প্রযুক্তির বড় একটি প্লাটফর্মের নাম টেকটিউনস । আমাদের প্রিয় এই টেকটিউনস এ এখন অনেক নতুন টিউনারের আগমন ঘটতেছে । তারা তাদের জ্ঞানটুকু আমাদের কাছে শেয়ার করতেছে ।
যা নিঃসন্দেহে টেকটিউনসের একটা গুরুত্বপূর্ণ দিক ।
তারা যতটুকু জানে ততটুকুই সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে । আমাদের সকলের উচিত তাঁদেরকে সানন্দ্যে গ্রহন করা । তাদের টিউনটি হয়তো আপনার,আমার কাজে না আসলেও আরেক ভাইয়ের কাজে লাগতেও পারে । তাই সকলের উচিত ভেবে-চিন্তে কমেন্ট করা । আপনার একটা কমেন্ট যদি আরেকজন কে তার পথ চলায় সাহায্য করে, নতুন কিছু করার উৎসাহ দেয় তাহলে সমস্যা কোথায় ?
অনেকে না জেনে কিংবা ভূলে রি-টিউন করে, আর আমরা ইচ্ছে মত যা বলার বলে নেই । এতে সেই নবীন টিউনারের মন-মানসিকতা ভেঙ্গে যায় । অনেকে পরবর্তীতে টিউন করতে ভয় পায় , উৎসাহ হারিয়ে ফেলে, ফলে থেমে যায় তার এই পথ চলা ।
ইদানিং আমি লক্ষ্য করলাম, দু-একজন নেতিবাচক মন্তব্য করতে অনেক সাচ্ছন্দ্য বোধ করে । সবকিছু নেতিবাচক না নিয়ে কিছু কিছু ইতিবাচক ভাবে নিয়ে তাদের বুঝিয়ে তাদের কাছ থেকে নতুন কিছু প্রতাশা করা আমাদের উচিত নয় কি ?
আপনাদের মতামত আশা করছি..............
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
আপনি কথা সত্য বলেছেন। কিন্তু আপনি কি জানেন টেকটিউন্সে ভিজিটরদের শিরোনাম ভাইরাসে আক্রমন করেছে?
মানে হল যার শিরোনাম যত বেশি চটকদার হবে সেই টিউনে ভিজিটরদের সংখ্যা বেশি হবে। যেমন আপনি “টেকটিউনস নিয়ে কিছু কথা ( সকলের দৃষ্টি আকর্ষণ করছি )” এই শিরোনামে
এবং
“আপনাদের জন্য কিছু ব্যতিক্রমী টিপস, এবং ব্যতিক্রম কিছু সফটওয়্যার” শিরোনামে ২ টিউনটি করেছেন।
তাহলে দেখবেন আপনার ১ম টিউনে ভিজিটর যদি হয় ১০০ জন , ২ টিউনে ভিজিটর হবে ১৫০ জন।
মানুষ নিতে চায়, শুনতে চায় না।
তবে আমার কথার ব্যতিক্রম ও হতে পারে