সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রিভিউ। 🙂 বরাবরের মতোই বলতে হচ্ছে ওয়ালটন সবসময় প্রমান করে এসেছে যে স্বল্প মুল্যেও বাজারে অনেক ভাল মানের পন্য আনা সম্ভব। বর্তমান এন্ড্রয়েড এর বাজারে বাংলাদেশে ওয়ালটন এর স্মার্টফোন গুলো বেশ জনপ্রিয়। ইতিমধ্যে তারা বাজারে প্রিমো C,D,E,F,G,H,R,X,S,Walpad সিরিজ সহ আরো কিছু জনপ্রিয় ফোন এনেছে। এরই ধারাবাহিকতায় তারা কিছুদিন যাবত তাদের নতুন ফোন Primo GH এর প্রোমোশন করতেছিল। নতুন কিছু ফিচার এর ঘোষনা দিয়ে আসছিল। এটিই হতে যাচ্ছে কম রেঞ্জের মধ্যে প্রথম OTG supported ফোন। জনপ্রিয় Primo G এবং H সিরিজের সমন্বয়ে যে সর্বশেষ ফোনটি এনেছে তা হলো Primo GH। আজকে আমরা ফোনটির বিস্তারিত জানবো। আসুন দেখা যাক ফোনটির হ্যান্ডস-অন রিভিউঃ
নাম শুনেই অবশ্য ধারনা করাই যায় যে এটি Primo G এবং Primo H সিরিজের সমন্বয়ে বানানো একটি ডিভাইস। দুটিই জনপ্রিয় সিরিজ। তাই এই ডিভাইসটি মনে হচ্ছে অনেক ভাল হবে।
সংক্ষেপে এর স্পেসিফিকেশনঃ
Walton Primo GH ফোনটিতে ব্যবহার করা হয়েছে জেলিবিন এর ৪.২.২ সংস্করণ এর রম। এর ডিসপ্লে সাইজ হচ্ছে ৫.০” এবং ডিসপ্লে রেজুলেশন ৮৫৪*৪৮০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে টিএফটি প্রযুক্তির ক্যপাসিটিভ টাচ স্ক্রিন।
নেটওয়ার্ক পেরামিটারস: নেটওয়ার্ক টাইপ: UMTS+GSM নেটওয়ার্ক বেন্ড: GSM 850/900/1800/1900 MHz UMTS 2100 MHz নেটওয়ার্ক' স্পীড: GPRS/EDGE/3G/HSPA+
এতে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং Mali 400 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম।
ফোন মেমোরি ৪ গিগাবাইট আর ইন্টারনাল স্টোরেজ ১.৫৮গিগাবাইট। এছারা আপনি এতে মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে যা ৩২গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে।
এটির দুইটি প্রধান সাদা ও কালো রঙ এৱ WALTON Primo GH আশানুৱুপ সারা জাগাবে সবাৱ । সেট কাঠামোটা পূর্বে'ৱ বেৱ হওয়া G4এৱ মতই সাইডে ভলিউম কী ও পাওয়াৱ কী এবং চা্রজিং পোট' উপর দিকে ৷ ব্যাক পাট' এৱ নিচে ব্যাটাৱী কানেক্টরের উপৱ মেমোৱী স্লট্ ৱাখা ও পাসে দুটি সীম বেস্ এবং ব্যাটাৱী সহজেই খোলা যায় ৷ডিভাইসটি অনেক মজবুত ভাবে করা হয়েছে এবং সম্পুর্ন ডিভাইসটি বেশ Shiny। সাইডে সিল্ভারের শেড ডিভাইসটিকে আরো আকর্শনীয় করেছে। পিছনে ঠিক উপৱে এক পাশে মেইন ক্যামেৱা ও সামনে ৱিসিভাৱেৱ ডান পাশে আৱেকটি ফ্রন্ট ক্যামেৱা ও বাম পাশে সেন্সর।
ফোনটির দৈর্ঘ্য ১৪৭ মিলিমিটার, প্রস্থ ৭৫ মিলিমিটার এবং পুরুত্ব ৯.৯ মিলিমিটার। পুরত্ব থেকে বলা যায় যে ফোনটি অনেকটা স্লিম। আর এতে আপনার মোটেও মনে হবে না এটা এই বাজেট এর ফোন।
