আমার কেন টেকটিউনসকে ভাল লাগে

টেকটিউনস এর সবাইকে শুভেচছা। এই সুন্দর সাইটের সাথে পরিচয় হবার পর অনেকদিন ভেবেছি, লিখব কেন টেকটিউনসকে ভাল লাগে। বাংলা ব্লগের জগতে টেকটিউনস নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ ও পরিচ্ছন্ন ব্লগ। সচলয়াতন, আমার ব্লগ, সামহোয়ার ইন, ইত্যাদির ভীড়ে টেকটিউনস তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। কারণঃ

১। টেকটিউনস এর গ্রাফিক্যাল ইন্টারফেস আকর্ষণীয়।
২। টেকটিউনস কাজের কথা বলে। আলতু-ফালতু বিষয় নিয়ে এখানে আলাপ হয় না।
৩। টেকটিউনস এর টিউনারদের ভাষা অনেক মার্জিত ও পরিশীলিত।
৪। টিউনাররা মন্তব্যে এখানে একে অপরকে গালাগালি/অপমান করেন না।
৫। কারও সাহায্য প্রয়োজন হলে অনেক কম সময়েই টিউনারদের কাছ থেকে সাড়া পাওয়া যায়।
৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানা যায়।

আরও অনেক অব্যক্ত কারণেই টেকটিউনসকে ভাল লাগে...একজন ভক্ত হিসাবে চাই এই প্লাটফর্মটা আমাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখুক আর এর জয়যাত্রা অব্যাহত থাকুক।

টেকটিউনসকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিছু জিনিস যোগ করা যেতে পারে। (অর্বাচীনের ধৃষ্টতা ক্ষমা করবেন):

১। ভাল টিউনসগুলো পছন্দের তালিকায় যুক্ত করার একটা ব্যবস্থা। অনেক টিউনের ভীড়ে আমাদের পছন্দের টিউন হারিয়ে যায়, যা পরে খুঁজে পেতে অসুবিধা হয়।

২। টেকটিউনস এর ডিজিটাল/ই-বুক সংকলন বের করা যেতে পারে।

৩। ভাল টিউন নির্বাচনের জন্য রেটিং‌ সিস্টেম চালু করা যেতে পারে।

৪। সাইট যাতে আরও দ্রুত লোড হয় তার ব্যবস্থা করা যেতে পারে।

টেকটিউনসের দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১। টেকটিউনস এর গ্রাফিক্যাল ইন্টারফেস আকর্ষণীয়।
২। টেকটিউনস কাজের কথা বলে। আলতু-ফালতু বিষয় নিয়ে এখানে আলাপ হয় না।
৩। টেকটিউনস এর টিউনারদের ভাষা অনেক মার্জিত ও পরিশীলিত।
৪। টিউনাররা মন্তব্যে এখানে একে অপরকে গালাগালি/অপমান করেন না।
৫। কারও সাহায্য প্রয়োজন হলে অনেক কম সময়েই টিউনারদের কাছ থেকে সাড়া পাওয়া যায়।
৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানা যায়।________I am also agree with u………

হুম…..ঠিক অদৃশ্য ভাই….

ভালোবাসি বড় ভালোবাসি এর বেশী ভালোবাসা যায় না!!!
হ্যাঁ, টেকটিউনসকে ভালোবাসি কিন্তু এর লোডিং টাইমকে ঘৃণা করি ।

Level 0

ভাল বলেছেন
কিন্তু আপনার বানানের দিকে খেয়াল করুন

যেমন
টিউন টাইটেল লাগ—–লাগে
১২তম লাইনে জিনিষ—জিনিস
১২তম লাইন পারি——পারে
শেষ লাইন আর———আরও

ধন্যবাদ

    অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক করে দিয়েছি!

