Internet Movie Database (IMDb) হচ্ছে অনলাইন মুভি, টিভি সিরিজ , অভিনেতা , অভিনেএী সহ সকল ধরনের মুভি রিলেটেড আর্কাইভ। কিন্তু অপ্রিয় হলেও সত্য আমরা অনেকেই শুধু সাইটটি রেটিং দেখার জন্য ব্রাউজ করি এর চেয়ে বেশী কিছু করি না।
আপনি চাইলে IMDb সাইটটি ব্যবহার করে মুভি রিলেটেড সকল ধরনের ইনফরমেশন জানতে পারেন পাশাপাশি এটি আপনার মুভি মেনেজমেন্ট হিসেবে কাজ করবে। এই সাইটে শুধু ইংরেজী মুভি নিয়ে আলোচনা হয় তা না , হিন্দি, জাপানি , চায়না ,কোরিয়া সহ অনেক দেশের মুভি সম্পর্কে আপনাকে তথ্য দিতে সক্ষম এই IMDb.
আপনাকে সুবিধা গুলি এক এক করে বলি-
এসবই পারবেন Registered মেম্বাররা। Sign Up Process খুবই সহজ।
আপনার নাম, ডেট অফ বার্থ, দেশের নাম ,ভেলিড ইমেইল আর পাসওর্য়াড দিয়ে Sign Up Process শেষ করুন। অবশ্যই Verify করবেন আপনার নতুন Account.
কে কোন Character এ ছিল তার Details পাবেন ছরির রেটিং এর নিচেই।
এই জায়গাটা আমার সবচেয়ে বেশী ভালো লাগে যেখানে ইউজাররা তাদের দেখার সবচেয়ে ভালো ছবির নাম গুলি অন্যোর সাথে শেয়ার করতে পারে।
এটা Watchlist । এখানে ৭১টা মুভি আমি যোগ করেছি , প্রতিটার রিভিউও করেছি।
কুইজে অংশ নিতে পারবেন যাচাই করার জন্য যে কোন মুভি আপনি কতটুকু মনোযোগ সহকারে দেখেছেন। কুইজের Score ১০০।
Box Office List. ডানে Genre অনুসারে সেরা ছবির List গুলি পাবেন।
STARmeter এ Ranking এর ব্যবস্থা আছে।
Daniel Craig এর বায়োডাটা। সে কোন ছবি গুলির জন্য বিখ্যাত তার পোষ্টার সহ ছবির নাম বায়োডাটার নিচে দেখুন।
Daniel Craig এর যত মুভি তার লিস্ট পাবেন নিচে আরও ছিল কিন্তু স্কিনশট ছোট হয়ে যায় বেশী দিলাম না তাই।
এইতো টোটাল IMDb এর বর্ননা। IMDb Pro নামে একটা ফিচার আছে যার মধ্যে Extra কিছূ তথ্য সহ সুবিধা পাওয়া যায় ।
তো রেটিং দেখলেই হবে না। রেটিং করতে হবে ভালো মুভির । এতটুকু কষ্ট তো করাই যায়, মুভি যারা ভালোভাসেন তাদেরকেই বলছি। আর এজন্যই আমার এই প্রায়াস।।।।
আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।
জানতাম তবে বিস্তারিত এতো জানতাম না
ধন্যবাদ সুন্দর ভাবে লেখার জন্য