মুভি দেখতে ব্যাবহার করুন MPCSTAR মুভি প্লেয়ার

আমি আপনাদের আজ একটি মুভি প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্লেয়ারটির নাম নিশ্চই টাইটেল দেখে বুঝতে পারছেন। এই প্লেয়ারটির নাম MPCSTAR. মুভি প্লেয়ারটিতে বিল্টইনভাবে প্রয়োজনীয় কোডেক দেয়া থাকে। ফলে অতিরিক্ত কোডেক ডাউনলোড করতে হয়না। যে সকল কোডেক বিল্টইনভাবে দেওয়া থাকে সেগুলো হলোঃ

  1. ffdshow Codec Pack
  2. RealPlayer Codecs & ActiveX controls
  3. QuickTime Codecs
  4. DirectVobSub (a.k.a. VSFilter)
  5. VGM2 Codecs
  6. Ogg Vorbis Codecs
  7. PMP Codecs
  8. TSCC Codecs
  9. Windows Media 9 Series Codecs

এই প্লেয়ারটির বেশ কিছু ফিচার হলোঃ

  1. যে কোনো ফরমেটের ভিডিও দেখা যায়।
  2. যে কোনো ফাইলকে বিভিন্ন ডিভাইসের জন্য MP4 ফরমেটে কনভার্ট করা যায়।(এজন্য File>Format Converter নির্বাচন করতে হবে)
  3. এটি user-friendly এবং যে কেউ এটি ব্যাবহার করতে পারবে।
  4. একসাথে দুটি সাবটাইটেল ব্যাবহার করা যায়।
  5. সবচাইতে বড় কথা হল এটি ফ্রিওয়্যার। অর্থ্যাৎ এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না।

প্লেয়ারটির বেশ কিছু স্কীনশট দেখুন।

১। ইন্টারফেজঃ

২।ফাইল কনভার্টারঃ

৩। একসাথে দুটি সাবটাইটল(উপরে ও নিচে)

শেষকথাঃ প্লেয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আসা করি আপনাদের প্লেয়ারটি ভাল লাগবে। আর যারা K-Lite Codec Pack ব্যাবহার করতে পছন্দ করেন তারা এই ঠিকানায় গিয়ে নতুন ভার্শনটি(6.0) পছন্দমত অপশন বাছাই করে(Basic/Standard/Full/Mega/Corporate/64-Bit) ডাউনলোড করে নিন।

Level New

আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনের জন্য ধন্যবাদ। কিন্তু ভাই আমি এই টিউনটি ১০ দিন আগেই করেছি।
https://www.techtunes.io/download/tune-id/26558/
ধন্যবাদ।

    দুঃখিত ভাই আমি খেয়াল করি নি।

Level 0

ধন্যবাদ,ডাউনলোড করে দেখছি 🙂

    ডাউনলোড করে ব্যাবহার করে দেখুন।

আমি (DELUX Laptop made by china) use করি।2.30 min back up দিত। এখন 2-3 min পর হঠাৎ করে off হয়ে যায়। আর on হয় না। but charger লাগালে টিক ভাবে কাজ করে। battery ok আছে। কি করব please সাহায্য করুন।