বাংলাদেশের বহুল প্রচোলিত চাইনা মোবাইল এর মদ্ধে বর্তমানে স্যাম্ফনি মোবাইল এখন বলা যায় সবার আগে।তাই অন্ন্যানো ব্রান্ড এর মত স্যমফুনি ও প্রতি মাসে বের করছে নতুন নতুন মোবাইল।আমরা এই ধরনের মোবাইল এর মাদ্ধমে আমাদের হাতের নাগালে পাচ্ছি ভাল কনফিগারের মোবাইল তা অ আবার কম দামে।
এক কথায় বলা যায় চা এর দামে সরবত।কারন আমাদের বেশি দাম দিয়ে স্যামসাং এস ৫ কেনার খমতা কারও নেয়। এর প্রতিপক্ষে স্যমফুনি আমাদের দিচ্ছে সেই ধরনের কনফিগারের মোবাইল তা ও আবার আমাদের হাতের নাগালের মদ্ধে দাম।তাই বাংলাদেশ এ দিন দিন স্যামফনি মোবাইল এর চাহিদা বেরেয় চলেছে।সবাই এখন তাকিয়ে থাকে যে কখন এই স্যামফুনি কম্পানি নতুন মোবাইল বের করবে। তাই এই মাসে নতিন মোবাইল বের করলো স্যাম্ফনি। মোবাইল এর নাম দেওয়া হয়াছে symphony Xplorer P5।
আসুন দেখি এই মোবাইল এর কনফিগার কেমন
এর Operating System হচ্ছে Android 4.2.2 Jelly Bean যা বর্তমানে সর্বশেষ ভার্সন।
এর Display হচ্ছে 5.5 ইঞ্ছি TN FWVGA।সইজটা একটু বড় করা হয়েছে কারন এখন মানুষ চায় বড় সাইজ এর মোবাইল।এই মোবাইল এর ক্যামেরা হচ্ছে ৫ মেগা পিকজেল এবং 3G ক্যামেরা হচ্ছে ০.৩ মেগা পিকজেল এর আগের মোবাইল এর মতই ক্যামেরা দেওয়া হয়েছে। CPU দেওয়া হয়েছে 1.3GHz Dual Core যা এখন ১ টি ভাল মানে মোবাইল এর জন্যই যথেস্ট্য।এর RAM 512 Inernal মেমরী ৪ জিবি। এক্সট্রানাল হিসেবে ৩২ জিবি পর্যন্ত্য ব্যাবহার করা যাবে।
এই মোবাইল এর দাম এখনও পাওয়া যায়নি।তবে দামটা আমাদের হাতের নাগালেই হবে বলে আমি আসা করছি।যানিয়া আপনাদের এটা কেমন মনে হবে তবে আমার কাছে এটি ভাল মনে হচ্ছে।
লিখায় ভুল হলে ক্ষমা করবেন। আর কোথায় ভুল আছে একটু বলে দিলে আমার জন্য ভাল হবে।
সময় পেলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন এখানে
সবাইকে ধন্যবাদ
আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Symphony valo, but symphony p5 er sathe samsung galaxy s5 er kono tulona hoyna. Jelly Bean 4.2.2 android er shorbosesh vesion na. Lolipop 4.5 holo latest.