টেকটিউনস নিয়ে কিছু কথা ( সকলের দৃষ্টি আকর্ষণ করছি )

প্রযুক্তির বড় একটি প্লাটফর্মের নাম টেকটিউনস । আমাদের প্রিয় এই টেকটিউনস এ এখন অনেক নতুন টিউনারের আগমন ঘটতেছে । তারা তাদের জ্ঞানটুকু আমাদের কাছে শেয়ার করতেছে ।
যা নিঃসন্দেহে টেকটিউনসের একটা গুরুত্বপূর্ণ দিক ।

তারা যতটুকু জানে ততটুকুই সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে । আমাদের সকলের উচিত তাঁদেরকে সানন্দ্যে গ্রহন করা । তাদের টিউনটি হয়তো আপনার,আমার কাজে না আসলেও আরেক ভাইয়ের কাজে লাগতেও পারে । তাই সকলের উচিত ভেবে-চিন্তে কমেন্ট করা । আপনার একটা কমেন্ট যদি আরেকজন কে তার পথ চলায় সাহায্য করে, নতুন কিছু করার উৎসাহ দেয় তাহলে সমস্যা কোথায় ?

অনেকে না জেনে কিংবা ভূলে রি-টিউন করে, আর আমরা ইচ্ছে মত যা বলার বলে নেই । এতে সেই নবীন টিউনারের মন-মানসিকতা ভেঙ্গে যায় । অনেকে পরবর্তীতে টিউন করতে ভয় পায় , উৎসাহ হারিয়ে ফেলে, ফলে থেমে যায় তার এই পথ চলা ।

ইদানিং আমি লক্ষ্য করলাম, দু-একজন নেতিবাচক মন্তব্য করতে অনেক সাচ্ছন্দ্য বোধ করে । সবকিছু নেতিবাচক না নিয়ে কিছু কিছু ইতিবাচক ভাবে নিয়ে তাদের বুঝিয়ে তাদের কাছ থেকে নতুন কিছু প্রতাশা করা আমাদের উচিত নয় কি ?

আপনাদের মতামত আশা করছি..............

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কথা সত্য বলেছেন। কিন্তু আপনি কি জানেন টেকটিউন্সে ভিজিটরদের শিরোনাম ভাইরাসে আক্রমন করেছে?
মানে হল যার শিরোনাম যত বেশি চটকদার হবে সেই টিউনে ভিজিটরদের সংখ্যা বেশি হবে। যেমন আপনি “টেকটিউনস নিয়ে কিছু কথা ( সকলের দৃষ্টি আকর্ষণ করছি )” এই শিরোনামে
এবং
“আপনাদের জন্য কিছু ব্যতিক্রমী টিপস, এবং ব্যতিক্রম কিছু সফটওয়্যার” শিরোনামে ২ টিউনটি করেছেন।

তাহলে দেখবেন আপনার ১ম টিউনে ভিজিটর যদি হয় ১০০ জন , ২ টিউনে ভিজিটর হবে ১৫০ জন।
মানুষ নিতে চায়, শুনতে চায় না।

তবে আমার কথার ব্যতিক্রম ও হতে পারে

    ভাইজান “আপনাদের জন্য কিছু ব্যতিক্রমী টিপস, এবং ব্যতিক্রম কিছু সফটওয়্যার” শিরোনামের টিউন আপনি কই পাইছেন একটু বলবেন । আমার টেকটিউনসে ফেসবুকের উপরই শুধুমাত্র টিউন প্রকাশিত হয়েছে ।
    মন্তব্যের জন্য আমি ধন্য ,
    আমি যা বুঝাই আপনি বোঝেন অন্য,
    দোষ নাই সবি আমার ভাগ্য ।

    এখানে আসলে কমেন্ট পোস্ট করার পর দেখি লেখাতে ভুল হয়েছে। দুঃখিত।
    আমি বলতে চেয়েছিলাম, আপনি যদি কিছু দিতে যান সবাই তা নিবে।
    কিন্তু কিছু শোনাতে গেলে মানুষ শুনতে চায় না। যেমন আপনার এই টিউন প্রকাশের পরে যে টিউন গুলো হয়েছে তার বেশিরভাগই বেশিসংখ্যাক বার দেখা হয়েছে।

    ধন্যবাদ আপনাকে …. তাই বলে তো থেমে গেলে চলবে না ।

Level 0

আমার মনে হয় আপনি যেটা আশা করছেন সেটাই কিন্তু বাস্তবুইক অর্থে হচ্ছে
তারপরও কিছু কিছু কমেন্ট নেতিবাচক হবে এটাই স্বাভাবিক, তাতে লাভ ও কিন্তু কম না
ধন্যবাদ

