Dodge Tomahawk হল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মোটরবাইক। এর গতি ৩৫০ এমপিএইচ। র্যাংকিং এ প্রথম থাকা এই মোটরবাইক এর আকর্ষণীয় ডিজাইনেও এগিয়ে। ৫০০ হর্স পাওয়ারের অধিকারী এই দ্রুতগির বাইক।
Suzuki Hayabusa নামের এই জাপানি স্পোর্টস মোটরবাইক রয়েছে র্যাংকিং এ দ্বিতীয়। এই মোটরসাইকেলের স্পিড ২৪৮ এমপিএইচ। জাপানিস এই স্পোর্টস বাইক এর ডিজাইনেও দৃষ্টিনন্দন।
MTT Turbine Superbike Y2K মোটরবাইক ডিজাইন করেছে Ted McIntyre এবং ম্যানুফাইকচারিং করেছে Marine Turbine Technologies। MTT Turbine Superbike Y2K মোটরসাইকেলের গতিসীমা ২২৭ এমপিএইচ এবং ৩২০ হর্সপাওয়ার।
Honda CBR 1100XX Blackbirdমোটরবাইক বিশ্বের দ্রুতগতির মোটরবাইকগুলোর মাঝে চতুর্থ অবস্থানে রয়েছে। শক্তিশালী এই বাইকের গতি ১৯৩ এমপিএইচ এবং ১৫৩ হর্সপাওয়ার। শক্তির দিক থেকে Honda CBR 1100XX Blackbird স্পোর্টস রাইডারদের অনেক পছন্দ।
Kawasaki Ninja ZZR 1400 বাইকটি ১৮৬ এমপিএইচ গতির অধিকারী। Kawasaki কোম্পানির তৈরিকৃত মোটরসাইকেলগুলোর মাঝে এই Kawasaki Ninja ZZR 1400 সবচেয়ে ভালো মানের স্পোর্টস মোটরবাইক। এর জ্বালানী ধারন ক্ষমতা সর্বোচ্চ ২২ লিটার।
অনেক ধন্যবাদ আকর্ষণীয় এবং দ্রুতগতিতে সেরা ৫ টি মোটরবাইক গুলো দেখার জন্য, আরও ৫ ট মোটরবাইক দেখার আমন্ত্রন রইল এখানে। কষ্ট করে ইন্টারনেট থেকে তথ্য ঘাটাঘাটি করে পোষ্টটি লিখলাম। আপনার মন্তব্য দিয়ে আমার পরিশ্রম সার্থক করবেন। আবারো ধন্যবাদ... ব্লগার মারুফ ডট কম -এর সাথেই থাকবেন।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
অসংখ ধন্যবাদ।