IMDb (Internet Movie Database) যেভাবে ব্যবহার করবেন

Internet Movie Database (IMDb) হচ্ছে অনলাইন মুভি, টিভি সিরিজ , অভিনেতা , অভিনেএী সহ সকল ধরনের মুভি রিলেটেড আর্কাইভ। কিন্তু অপ্রিয় হলেও সত্য আমরা অনেকেই শুধু সাইটটি রেটিং দেখার জন্য ব্রাউজ করি এর চেয়ে বেশী কিছু করি না।

আপনি চাইলে IMDb সাইটটি ব্যবহার করে মুভি রিলেটেড সকল ধরনের ইনফরমেশন জানতে পারেন পাশাপাশি এটি আপনার মুভি মেনেজমেন্ট হিসেবে কাজ করবে। এই সাইটে শুধু ইংরেজী মুভি নিয়ে আলোচনা হয় তা না , হিন্দি, জাপানি , চায়না ,কোরিয়া সহ অনেক দেশের মুভি সম্পর্কে আপনাকে তথ্য দিতে সক্ষম এই IMDb.

আপনাকে সুবিধা গুলি এক এক করে বলি-

  • এই সাইটের মাধ্যামে আপনি প্রথমেই সকল মুভির Rating দেখতে পারবেন। এখানে ১০ এ রেটিং করা হয়। সবাই রেটিং করার পর এভারেজ হিসেব করে রেটিং দেয়া হয়।
  • আপনি নিজে যে কোন মুভির রেটিং করতে পারবেন। যাষ্ট কারর্সরটা স্টার চিহ্নের ডান দিকে নিবেন যে সংখ্যাটি চয়ন করবেন ওটার উপরে মাউস দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে রেটিং করা।
  • আপনি মুভির Watchlist Create করতে পারবেন। মানে আপনার জীবনে যত মুভি দেখেছেন সেগুলোর Watchlist এ Add করে রাখতে পারবেন , এতে আপনার দেখা মুভির সংখ্যা কত তা আপনি আন্দাজ করতে পারবেন।
  • যখন আপনি Watchlist Create করবেন তখন ঐ রকম মুভির মতো Similar কিছু মুভি সাজেস্ট করা হবে। ধরেন আপনার প্রিয় একটি মুভি আপনি Watchlist এ Add করেছেন সাজেশন হুবুহু ঐ টাইপেরই কিছু মুভি দেখাবে যদি দেখেন তার মধ্যে থেকে কোন মুভি দেখা হয় নি আপনি ডাউনলোড করে তা দেখতে পারেন।
  • অস্কার পাওয়া সব মুভির নাম পাবেন এক সাথে।
  • অভিনেতা , অভিনেএী, ডিরেক্টর , রাইটার সকলের বায়োডাটা, ছবি, Award এর সংখ্যা, কোন ছবির জন্য বিখ্যাত তারা সব জানাতে পারবেন।
  • পুরো বছর জৃরে কি কি মুভি আগাম রিলিজ পাবে তার List পাবেন। সকল ধরনের movie এর নিউজ পাবেন এই সাইটে।
  • HD ট্রেইলার, ভিডিও, গোসিপ দেখতে পারবেন।

এসবই পারবেন Registered মেম্বাররা। Sign Up Process খুবই সহজ।

আপনার নাম, ডেট অফ বার্থ, দেশের নাম ,ভেলিড ইমেইল আর পাসওর্য়াড দিয়ে Sign Up Process শেষ করুন। অবশ্যই Verify করবেন আপনার নতুন Account.

কে কোন Character এ ছিল তার Details পাবেন ছরির রেটিং এর নিচেই।

এই জায়গাটা আমার সবচেয়ে বেশী ভালো লাগে যেখানে ইউজাররা তাদের দেখার সবচেয়ে ভালো ছবির নাম গুলি অন্যোর সাথে শেয়ার করতে পারে।

এটা Watchlist । এখানে ৭১টা মুভি আমি যোগ করেছি , প্রতিটার রিভিউও করেছি।

কুইজে অংশ নিতে পারবেন যাচাই করার জন্য যে কোন মুভি আপনি কতটুকু মনোযোগ সহকারে দেখেছেন। কুইজের Score ১০০।

Box Office List. ডানে Genre অনুসারে সেরা ছবির List গুলি পাবেন।

STARmeter এ Ranking এর ব্যবস্থা আছে।

Daniel Craig এর বায়োডাটা। সে কোন ছবি গুলির জন্য বিখ্যাত তার পোষ্টার সহ ছবির নাম বায়োডাটার নিচে দেখুন।

Daniel Craig এর যত মুভি তার লিস্ট পাবেন নিচে আরও ছিল কিন্তু স্কিনশট ছোট হয়ে যায় বেশী দিলাম না তাই।

এইতো টোটাল IMDb এর বর্ননা। IMDb Pro নামে একটা ফিচার আছে যার মধ্যে Extra কিছূ তথ্য সহ সুবিধা পাওয়া যায় ।

তো রেটিং দেখলেই হবে না। রেটিং করতে হবে ভালো মুভির । এতটুকু কষ্ট তো করাই যায়, মুভি যারা ভালোভাসেন তাদেরকেই বলছি। আর এজন্যই আমার এই প্রায়াস।।।।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানতাম তবে বিস্তারিত এতো জানতাম না
ধন্যবাদ সুন্দর ভাবে লেখার জন্য

@ sarwar sajeeb ” বিস্তারিত এতো জানতাম না”
আপনি আমার Point টা ধরতে পারছেন । আমি নিজে নেট চালাই বহু বছর কিন্তু এত ডিটেইলস আমি নিজেই শিখলাম কয়েকদিন আগে। পছন্দও হলো। তাই সবার সাথে শেয়ার করলাম।।।।

hmmm অনেক বড় আর সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা করেছেন

Level 0

ধন্যবাদ।

এই সাইট থেকে কি মুভি ডাউনলোড করা যায় ?

না এটা থেকে মুভি নামানো যায় না। মুভি জগতের আগা গোড়া সব তথ্য জানতে পারবেন যা আপনাকে মুভি দেখতে ও তা সম্পর্কে জানতে Help করবে।
মুভির জন্য কয়েকটা লিংক দিলাম এগুলো ৮ থেকে ১০ টা লিংক শেয়ার করে পার মুভির জন্য।>>>
http://300mbfilms.com/
http://downloadfilmbaru.com/
http://world4free.cc/
http://doridro.com/ ২ থেকে ৩টা লিংক শেয়ার করে পার মুভির জন্য কিন্তু Registration করতে হবে যা ফ্রি।

এই লিংকে অনেক গুলি সাইটের নাম পাবেন। দেখতে পারেন।।।
@ রাহাতুল ইসলাম

“পুরো বছর জৃরে কি কি মুভি আগাম রিলিজ পাবে তার List পাবেন।”
IMDb-তে কিছু কিছু মুভির রিলিজ ডেট এক বছরের চেয়েও বেশী আগে নিউজ পাওয়া যায়।

স্ক্রিন শট দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই টিউনটা দেখতে পারেন……… https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/171478

অসাধারণ। সত্যিই এর ইউজ এতোদিন বুঝে উঠতে পারছিলাম না

    @opushonamoni:
    উতসাহ দেওয়ার জন্য অশেষ কৃতগ্য রইলাম।।।।

thanks

    @newmission17:
    আপনাকেও ধন্যবাদ, পোষ্টটা পড়ে কমেন্ট করার জন্য।।।।