    আমাদের সমস্যাই এরকম …… সাইদ ভাইকে একটা গল্প বললাম পারলে দেখে নিয়েন ।

রেজা ভাই, আপনার টিউনটি নতুন টিউনারদের এবং অবিজ্ঞ টিউনারদের কিছুটা হলেও টনক নাড়িয়েছে। ধন্যবাদ আপনাকে।

    তমাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

Level 0

টিউনটি সুন্দর হয়েছে, নতুন টিউনারদের উৎসাহ দিন সবাই
ধন্যবাদ

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ… আপনাদের সহযোগিতাই কম্য ।

Level 0

একলা পথিক ভাই,পাছে লোকে কিছু বলে এ দু:খে কি আমাদের প্রিয় টে,টি কে ছেড়ে চলে যাব ?? অনেকেই আছে যে আন্দাজের উপর কমেন্ট করে টিউন বুঝে শুনে পরে কমেন্ট করা উচিত……. আপনাকে ধন্যবাদ……..।

আমাদের সবার উচিত নবীনদের উৎসাহ দেওয়া যাতে করে তারা আরও ভাল কিছু আমাদের মাঝে তুলে ধরতে পারে । টি্উন কিছুটা খারাপ হলেও আমাদের উৎসাহ দেওয়া উচিত যাতে পরে সেটা সংশোধিত হয়ে আরও ভাল কিছু আমাদেরকে উপহার দিতে পারে । এতে উভয়েরই লাভ, আমরা তাদের কাছ থেকে কিছু পাব এবং তারারও তাদের জ্ঞানকে বিকশিত করে সামনের দিকে এগিয়ে যাবে । কমেন্ট ইতিবাচক হওয়া শ্রেয় ।

    এত কিছুর পরেও দেখবেন আমার এই টিউনটিতে নেতিবাচক কমেন্ট । আসলে কি জানেন , সবকিছুরই পরিবর্তন সম্ভব কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন সম্ভব নয়…. আপনাকে ধন্যবাদ ।

খুবই ভাল কথা বলেছেন।

আমি নতুনদের স্বাগতম জানাই।
আমি আপনার কথার সাথে সম্পূর্ন একমত না। ইতিবাচক কমেন্ট দিতে হবে তার সাথে পরামর্শও দিতে হবে। কিছু পেলেই টিউন করে দিলে হবে না তা আগে টেকিতে সার্চ করে দেখতে হবে, বিষয় এক হলেও টিউন করা যায় কিন্তু উপস্থাপন আলাদা হতে হবে অবশ্যই।

আমি নতুন এসেই টিউন করি নাই, এমনিতেই আমার টিউন করার ক্ষমতা কম। কিছু দিন দেখেছি অন্যেরা কিভাবে উপস্থাপন করে।
যারা নতুন এসেছে তাদের মধ্যে অনেকেই কম্পিঃ অভিজ্ঞ হতে পারে, তাই তাদের কাছ থেকেও অনেক কিছু পাওয়া যাবে অবশ্যই।
আমার নেতিবাচক কমেন্ট করা কিছু টিউন পরে আর পাইনি কারন তা ডিলেট করার উপযোগি ছিল।
আমি মনে করি অভিষেকটা ভাল হওয়ার প্রয়োজন আছে, এটা খুবই কঠিন কিছু না। একটু কস্ট করলেই তো হল।

যারা টিউন করার ক্ষমতা রাখে তারা তাদের টিউনের গ্রহন যোগ্যতা বোঝার ক্ষমতাও রাখে।

    কিছু মনে কইরেন না , কিছুদিন আগে স্যার কি কারনে যেন একটা গল্প বলেছিলেন
    গল্পটা এরকম ….
    একজন বাঙ্গালী বিদেশে কোন এক বিয়ের অনুষ্ঠানে গেছেন । তো অনুষ্ঠানে তিনি ভুরিভোজ সমাপ্ত করলেন । খাওয়া শেষ করার পরে তিনি ভাবতে লাগলেন , এখন তো তাকে জিজ্ঞাসা করা হবে সব মিলে কেমন হয়েছে ।
    কি জবাব দেবে তা খুজেঁ পাচ্ছিল না । কারন সবিতো অনেক ভাল হয়েছে ।
    খাওয়া-দাওয়া থেকে শুরু করে পরিবেশনা …. এক কথায় অতুলনীয় । কিন্তু ভাল বললে তো আর পেটের ভাত হজম হবে না । কি করা যায় এখন ?
    হটাৎ তাকে জিজ্ঞাসা করা হলো কেমন হয়েছে ? তখন তিনি বললেন “ভালো হয়েছে, কিন্তু বেশী ভালো আবার ভালো না ।”
    আমাদের অবস্হা অনেকটাই এ রকম ।

