ওয়াল্টন এর রিসেন্ট যেই ফোন গুলো বাজারে এসেছে এগুলো আসলেই অসাধারণ। বিশেষ করে Walton Primo ZX, Primo S2 এবং V1 এর কথা বলতেই হয়। এগুলোর মধ্যে সবচেয়ে সেরা জেডএক্স। এই ফোন গুলো নিয়ে আমার টিউন গুলো দেখতে পারেন।
Walton Primo V1-১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ২ জিবি রেম, ১.৭ GHz প্রসেসর
Walton Primo S2- 13 MP Camera, 2 GB RAM, 3G
Walton Primo ZX 3 GB রেম, 16 MP ক্যামেরা 2.26 GHz Quad-Core প্রসেসর!
যাইহোক, ওয়াল্টন আরও একটি Android Based Smartphone ঘোষণা করল। ইতিমধ্যে তারা তাদের ওয়েবসাইট এ ও ফোন টির specs যোগ করে ফেলছে। প্রথমে তারা তাদের ফেসবুক ফেন পেজ এ এই ফোন টির ঘোষণা করেন তারপরে তাদের ওয়েবসাইট এ ফোন টির তথ্য দেন। নিচে ফোন টির ফিচার গুলো দেওয়া হল ban vs zim 1st t20 highlights 2016 দেখে নিন এক নজরেঃ
(Processor) প্রসেসরঃ ১.৩ GHz Quad Core
(RAM) রেমঃ ১ জিবি (3G) ৩ জি নেটওয়ার্ক সাপোর্ট
(4G) ৪ জিঃ নো, ৪ জি থেকে ও কোন লাভ নাই কারণ বাংলাদেশ এ এখনো ৪ জি আসে নাই তাই না থাকাই ভালো।
(GPU) জিপিইউঃ Mali 400 GPU
(OS) অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন, আমার মনে হয় এই জিনিস টা ওয়াল্টন একদম সঠিক করতে পারে নাই তাদের উচিৎ ছিল কিটকাট আপডেট করা। আশা করি তারা কিটকাট আপডেট এর কোন অপশন রাখবেন।
(Internal) ইন্টারনাল মেমোরিঃ ৮ জিবি
(External) এক্সটারনাল মেমোরিঃ ৩২ জিবি
(Bluetooth) ব্লুটুথঃ ইয়েস, ভার্সন ৪
মাইক্রো ইউএসবিঃ ইয়েস, ভার্সন ২
মেইন ক্যামেরাঃ ৮ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ২ মেগা পিক্সেল.
Lithium-ion ব্যাটারি এবং ১৮০০ mAh ক্যাপাসিটি
ফ্ল্যাশ লাইটঃ ইয়েস
ডিসপ্লে সাইজঃ ৪.৭ ইঞ্চি ফুল এইচডি। 1080p Full HD ভিডিও প্লেব্যাক
বিশেষ ফিচারঃ
আজ এই পর্যন্তই আগামীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে টিউন করতে পারব। ভাল লাগলে আমাদের গুগল প্লাসে এ অ্যাড করতে পারেন অথবা ফেসবুক পেজ এ একটি লাইক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য ।
ব্যাটারি কমপক্ষে ২৫০০ mAh করলে ভালো হতো ।