সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকের টিউনে প্রযুক্তি বিষয় নিয়ে তেমন কোন টিউটোরিয়াল করার ইচ্ছা নাই। তবে টেক রিভিউ হিসাবে টিউনটি করতে হচ্ছে-
চলতি ফুলবল বিশ্বকাপ (২০১৪) আসরটা ১ মাসের মত শুরু করে শেষ হয়ে গেল প্রায় ২ মাস পূর্বে। এই ফুটবল উতসবকে কেন্দ্র করে গোটা বিশ্বটাই সাজ সাজ রব পড়ে গিয়েছিল। তেমনি বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে বাংলাদেশেও ফুটবল প্রেমীদের মধ্যে দারুন উত্তেজনা ও আবেগ কাজ করেছিল। এখানে শুধু বিশ্বের মানুষের মনের মধ্যে যেমন আনন্দ, আবেগ, উত্তেজনা ছিল না। সেখানে অনেক নাম করা তথ্য প্রযুক্তি জায়ান্টও ফুটবল বিশ্বকাপ (২০১৪) উপলক্ষে নিজেকে নব্যরুপে সাজিয়েছিল বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য। সেই রকম একটি প্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বের সার্চ মেশিন গুরু গুগল ফুটবল বিশ্বকাপে গোটা ১ মাসের মধ্যে প্রতিদিনই চমক দেখাতো গুগল সার্চ বক্সে, তাদের প্রতিদিনের লোগো পরিবর্তন করে। হয়ত ঐ সময়ে যারা গুগল সার্চ করেছিলেন কিংবা গুগল মামার বাড়ি গিয়েছিলেন তারাই ব্যাপারটি খোলসা ভাবে বলতে পারবেন। যাইহোক আজ আপনাদের সামনে আমি কিছু গুগলের স্কীনশর্ট/ইমেজ শেয়ার করব যেগুলো বিশ্বকাপে গুগল ব্যবহার করেছিল-
১।
২।
৩।
৪। ৫।
৬।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
সম্মানীত ভিজিটির বন্ধুগণ, আজ এই পর্যন্তই। সময় অল্প নিয়ে টিটিতে টিউন করতে বসেছি, সুতরাং টিউনটি সেই রকম ভাল না ও লাগতে পারে। কাচা হাতের কাসূন্দী!! হয়ত কোন মসলাদির ঘাটতি আছে। তো ....সাবাই ভাল থাকুন, আবার পরবর্তী টিউনে.........!!
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করবার জন্য।