পোলাপাইনের এই ক্যাচাল তো আর ভাল লাগেনা । এই একই ঘ্যানর ঘ্যানর আর কত দিন চলব !?!? ভাই জীবনে বহু ফোরাম ঘুরে আইছি । সব ধরনের ফোরামে এই একই সমস্যা !! ভাই আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা জীবনে প্রথম একটি ফোরামে আইছেন এবং এইডারে আপনারা প্রথম ফ্যামিলি হিসাবে গণ্য করেছেন । এইডাই হইলো আপনাদের মূল সমস্যা । ফোরামে বিভিন্ন ধরনের কথা-বার্তা হয়ে থাকে । যে যার মনে যা চায় তা বলতে দেন । তাতে আপনার কি যায় আসে ??? কেউ কিছু কয়্যা আপনার কোন কিছুই বিগড়াতে পারবো না । ওর ক্ষমতা বলা পর্যন্তই শেষ !! অতএব , কারো কিছু বলা নিয়া মন খারাপ করার দরকার নাই । আপনি আপনার কাজ চালিয়ে যান । কথা হইল লতা , যতই কইবেন বাড়বো তার পাতা । আর টেকটিউনসরে অথবা যেকোন ফোরামকে প্রথম ফ্যামিলি হিসাবে গণ্য করাটা ছেড়ে দেন । ( যদিও প্রথম প্রথম এই সমস্যাটি সবারই হইয়া থাকে ) । তা না হলে এটি আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাড়াবে । আশাকরি বুঝতে পেরেছেন ।

    আপনি বুঝাইছেন, না বুঝে উপায় আছে।।। অন্ত্যত মাথা নাড়তে হবে।।।।।জি স্যার বুঝেছি।
    তবে স্যার আপনার আরো উন্নত প্রশিক্ষন দরকার।

    আপনার মত ভং ধরা প্রশিক্ষণ আমার দরকার নাই । অন্যখানে চেষ্টা করেন । আপু !!!!!!!!!!!!!

    টেকনো ডাকিয়া says:
    আর টেকটিউনসরে অথবা যেকোন ফোরামকে প্রথম ফ্যামিলি হিসাবে গণ্য করাটা ছেড়ে দেন ।
    যখই কোন সমস্যায় পরেছি সাহায্য চাওয়ার সাথে সাথে সারা পেয়েছি টেকটিউনস থেকে।
    তাই টেকটিউনসকে এক মাত্র বাংলা ফোরাম(আপনার ভাষার প্রথম ফ্যামিলি) হিসাবে গ্রহন করতে কোন আপত্তি নাই।
    যখই সময় পাই শুধু টেকটিউনসে ঘুরে বেড়াই।

    তাতেই অনেক সময় পার হয়ে যায় আর অন্য…

    আপনি মনে হয় সব বুইজ্যা ফ্যালাইছেন…. আপনার ভাই অনেক অভিজ্ঞতা, আমাদেরও কিছু বুঝাইয়েন…. নতুন তো তাই কম বুঝি ।

    @চেষ্টায় সাঈদ , তা আপনাকে এখানে আসতে নিষেধ করেছে কে ! আমি !?!?!?! আর আপনার উত্তরটা এখানে – ( যদিও প্রথম প্রথম এই সমস্যাটি সবারই হইয়া থাকে ) – তাই চিন্তার কোন কারণই নাই – সময় হইলে আপনি নিজেই সেরে উঠবেন !!

    @একলা পথিক , কথায় দেখি কাউকে কমে ছাড়ছেন না ! আপনার উত্তরটা হলো এখানে – ( কথা হইল লতা , যতই কইবেন বাড়বো তার পাতা ) – আপনি যে কথাটির সূত্রপাত করলেন , এখন দেখছি আপনি নিজেই তার সমাধিস্থ টা বানালেন । একটা কথা মনে রাখবেন – নিজে ভালো তো জগৎ ভাল । আপনি টিউনটিতে যে উপদেশবাণীগুলো দিয়েছেন – তা দেখছি এখন আপনার নিজের জন্যই অতীব জরুরী হয়ে পড়েছে !!

