হ্যালো গাইজ,
যারা জানেন বা যারা জানেন না, তাদের জন্য শুরুতেই বলে নেই বিডভার্টাইজার ( Bidvertiser ) হলো একটি ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন সংস্থা । এটি একটি পে পার ক্লিক সাইট, অর্থাৎ আপনার সাইটে এদের বিজ্ঞাপন ব্যাবহার করতে পারবেন , এবং তখন ই আয় হবে যখন আপনার সাইটে এদের বিজ্ঞাপন এ কেউ ক্লিক করবে, ( আপনি না )
এটি যাত্রা শুরু করে ২০০৩ সালে , আর গুগল এ্যাডসেন্স এর সাথে পাল্লা দিয়ে টিকে থাকা একটা প্রতিষ্ঠান।
শিমুল ভাই কি কয় !!! ?
আরেহ ভাই চাপা না, প্রায় একি সময়ে গুগল এ্যাডসেন্স আর বিডভার্টাইজার শুরু হয়, এ সময়ের আর এর পরের অনেক কম্পানী আমার চোখের সামনে নাই হয়ে গেলেও এরা টিকে আছে।
গুগলে এ্যাডসেন্স আপনার সাইটের এ্যাড এমন কি এ্যাডসেন্স যেকোন মুহুর্তে বাতিল করতে পারে, আর কিছু জিগেস করতে গেলে এমন এমন কারন দেখাবা মেলাদিন পর যে শুনলে আপনার মেজাজ এত খারাপ হবে যে বলতে ইচ্ছে করবে ধুর আর গুগলেই ঢুকুম না। এদের এত নিয়ম কানুন নাই, এ্যাড এ্যাকাউন্ট বাতিলের ঘটনা খুবি কম।
তার পরে যেটা মেইন ফ্যাক্ট, একাউন্ট এ্যাপ্রোভ করা নিয়া, গুগল এ্যাডসেন্স এ্যাকাউন্ট পাইতে কি পরিমান ঝামেলা পোহাইতে হয় টেক টিউন্সের এ্যাডসেন্স রিলেটেড টিউন গুলা দেখলেই বুঝবেন, এদের এত ঝামেলা নাই, মোটামুটি সব সাইটেই এ্যাড দেয় এরা। আর সবথেকে বড় কথা বাংলা সাইট ও সাপোর্ট করে।
আমি কি কি পছন্দ করি এদের ?
পেমেন্ট সিস্টেম সহজ, পেপাল বা ওয়েস্টার্ন ইউনিওন দিয়েই পেমেন্ট নেয়া যায়। পেপালে ১০ ডলার হলেই তুলতে পারবেন।
অসুবিধা একটাই, বিজ্ঞাপন কম, বেশ কিছু ক্যাটাগরীতে বিজ্ঞাপন খুবি কম, সো তখন সাধারন বিজ্ঞাপন দেখায় যে ডাউনলোড নাও বা প্লে নাও।
আসলে সব বুঝিয়ে বলতে পারবো না, তবে যারা এ্যাডসেন্স পান নাই, তাদের জন্য আমার মতে এটাই বেস্ট, আর ব্যাবহার করে দেখতে পারেন, টাকা দেয় নি এমন কোন অভিযোগ আমার চোখে পড়ে নাই। লিঙ্ক আর দিলাম না এই লেখায়, নেটে খুজেন Bidvertiser লিখে।
মুল আর্টিকেল টা ইংরেজী তে AboutADnetworks এ লিখছিলাম
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
Download Now, Play now! এগুলা পুরান ট্রিক, তবুও লোকে ক্লিক করে।