অনেক আগে প্রথম মুক্ত জিআইএস Q-GIS নিয়ে পোস্ট দিয়েছিলাম, তখন আমি নিজেও GRASS এর সম্পর্কে জানতাম না । পরে ঘাটাঘাটি করে GRASS সম্পর্কে জানতে পেরেছি।
GRASS (Geographic Resources Analysis Support System, commonly referred to as GRASS GIS)
আমার আগের পোস্ট যারা পড়েছেন তারা জানবেন কেন আমি ArcGIS বাদ দিয়ে মুক্ত জিআইএস এর পিছনে লেগেছি।এখানে তাই আর বিস্তারিত বললাম না।
যদিও বাস্তবে এখন বুঝতে পারছি বাংলাদেশে কাজ করতে গেলে এখনো অনেক সাধারন কাজ আছে যা পাইরেটেড ArcGIS দিয়ে যত সহজে করা যাবে ওপেনসোর্স দিয়ে করতে তার চেয়ে কস্ট হবে। আমি নিজে দেখি , চেস্টা করব থিসিস ওপেনসর্স জিআইএস এ করতে ( আসলে অনেক চিন্তায় আছি )। অথবা বিকল্প হিসেবে আগে ARCGIS শিখে নিয়ে তারপর সেই কাজ গুলাই ওপেনসোর্সে করে ফেলতে হবে
প্রসংগ থেকে দূরে সরে গেলাম । যাহোক, বাংলাদেশে QGIS এর চেয়ে অনেক ক্ষেত্রে GRASS বেশি পরিচিত, বেশ কিছু কাজ GRASS দিয়ে হয়েছে। তবে এটা ঠিক, QGIS এর ইন্টারফেস যত চকমকে grass সেরকম নয়, এছাড়া Q-GIS এর সাথেই GRASS এর ইন্ট্রিগ্রেশোন থাকে, মানে qGIS দিয়েই GRASS এর অনেক কাজ করা যায়।
আমি যা বুঝলাম, সহজ কিছু কাজ , যেমন একটা ম্যাপ ডিজিটাইজ বা একটা ভেক্টর ডাটা থেকে জিওরেফারেন্সিং , এগুলা grass e অনেক সহজে করা যায় QGIS এর চেয়ে , হয়ত। এখনো GRASS নিয়ে আমার আরো ঘাটতে হবে, আমার নিজের বিদ্যা বেশি না।
যাই হোক , অনেক কথা বললাম, আপনারা এবার দেখে আসেন
GRASS GIS এর ওয়েবসাইট
আমার এই সিরিজ এর আগের পোস্ট
_______________________________
মুক্ত জিআইএস (G.I.S) এর জগতে স্বাগতম মুক্ত GIS সফটওয়্যার Q.GIS
আমি পরিবেশবাদী ঈগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ধৈর্য্য কুলাইনি, তাই বুজতে পারলাম না।অনেকের কাজে লাগতে পারে।