টেকটিউনস এর সবাইকে শুভেচছা। এই সুন্দর সাইটের সাথে পরিচয় হবার পর অনেকদিন ভেবেছি, লিখব কেন টেকটিউনসকে ভাল লাগে। বাংলা ব্লগের জগতে টেকটিউনস নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ ও পরিচ্ছন্ন ব্লগ। সচলয়াতন, আমার ব্লগ, সামহোয়ার ইন, ইত্যাদির ভীড়ে টেকটিউনস তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। কারণঃ
১। টেকটিউনস এর গ্রাফিক্যাল ইন্টারফেস আকর্ষণীয়।
২। টেকটিউনস কাজের কথা বলে। আলতু-ফালতু বিষয় নিয়ে এখানে আলাপ হয় না।
৩। টেকটিউনস এর টিউনারদের ভাষা অনেক মার্জিত ও পরিশীলিত।
৪। টিউনাররা মন্তব্যে এখানে একে অপরকে গালাগালি/অপমান করেন না।
৫। কারও সাহায্য প্রয়োজন হলে অনেক কম সময়েই টিউনারদের কাছ থেকে সাড়া পাওয়া যায়।
৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানা যায়।
আরও অনেক অব্যক্ত কারণেই টেকটিউনসকে ভাল লাগে...একজন ভক্ত হিসাবে চাই এই প্লাটফর্মটা আমাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখুক আর এর জয়যাত্রা অব্যাহত থাকুক।
টেকটিউনসকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিছু জিনিস যোগ করা যেতে পারে। (অর্বাচীনের ধৃষ্টতা ক্ষমা করবেন):
১। ভাল টিউনসগুলো পছন্দের তালিকায় যুক্ত করার একটা ব্যবস্থা। অনেক টিউনের ভীড়ে আমাদের পছন্দের টিউন হারিয়ে যায়, যা পরে খুঁজে পেতে অসুবিধা হয়।
২। টেকটিউনস এর ডিজিটাল/ই-বুক সংকলন বের করা যেতে পারে।
৩। ভাল টিউন নির্বাচনের জন্য রেটিং সিস্টেম চালু করা যেতে পারে।
৪। সাইট যাতে আরও দ্রুত লোড হয় তার ব্যবস্থা করা যেতে পারে।
টেকটিউনসের দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। টেকটিউনস এর গ্রাফিক্যাল ইন্টারফেস আকর্ষণীয়।
২। টেকটিউনস কাজের কথা বলে। আলতু-ফালতু বিষয় নিয়ে এখানে আলাপ হয় না।
৩। টেকটিউনস এর টিউনারদের ভাষা অনেক মার্জিত ও পরিশীলিত।
৪। টিউনাররা মন্তব্যে এখানে একে অপরকে গালাগালি/অপমান করেন না।
৫। কারও সাহায্য প্রয়োজন হলে অনেক কম সময়েই টিউনারদের কাছ থেকে সাড়া পাওয়া যায়।
৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানা যায়।________I am also agree with u………