    @সবকিছু , বুঝতে পেরেছি – আপনি আমার আগের পেন্টিয়াম ফোর থেকে ডুয়াল কোর এই টিউনটির কমেন্টটির কথা বলছেন । কমেন্টটি যে আপনার ব্রেন ওয়াশ করেছে জেনে আমারও দুঃখ লাগছে আবার একটু হাসিও পাচ্ছে । যাই হোক পরবর্তীতে সহজ ভাষায় লেখার চেষ্টা চালিয়ে যাব ।

    আরে নাহ ! আমি “পেন্টিয়াম ফোর থেকে ডুয়াল কোর” এর কমেন্ট এর কথা কেন বলব? আমি এই টিউনে আপনার এই কমেন্ট এর কথা বলেছি। যা কমেন্ট দিসেন, পুরাই ব্রেনওয়াশ জাতীয় কমেন্ট !!!! হা হা হা ……
    আজকে আমিও আলমাসকে একটা ব্রেনওয়াশ জাতীয় কমেন্ট গিফট করছি।

    যাক !! আজ আপনার মত করে যে কমেন্ট করতে পেরেছি শুনে ভালো লাগলো !!!

    পেন্টিয়াম ফোর থেকে ডুয়াল কোর নামে কোন টিউনের কথা বলছেন তা আমার চেয়ে আপনিই ভালো জানেন । মনে হয় ব্রেন ওয়াশ নিয়ে আপনার অনেক আগ্রহ । শেষে দেখেন আপনারই আবার ……

    আশ্চর্য তো “আপনার পি-৪ পিসি কে দিন ডুয়েল কোরের গতি” এই নামে টিউন প্রকাশিত হয়েছিল তাই জানেন না !!!!
    এই টিউন দেখেন নাই? https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/26939/
    গতকালই প্রকাশিত হয়েছিল।

    আসলে আপনার প্রথম কমেন্টের মত ব্রেন ওয়াশ জাতীয় বুদ্ধি খাটইয়া শিরোনাম করেন নাই তো !! সেজন্য আসলে উনার ওটা চোখে পড়ে নাই !!!

Level 0

খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা বলেছেন।এই ব্যপারটি নিয়ে আমিও চিৎকার করতে করতে শেষ 🙁 May be দুই-তিন দিন আগে এই বিষয়ে মোটামুটি বড় করে একটা টিউনও করেছিলাম।তাই আবারো আপনার কথাগুলোকে ১০০% সমর্থন করছি 🙂 আশা করি এই ধরনের হীনমন্যতায় যারা ভুগছেন আল্লাহ তাআলা তাদেরকে শীঘ্রই বোধ দান করবেন। 🙂

    তারপরেও কত কথা…… কাউকে ভালো বললে আমাদের জাত যায়…. আপনাকে ধন্যবাদ…

আপনার কথা গুলু ভাল তবে এই বিষয়ে আমারো বলার কিছু আছে,আপনি বলেছেন ভেবে চিন্তে মন্তব্য করার জন্য আমি একমত এই কথাটার সাথে কিন্তু আপনি কি বুঝিয়েছেন জানিনা আপনি যদি বুঝিয়ে থাকেন ভাল বলতে এই ধরনের কমেন্ট করা হউক যেমন-ভাল হইছে,ধন্যবাদ,চালিয়ে যান ইত্যাদি ইত্যাদি তা হইলে কিন্তু টিউনারের বারোটা আপনি বাজিয়ে দিলেন কারন যারা শুধু কপি পেষ্ট করে কিংবা দুই লাইন লেখে একটা লিংক দিয়া বললেন এইখানে বিস্তারিত পাবেন কিংবা একটা সফটওয়ার নিয়ে টিউন করলেন যেটা্র সম্মন্ধে উনি নিজেই জানেনা-এইরকম আরো আছে,আর আমরা যদি এই ধরনের টিউনকে ‘ভাল হইছে চালিয়ে যান’ বলে চালিয়ে দেই তা হইলে টিউনার আরো নতুন উদ্ধমে একই ধরনের টিউন করতে শুরু করবে কারন উনার প্রথম টিউনটাতো ভাল হইছিল আর এই ধরনের টিউন দিয়ে টেকটিউন্সের মান মনে হয় বারবেনা,বরং টিউনারকে বলা উচিত আপনার টিউন মান সম্মত হয় নাই সামনে আরো ভাল টিউন আশা করছি সমালোচনার জায়গায় সমালোচনা করবেন আর ভালর জায়গায় ভাল বলবেন।তা হলে উনি আপনার কমেন্ট থেকে শিক্ষা নিয়ে সামনে ভাল টিউন নিশ্চয় করবেন,আর যদি টিউনার মনের দুঃখে আর টিউন না করেন তা হলে ভাবতে হবে টিউনারের আসলেই টিউন করার কোন যোগ্যতা ছিলনা তা না হইলে উনি ঠিকই টিউনের মাধ্যমে কমেন্টরের যোগ্য জবাব দিতেন।তবে আমি এক তরপা খারাপ বলার পক্ষেনা কিন্তু ঘটন মুলুক সমালোচনার পক্ষে।তাই আমি বলব সব টিউনারেরই ভাল ভাবে প্রস্তুতি নিয়ে টিউন করা উচিত।
পরিশেষে আমি একটা কথাই বলব,’মুর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভাল’ এই কথাটা আসলেই খুব উপকারি।
এইগুলু আমার ব্যক্তিগত মতামত আমার সাথে দ্বিমতও অনেকে থাকতে পারেন এবং এইটাই স্বাভাবিক,বিষয়টা উপস্থাপন করান জন্য আপনাকে ধন্যবাদ।

