এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ । দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় উত্তীর্ণের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী।এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি হস্তান্তর করেন। এ সময়ে শিক্ষা সচিবসহ বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর উত্তীর্ণের হার ছিলো ৭০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ২২২ জন।

দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

শিক্ষা বোর্ড থেকে ই- মেইল করেও অনেক কলেজে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে ১০টি শিক্ষা বোর্ডের প্রধানদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকাল সাড়ে ৯টায় ফলাফল হস্তান্তর করার কথা।

এরপর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তা প্রকাশ করা হবে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হতে যাচ্ছে। শিক্ষা বোর্ড থেকে ই- মেইল করেও অনেক কলেজে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে। দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ফল পেতে  এ লগ ইন করতে হবে। ঠিকানায় পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল। আর এসএমএস এর মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এ বছর ১০ বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।

Click Here To get HSC result 2010

hsc exam result 2010, hsc examination result  online, hsc result   2010, hsc result 2010 bangladesh, hsc result of bd, hsc result online,   hsc result online 2010

Source:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

Level 0

আমি জহুরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানার ছিল ।

Level 0

এটা মেইন সাইট
http://www.educationboard.gov.bd/arch/index.php

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

copy paste ছারা কিছু নেই।