Level 0

অদৃশ্য ভাই , ভাল ও খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে………..।

    মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

অদৃশ্য ভাই..আপনার ফোন নাম্বার টা কি আমাকে দিতে পারেন?
ভালো লিখেছেন।

আপনার এই টেকটিউন্স ভালোবাসা আমাদেরকে আরো অনেক দূরে নিয়ে যাবে।ধন্যবাদ ভালোলাগাটি শেয়ার করার জন্য।

আপনি যেই দাবি গুলা করছেন তার পূরণ হওয়ার সম্ভবনা কম। কারন এডমিন আমাদের কথা শুনে না। কতবার বলছি যে কমেন্ট এডিট করার সুযোগ দেয়া হোক, কিন্তু কে শুনে কার কথা? যেই লাউ সেই কদু ।
আপনি যেই টিউন করছেন তাও হারিয়ে যাবে অন্যান্য টিউনের ভীড়ে। লাকি ভাই ঐ দিন কি বলছে শুনেন নাই? ওনার একটা কমেন্ট ভেরিফাই করতে ২ সপ্তাহ লাগাইছে !

কমেন্ট এডিট সম্পর্কে অন্য টিউনে একটা লেখা লিখেছিলাম। তা শেয়ার করি।
যে অঞ্চলে ছোট ছোট নদী থাকে সেখানে গেলে দেখতে পাবেন, জেলেরা চিংড়ি মাছ ধরা জন্য এক ধরণের খাঁচা ব্যবহার করে,এই খাঁচায় চিংড়ি মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না।
টেকটিউন্সে আমাদের কমেন্ট গুলো হল চিংড়ি মাছ , আর মন্তব্য লেখার ঘর হল খাঁচা,আর জেলে হল মডু (রাগ কইরেন না) । এই খাঁচায় যে একবার কমেন্ট ঢুকায় সেই কমেন্ট সরানোর আর ব্যবস্থা নাই।

    ভাই, এত মাইন্ড করবেন না, কমেণ্ট এডিট করার অপশন কিন্তু বলতে গেলে কোন ব্লগেই নেই। এটা অনেকটা গুলি ছোড়ার মত একটা ব্যাপার।

    এডিট না করা যাক, এই লিঙ্ক এ নিজের করা কমেন্ট মুছার একটি ব্যবস্থা টে টি তে আছে। কিন্তু এটা ডিসেবল করে রাখা হয়েছে। এটি সচল করার দাবি জানাচ্ছি।

    ‘সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও’ ভাইয়ের সাথে আমিও একমত,
    আমার নিজের একটা কমেন্ট চার দিন যাবত পেন্ডিং হইয়া আছে ইহা কবে মুক্তি পাবে আল্লাহই ভাল জানেন।
    টিউনারের দাবি গুলুর সাথেও একাত্বতা ঘোষনা করছি।

    কমেন্ট পেন্ডিং এ থাকলে এটা মুক্ত করার দায়িত্ব টিউনারের।
    টেকটিউনসের না।
    এডিটিং এর অপশন চালু করা হবে।
    😀 😀 😀

    ধন্যবাদ সাম্য ভাই আশ্বস্ত করার জন্য এখন শুধু অপেক্ষার পালা।

সুন্দর টিউন…………… good !

আপনার সাথে সহমত

Level 0

আমার ও খুব ভাল লাগে। ভাল লাগে, ভালবাসি বলেই নিয়মিত টেকটিউসে আসা ……. আর টেকটিউনের সাথে আনেক সময় কাটাই।

অদৃশ্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মনের কথা বলেছেন। টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ কেননা যা জানি তা প্রায় সবই পেয়েছি টেকটিউনস থেকে তাই বাংলা
ফোরাম বলতে বুঝি শুধুই টেকটিউনস।

এই টিউনের উত্তরে এডু-মডুদের কাছ থেকে বেশ কিছু আশাব্যান্জক কথা শোনার ইচ্ছা ছিল… একমাত্র সাম্য ভাইয়ের ছোট্ট কমেন্টটা ছাড়া কিছু পেলাম না 🙁 🙁