সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি
FAR CRY 1 & 2 আমার কাছে বেশি ভালো লাগেনি। কিন্তু FAR CAY 3 আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি গেমটি দুই বার খেলেছি এবং দুই রকম ভাবে শেষ করেছি। তারপর থেকেই অপেক্ষা করছি কবে FAR CRY 4 খেলতে পারবো। অবশেষে ubisoft ঘোষণা দিল FAR CRY 4 এর। আগামী ১৮ নভেম্বর গেমটি নর্থ আমেরিকায়, ২০ নভেম্বর ইউরোপে, মিডেল ইষ্ট ও আফ্রিকা এবং ২১ নভেম্বরের মধ্যে সব জায়গায় রিলিজ দেয়া হবে FAR CRY 4 ।
এবার গেমটি খেলতে হবে হিমালয়ের একটি কাল্পনিক অঞ্চলে যার নাম Kyrat। FAR CRY 3 এর মতো এর থাকবে ইউনিক ভৌগলিক বৈশিষ্ট্য, নতুন অস্ত্রের ভান্ডার, যানবাহন এবং বিভিন্ন বন্যপ্রাণী। নিচের ছবিটি দেখলে নতুন যানবাহনের ধারনা পাবেন। হিমালয়ের একটি উত্তেজনাপূর্ণ বিপজ্জনক এবং বন্য অঞ্চলের একটি অত্যাচারী স্বনিয়োজিত রাজার সঙ্গে আপনাকে সংগ্রাম করতে হবে এখানে। FAR CRY 4 এর Windows, PS3, PS4, Xbox 360, and Xbox One ভার্সন একসাথেই রিলিজ দেয়া হবে। এখন যারা pre order দিবে তারা লিমিটেড এডিশনে ফ্রি আপগ্রেড করার সুবিধা পাবে। FAR CRY এর ওয়েব সাইট থেকে নিজেই দেখে নিন এর ফিচার, অফার ও ভিলেনের একটি চমৎকার ভিডিও-
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Awesome !!!