    আপনার কথায় যুক্তি আছে কিন্তু আমি জোর করে কোন টিউনকে ভালো বলতে বলি নাই । ’মুর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভাল’ বলে এখানে আপনি কি বোঝাতে চেয়েছেন তা আমার বোধগম্য নয় । আসলে কেউ ভূল করলে যে মূর্খের মধ্যে পড়ে তা জানতাম না ।
    ধন্যবাদ আপনাকে

    ভাও একলা পথিক’ মুর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভাল’ এই কথাটা দিয়ে আমি বুঝাতে চাইছি,না বুঝে মন্তব্য করার চেয়ে বুঝে গঠন মুলুক সমালোচনা করাও অনেক ভাল।

Level 0

LuckyFM says:

২২ জুন, ২০১০ at 10:55 পুর্বাহ্ন

আমার মনে হয় আপনি যেটা আশা করছেন সেটাই কিন্তু বাস্তবুইক অর্থে হচ্ছে
তারপরও কিছু কিছু কমেন্ট নেতিবাচক হবে এটাই স্বাভাবিক, তাতে লাভ ও কিন্তু কম না
ধন্যবাদ

আমি লাকি ভাইয়ের সাথে একমাত। তবে ইতি বা নেতি বাচক যাইবলেন না কেন, সব খানেই জব্বর ( বিজয় কিবোডের জব্বরের মত) এর মত দু-এক জন থাকবেই। যা এড়িয়েই সামনে অগ্রসর হতে হবে। আপনি ভাল ভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে,শতকরা কতভাগ ইতি বাচক ও কতভাগ নেতি বাচক মন্তব্য পড়ছে। আমারতো মনে হয়না ১% ও নেতি বাচক মন্তব্য পড়ে। তাহলে আরকি জব্বর দেরকে এড়িয়ে চলাই শ্রেয় নয়কি?
ধন্যবাদ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ, আসলে আমরা কখনো একমতে আসতে পারি না । আপনি অনেক ভালো কিছু একটা করবেন এবং সবার কাছে জানতে চাইবেন কেমন হলো …
    আশা করি ফলাফল পেয়ে যাবেন ।

    Level 0

    ভাই আপনি আমার কথা কিভাবে নিয়েছেন তা আমি জানিনা। আমি বলতে চেয়েছি যে, যারা ping করে তাদেরকে এড়িয়ে চলাই শ্রেয়। আর দু-একটা নেতি বাচক মন্তব্য আসতেই পারে, তাই বলে কি টেকিদের টেকটিউস ছেড়ে চলে যেতে হবে। আর শত চেষ্টা করেও ping বন্ধ করতে পারবেন না। যাদের ping করার তারা করবেই। ধন্যবাদ আপনাকে।

“Exceptional is not Example” এটা ভুলে গেলে তো আর চলে না ।
আমি গরু ভেড়া মার্কা টিউনের কথা বলি নাই । বলেছি সকলের উচিত ভেবে-চিন্তে কমেন্ট করা ।
এটার মানে এই নয় যে সব টিউনের প্রশংসা করতে হবে । অবশ্যই মন্দ বলবেন তবে সীমার মধ্যে যাতে সেই টিউনার কষ্ট না পেয়ে বরং ভালো কিছু করার উৎসাহ পায় ।
ধন্যবাদ

একলা পথিক আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনটি করার জন্য ।
এতো কথার মাঝে আমার কাছে টেকনো ডাকিয়া ভাইর কথাটাও ভালো লাগলো “কথা হইল লতা , যতই কইবেন বাড়বো তার পাতা”
জোশ ।

সহমত।

Level 0

valo