Walton Primo GH ডিভাইসটিতে দেয়া হয়েছে করটেক্স এ৭ ভিত্তিক মিডিয়াটেক ১.৩ গিগাহার্জ এমটি৬৫৮২টি (MT6582) কোয়াড কোর প্রসেসর । আর জিপিইউ হিসেবে দেয়া হয়েছে Mali 400 জিপিইউটি। এমটি৬৫৮২ এর পাশাপাশি Mali 400এমপি জিপিইউ মিলে আগের ডিভাইস গুলোর চেয়ে বেশ ভালই পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।
Walton Primo GH তে দেয়া হয়েছে 512 মেগাবাইটের র্যাম। যদিও র্যাম কিছুটা কম মনে হয়েছে কোয়াড কোর প্রসেসর এর সাথে। তবে মজার আর ভাল খবর হল সকল বেঞ্চমার্কিং এপ চালু অবস্থায়ও
প্রায় ২৬১মেগাবাইট এর উপরে ব্যবহারযোগ্য। এছাড়াও ৪ গিগাবাইট রম এর মধ্যে প্রায় ১.৫৮গিগাবাইট এর মতো ব্যবহার করা যাচ্ছে।
Walton Primo GH ডিভাইসটিতে স্ক্রিন সাইজ হল
৫.০” FWVGA এবং ডিসপ্লে রেজুলেশন ৮৫৪*৪৮০ পিক্সেল। এবং টিএফটি প্রযুক্তির ক্যপাসিটিভ টাচ স্ক্রিন।
এছাড়া এর টাচ রেসপন্স আমার কাছে অনেক দ্রুত মনে হয়েছে। ইউজার ইন্টারফেস এ টাচের ক্ষেত্রে কোন প্রকার ল্যাগ পাওয়া যায় না। এছাড়া ডিপিআই ২৪০ এর বেশি হবার কারনে ডিসপ্লেটি যথেষ্ট লাইভ মনে হয়েছে। তাই ব্যবহারকারীদেরই নজর কাড়বে বলে আমাদের মনে হয়।
GH ইউজার ইন্টারফেসে WALTON অনেকটাই কাস্টমাইজ করেছে।
এবং বিষয়টি অনেক ভাল হয়েছে। নতুন ফিচার গুলো অনেক ইউজার ফ্রেন্ডলি হয়েছে। যারা কাস্টমাইজ রম ব্যবহার করা পছন্দ করেন তাদের জন্য এটি অনেক পছন্দের হবে।
সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও ডিভাইসটি G সিরিজের অন্যান্য ফোনের মত যথেষ্ট ভাল মনে হয়েছে।
আমরা জানি যে ডিভাইসের ক্ষমতা ঠিক কতটুকু সেটি নির্ণয় করতেই বেঞ্চমার্ক দরকার হয়। তাই আমরা এক্ষেত্রে Walton Primo GH ডিভাইসটি বেঞ্চমার্ক করার জন্য প্রথমেই জনপ্রিয় Antutu Benchmark ব্যবহার করেছি।
এতে প্রায় ১৬৬৩২ এর কাছাকাছি স্কোর এসেছে যা ১.3 গিগাহার্জ এমটি৬৫৮২টি (MT6582) Quad কোর প্রসেসর ডিভাইস এর জন্য যথেষ্ঠ ভাল বলতে হবে। কর্টেক্স এ৭ ভিত্তিক প্রসেসর এর ফোন হিসেবে এটি G সিরিজের অন্যান্য ফোনের চেয়ে এক্ষেত্রে ভাল সাপোর্ট দিচ্ছে।
আর র্যাম স্পিড ও ভাল এক্ষেত্রে।
এখানে ৫৪.৪ এফপিএস দেখাচ্ছে যা ৮৫৪*৪৮০ পিক্সেল রেজুলেশন ডিভাইসে যথেষ্ট ভাল মনে হয়েছে। কারন হল ১৯২০*১০৮০ পিক্সেল রেজুলেশন ডিভাইসে আমরা ৬০-৭০এফপিএস এর মত আশা করি এবং তার জন্যও কোয়াডকোর চিপিঊ দরকার হয়। বুঝাই যাচ্ছে এই ডিভাইসটি গেমিং এর জন্য ভাল সাপোর্ট দিবে/ এছাড়াও রেজুলেশন কমিয়ে নেওয়া হলে এতে আরো ভাল ফল পাওয়া যায়।
