বাংলাদেশের বিভিন্ন কম্পানির সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতি মাসে নতুন নতুন মোবাইল বের করছে Symphony।তাই এই মাসে ও আর একটি মোবাইল বের করেছে এই Symphony কম্পানি।এই মোবাইল এর নাম দেওয়া হয়েছে Symphony Xplorer W67।আসুন তাহলে বেসি কথা না বাড়িয়ে দেখে নেওয়া এই মোবাইল এর কনফিগার।
SNS integration
- MP4/H.263/H.264/WMV player
- MP3/eAAC+/WMA/WAV player
- Google Search, Maps, Gmail, YouTube, Calendar, Google Talk
- Organizer
- Photo viewer/editor
- Voice memo/dial/commands
- Predictive text input
Li-Ion 1500 mAh battery
এই মোবাইল এর কনফিগার অনুযায়ী দামটা ভাল আছে খুব বেশি দাম আমার মনে হচ্ছে না।আপনাদের কাছে কেমন সেটা আমি বলতে ও পারব না আমি আসা করি আপনারা এই মোবাইল এ ভাল ফলাফল পাবেন।
সময় পেলে আমার সাইট ঘুরে আসতে পারেন। http://www.mobileprice.com.bd/
আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৫,২০০ টাকা হলে ঠিক ছিল।