমিন প্যানেল অপরজনের নিকট বিক্রি করতে পারবেন। সত্যি কথা বলকে কি এখানে আপনি কোন প্যানেল অপরের নিকট বিক্রির সুযোগ পাবেন না।
৪। Q link এ- অনেকেই বলবেন তারা থার্ডপার্টি সফট: দ্বারা কাজ করবেন। যেখানে Q link সাইট বলেছে থার্ডপার্টি দ্বারা কাজ করা যাবে না। করলে একাউন্ট চিরকালে ব্লক হয়ে যাবে।
৫। ব্লগে যারা পোস্ট করেছেন তারা বলেছেন Q link কি তাহা জানতে গুগল মামারে বলেন? এখানে এর মানে বুঝলাম না। হয়ত বলছেন গুগলে সার্চ দিলে Q link সাইট পাওয়া যাবে। আসলে এটিও একটি চতুরতা। গুগল সাইটে যে কোন সাইট সার্চ দিলে তা সবই পাওয়া যায়। কিন্তু কোন সাইট স্ক্যাম কিংবা ভালো তাহা দেখা গুগলের কাজ নই।
৬। এই রকম পূর্বে বহু ক্যাপচা সাইটের আর্বিভাব হয়েছিল। তার সবই বন্ধ হয়ে গিয়েছে। এখানে অবশ্য গুগলে সার্চ দিলে Q link সাইটের একাধিক ইউ.আর.এল দেখাচ্ছে। এর মধ্যে কোনটি সঠিক সেটি বুঝতে অনেকেই ভোগান্তিতে পাড়বেন ছাড়া বৈকি!!
৭। http://www.scamadviser.com/ সাইটে চেকিং করে দেখলাম এই দুটি সাইট কোন ট্রাস্টেড সাইট নই। যেখানে তথ্যগুলো হাইড করে রাখা হয়েছে।
যেমন কিছু সাইটের লিংক প্রেরন করছি আপনারা পরীক্ষা করতে পারেন।
http://www.qlinkgroup.com/op/login
http://qlinkgroupsupervisor.com/
সম্মানীত ভিজিটর বন্ধুগণ! এখানে Q link সাইট সম্পর্কে উপরোক্ত যে তথ্যাবলী পেশ করলাম তা সম্পূর্ণ নিজের মতামত এবং বেশ কয়েকজন ফ্রিল্যান্সারদের মতামতের ভিত্তিতে উপস্থাপন করা হল। এখানে এমন অনেক ভিজিটর রয়েছেন যারা এই সকল সাইট সম্পর্কে অজ্ঞ কিংবা কৌতুহলপূর্ণ। আশা করি তারা এই তথ্যাদির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন পথে এগোবেন। তবে হ্যা আপনি ছোটখাটো ফ্রিল্যান্সিং সাইটে ট্রাই করে দেখতে পারেন যেগুলো টেকটিউন্স সাইটে পূর্বে পোস্ট করা হয়েছে যেমন- Mini jobs.com, Minute workers com, । আরেকটি কথা ফ্রিল্যান্স হিসাবে যে সাইটগুলো দেখবেন টাকা পয়সার লেনদেন আছে সেখানে ধরে নিবেন কোন কারসাজি আছে নিশ্চয়ই!!
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
It’s very hard to earn from captcha site unless you are very quick & accurate in typing. I have good speed but did not go with them except 1 site. http://captcha2cash.com/ Good thing is low payout. Only $ 0.30. So I sometimes use this site only when get some time. One thing you can use PerfectMoney at least for mobile recharge in Bangladesh.