Walton Primo GH এ গেমিং এর ক্ষেত্রে এর কনফিগারেশন অনুযায়ী ডিভাইসটি তে ছোটখাট গেম গুলো কোনপ্রকার ল্যাগ ছাড়াই রান করানো যায়। এছাড়াও Dead Space,Iron man3,AE-3D-Motor,Angry Bird (All),Highway RiderTemple Run(ALL),Air Attack, এছাড়াও ছোটখাট গেম চলে। HD Game mode করা ছাড়াই অধিকাংশ গেইম খেলা যাবে। আর HD গেম এর ক্ষেত্রে রেজুলেশন কমিয়ে খেলা যায় এমন মোড করা গেম গুলো খেলা গেছে, এছাড়া NFS , Asphalt 8. Asphalt 7. Vice city এসবের মোড ভার্সন গেইম টেস্ট করা হয়েছে।
Walton Primo GH ফোনটিতে ব্যাটারি দেয়া হয়েছে ২২০০ mAh এর এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এই বাজেট এ এটিই সর্বোচ্চ। যদিও স্ক্রিন বড় এক্ষেত্রে কোয়াড কোর চিপিঊ গুলো তাদের স্বভাব অনুযায়ী ২টি কোর রান করে অন্য ২টি না প্রয়োজন হলে রান করে না। এতে ব্যটারী এডজাস্ট হয়ে যায়।
১০,০০০ টাকার এর মধ্যে এই প্রথম কোন ফোনে ওয়ালটন ২২০০ mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। সাধারণভাবে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ করাই যথেষ্ট। অর্থাৎ একটু যত্ন সহকারে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ দিয়েই আপনি অনায়াসেই ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন।
ডুয়েল সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন Walton Primo GH -তে প্রায় সকল কানেকটিভিটি সুবিধাই দেয়া হয়েছে। ব্লুটুথ ভার্সন ৪, ওয়াইফাই, ওয়াইফাই Direct,ওয়ারলেস ডিস্প্লেশেয়ারিং : জিপিএসসহ প্রায় সবই রয়েছে এই ডিভাইসে ।৩.৫ মি.মি হেডফোন জ্যাক এর সুবিধা আপনাকে যেকোনো হেডসেট ব্যবহার করতে সহায়তা করবে।
এন্ড্রয়েডের বেসিক এবং গুরুত্বপূর্ণ কিছু সেন্সর যেমন Accelerometer (3D) Light sensors, Proximity, Sound sensor রয়েছে
প্রাইস ১০০০০ এর মধ্যে এটি প্রথম OTG সাপোর্টেড ফোন, অর্থাৎ এর মাধ্যমে আপনি মাউস, কিবোর্ড, USB pendrive ইত্যাদি ব্যবহার করতে পারবেন,
voice command এর মাধ্যমে ডিভাইস চালানোর অভিজ্ঞতাই রীতিমত পরিবর্তন করে দিবে ডিভাইসটি।
এর মধ্যে ২টি উল্লেখযোগ্য হল
এর মাধ্যমে ক্যামেরা এপ চালু করে ফোটো টার্গেট করে "Capture/ Cheers" বললেই ফটো ক্যপচার হয়ে যাবে।
এর মাধ্যমে আপনার হাত যদি ব্যস্ত থাকে তাহলে আপনি Swing Answer এর পাশাপাশি ভয়েস কম্নান্ড দিয়ে কল রিসিভ করতে পারবেন।
এর মাধ্যমে আপনি সকাল বেলা যখন এলার্ম দিয়ে রাখবেন , এলার্ম বাজার পর শুধুমাত্র ভয়েস কম্নান্ড "STOP" বললেই এলার্ম অফ হয়ে যাবে,
এর মধ্যে রয়েছে Music, Radio, Image, Camera
