আমাদেরকে কাজ করার সময় প্রায়ই অজানা অনেক ইংরেজি বা বাংলা শব্দের,বাক্যের ইংরেজীর মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া এতে করে কাজের গতিও কমে যায় অনেকাংশে। কিন্তু এবার সেই সমস্যা লাঘবে এল http://www.freebangladictionary.com/।
Free Bangla Dictionary উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং খুবই শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ডিকশনারী।
বর্তমান বাজারে অনেক ধরনের ডিকশনারি পাওয়া গেলেও তাদের সাথে ‘ফ্রি বাংলা ডিকশনারী -র বিস্তার পার্থক্য রয়েছে।
Free Bangla Dictionary এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। ফ্রি বাংলা ডিকশনারিতে আপনি খুব সহজেই বর্ণমালা নির্বাচন করে আপনার কাঙ্খিত শব্দের অর্থটি বা সম্পূর্ণ বাক্যটির খুঁজে পেতে পারেন। এখানে আপনি ইংলিশ টু বেঙ্গলী, বেঙ্গলী টু ইংলিশ, ইংলিশ টু হিন্দী, বাংলা টু হিন্দী , ইংলিশ টু আরাবী, বাংলা টু আরবি শব্দের ১০০% নির্ভুল তথ্য খুঁজে পেতে পারেন খুবই সহজে। আপনার অজানা বাক্যটির বাংলা অর্থ বা ইংরেজী জানতে ‘ফ্রি বাংলা ডিকশনারি’ অতুলনীয়।
১০০% নির্ভুল তথ্যটি পেতে সাইটের টেক্স বক্সে গিয়ে লিখলেই মিলবে আপনার কাঙ্খিত নির্ভল তথ্য।
তাই বলা যায়, অন্য কোন ডিকশনারি থেকে ‘ফ্রি বাংলা ডিকশনারি’ সহজ ও নির্ভূল তথ্য প্রদান কারী। আর সবচেয়ে বড় গুনটি হচ্ছে, বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।