মজাদার ও আনন্দের অঙ্কের ম্যাজিক

আমি আপনাদের কে এক টি মজাদার অঙ্কের ম্যাজিক শেখাব।সত্যি বলতে এই ম্যাজিকটা আমার খুব ভালো লেগেছে তাই মন করলো এটা আপনাদের কেউ বলি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।
প্রথমে এক টা কাগজ এবং এক টা কলম নিন।তারপর খাতাতে তিনটি রাশি যুক্ত সংখ্যা লিখতে বলুন কাউকে বা আপনার দর্শক কে।
ধরুন সে লিখল ২৭৮।
তারপর রাশি টি কে ওল্ট পালটা করে লিখতে বলুন।
ধরুন সে লিখল ৮৭২
এবার বড়ো রাশি টি থেকে ছটো টি বিয়োগ দিতে বলুন।সে করলো (৮৭২-২৭৮)= ৫৯৮।
এবার ওই বিয়োগ ফলের সঙ্গে ৪২ দিতে বলুন।সে করলো (৫৯৮+৪২)= ৬৩৬।
এরপর ওই যোগফল টিকে ৯ দ্বারা ভাগ দিতে বলুন।সে করলো
৯|৬৩৬ |৭০
৬৩
_______
৬(ভাগশেষ)
উল্লেখ্য বিষয়---এবার আপনি জানেন না যে সে কি লিখেছে তাও আপনি বলে দিতে পারবেন যে ভাগফল ৬ হবে।
প্রদর্শন ভঙ্গিমা- আপনি দর্শককে লেখা সংখ্যা দুটির বিয়োগ ফলের সঙ্গে ৪২ যোগ দিতে বলেছেন।আপনি যে সংখ্যা টি যোগ দিতে বলেছেন সেই টার ওপরেই ভাগশেষ নির্ভর করছে।
সেই সংখ্যাটি তে দুটি রাশি ছিল এই দুটি রাশি ই ভাগশেষ হবে।এখানে দুই রাশি যুক্ত সংখ্যা ৪২ যোগ দিতে বলেছেন।৪২ এর রাশি দুটি অর্থাৎ ৪ ও ২ এর যোগ ফল(৪+২)= ৬।মানে ৬ ভাগশেষ।

তাহলে বুঝতে পারলেন যে সংখ্যাটি যোগ দিতে বলবেন এটার উপর ভাগশেষ নির্ভর করবে।
আপনি আন্য সংখ্যা দিয়ে চেষ্টা করুন দেখুন হয়ে যাবে।

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে, এ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।

{“সেই সংখ্যাটি তে দুটি রাশি ছিল এই দুটি রাশি ই ভাগফল হবে”} । ভাগফল হবে না ভাগশেষ হবে ।

    ঠিক ভাগশেষ হবে।
    ভুল ধরিইয়ে দেবার জন্য ধন্যবাদ।

মনে কিছু নিবেন না। সত্যি বলতে আমার ভাল লাগেনি। আমার মন্তব্যে নিরুৎসাহীত হবেন না। টেকনোলজী ব্লগে টেকনোলজী সম্বন্ধে লিখুন। ফান করতে চাইলে টেকনোলজী নিয়ে করুন এবং তা রাখুন টেকহীউমারে। এটাতো ছোট বাচ্চাদের খেলা।

    Level 0

    আমার ভালো লেগেছে

আপনি ত নিজেই পারেন না আবার টেকনোলজী ব্লগে অঙ্ক সেখাতে এসেছেন…………………………………

হোম ভালই……।বাচ্চারা মজা পাবে…।

Level 0

কি রে কোথা থেকে জানলি এটা? আমাদের স্কুলে তো শেখায়নি!!!

হুমম বুঝতে পারলাম এই অংকের ট্রিকস, তবে অংকের ট্রিকস আরো ভালাভাবে শিখতে চাইলে মাভেরিক ভাই কে ফলো করতে পারেন

দারুন তো । এরকম আরও কিছু থাকলে শেয়ার করুন ।