এই ফিচারটি আমার ভাল লেগেছে। এটি অনেকটা ছোট যে এপ ড্রয়ার থাকে তার মত অনেকটা। এটি ডেক্সটপেই একটি আইকন থাকে যাতে ক্লিক করলেই আপনার প্রয়োজনীয় আইকন গুলো আপনি একি সাথে এক যায়গায় পাবেন। এতে এপ গুলো ৩ *৩ এই সিস্টেমে থাকে। এছারাও এর ম্নধ্যে আপনার পছন্দের এবং প্রয়োজনীয় এপ গুলো সাজাতে পারবেন যা এক ক্লিকেই এক্সেস করতে পারবেন,
এই বাজেট এর ফোনে প্রথম এটি অন্তর্ভুক্ত হয়েছে। Call, Sms, Charging এবং সকল ইমকামিং নোটিফিকেশনে এই লাইট সিগনাল দিবে।
এছাড়া এর ব্রাউজিং পারফরম্যান্সও বেশ সন্তোষজনক। ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার তো বটেই, এর ডিফল্ট ব্রাউজারের মাধ্যমেই বেশ ভাল গতিতেই আপনি ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ইবুক পড়ার জন্যও ডিভাইসটি বেশ উপযুক্ত। ৫ ইঞ্চি প্রশস্ত ডিসপ্লে থাকার ফলে এটিকে ফ্যাবলেটই বলা যায়। তাই বই পড়ার জন্যও নিঃসন্দেহে এটি একটি দারুন ডিভাইস।
সবই মোটামুটি ভাল লেগেছে তবে র্যামটা ১জিবি আর ব্যটারী ২৫০০ mAh হলে আরো ভাল হতো।
ওয়াৱেন্টি সুবিধা প্রাপ্তিৱ শর্তাবলী * হ্যান্ডসেট ১বছৱ, ব্যাটাৱি ও চাজা'ৱ ৬ মাস ওয়াৱেন্টি প্রযোজ্য যা ক্রয় এর তাৱিখ ও সিম চালু থেকে অন এয়াৱে কার্যকৱ হবে ৷ * ওয়াৱেন্টি সময়েৱ মধ্যে কাৱিগৱী ত্রুটিৱ জন্য বিনামূল্যে অনুমোদিত WALTON সার্ভিস সেন্টাৱে মেৱামত কৱা হবে ৷
নিম্নলিখিতবিষয়গুলোৱক্ষেত্রেকোনপ্রকাৱ WARRANTY প্রযোজ্যনয়৷ * অনুমোদিত WALTON সাভি'সসেন্টাৱব্যতীতমেৱামতকৱাহলে৷ * দূঘ'টনা, পানি, যেকোনতৱলপদাথ', আগুন, বৈদ্যুতিকশট' সাকি'টঅথবাস্যাঁতস্যাঁতেআবহাওয়াৱকাৱনেকোনপ্ৰকাৱক্ষতিহলে৷৷ * ব্যাটাৱি, চাজা'ৱেৱস্টিকাৱএবংসিকিউৱিটিকোডপৱিবত'নবানষ্টকৱাহলে
Walton Primo GH ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯০ টাকা মাত্র। আর এতে পাওয়া যাচ্ছে দারুন কিছু নতুন ফিচার । দেশের বাজারে লো-এন্ড প্রাইজ এর মধ্যে যেসব ফোন রয়েছে বা ১০,০০০ এর মধ্যে যারা মোটামুটি ভাল মানের ফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য প্রিমো GH হতে পারে পছন্দের একটি ফোন। ইতিমধ্যেই ডিভাইসটি ভাল রেস্পন্স পাচ্ছে।
আমি Oshanto Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, আমি একটি বল্গসাইড(ওয়েব সাইড) খুলতে চাই। কিন্তু কোন সাইড দিয়ে আমি প্রথমে খুললে বেশী সুবিধা পাব wordpress সাইড দিয়ে না blogspot সাইড দিয়ে। আমার সাইডে কপিউটার, মোবাইল,ইন্টারনেট এবং বিভিন্য সংবাদ থাকবে। তাই স্পিড,লিংক,পিকচার ইত্যাদি এবং বাংলাদেশর জন্য কোনটি বেশী ভালো হবে।
দয়াকরে আমাকে জানালে অনেক উপকারে আসত। আপনার প্রতি অনেক কৃত্জ্ঞ থাকব।