টেকটিউনস কোন সন্দেহ ছাড়া বাংলা ভাষায় প্রযুক্তি সম্পর্কিত সেরা ব্লগ। টেকটিউনস কেন সেরা তা ইতোমধ্যেই এখানে বলেছি। আজ (১৫ আগস্ট রাত ৮টা) পর্যন্ত টেকটিউনসের ৩৯৬ টি পাতায় গড়ে ১৮ টি টিউন হিসাবে প্রায় ৭১২৮ টি টিউন থাকার কথা (আরও বেশী হতে পারে)।
একদল মেধাবী তরুণদের মিলনমেলা এই টেকটিউনসের অধিকাংশ টিউন অত্যন্ত উঁচু মানসম্পন্ন। নতুন-পুরাতন, অভিজ্ঞ-অনভিজ্ঞ সকল প্রকারের কম্পিউটার ব্যবহারকারীর জন্য টেকটিউনসের সমকক্ষ কোন সাইটের কথা আমার অন্ততঃ জানা নেই। আকর্ষণীয় গ্র্যাফিক্যাল ইন্টারফেস, নির্দিষ্ট বিভাগে সাজানো টিউন, সাহায্যের জন্য নির্দিষ্ট এলাকা, সদ্য যোগ করা ধাপে ধাপে টিউটোরিয়াল, জরিপ, মন্তব্য, প্রিয় টিউন, নির্বাচিত ও স্টিকি টিউন, আর এস এস ইত্যাদি ফিচারে সমৃদ্ধ টেকটিউনস একবার কারও নজরে পড়লে সেখান থেকে তার মুক্তি নেই। এক কথায় টেকটিউনস রকস।
টেকটিউনসের একজন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তাই কিছু দাবী-দাওয়া পেশ করাই যায়। কি বলেন আপনারা?
আমার (সাথে হয়তো অনেকেরই) দাবীগুলো হলঃ
- আমাদের অনেকেরই ইন্টারনেট কানেকশন ধীর গতির। মাঝে মাঝে টেকটিউনস লোড হতে সময় নেয় অনেক। এটাকে কি একটু ফাস্ট করা যায় না?
- নতুন নতুন টিউনের কারণে টেকটিউনসের হোমপেজের টিউনগুলো সদা পরিবর্তনশীল। এক-দুদিন টেকটিউনসে না এলে, অনেক টিউনই হারিয়ে যায় – আর পড়া হয়ে উঠে না। টেকটিউনস কর্তৃপক্ষ কি তাঁদের বিচারে ভাল টিউনগুলোকে নিয়ে বিভাগ অনুযায়ী ই-বুক সংকলন করতে পারেননা?
- হোমপেজে ২০/৫০/১০০ টি টিউন একসাথে দেখতে পারার একটা অপশন যুক্ত করা যায় না?
- খসড়া পোস্টগুলো মুছে ফেলতে পারছিনা অনেক চেষ্টা করেও। কিছু কি করা যায়না?
- বলতে খারাপ লাগছে, কিন্তু তারপরও বলছি, মাঝে মাঝে কিছু মন্তব্য বেশ আপত্তিকর হয়ে থাকে। মডারেটরদের দৃষ্টির আড়ালে থাকা এসব মন্তব্য ভাল একটা টিউনের সার্বিক মানকে হেয় করে। তাই, মন্তব্যকে ‘রিপোর্ট’ করবার একটা ব্যবস্থা থাকলে তা সহজেই মডারেটরদের দৃষ্টিতে পড়বে। এব্যাপারে কি কোন অগ্রগতি আমরা আশা করতে পারি?
- কিছু ‘ইমোটিকনস’ কি যোগ করা যায় না। অনেক সময় একটা ইমোটিকন লেখার চেয়ে বেশি ভাব প্রকাশ করতে পারে।
- জানিনা, সবাই ব্যাপারটাকে কিভাবে নেবেন, কিন্তু টেকটিউনসের নিরবিচ্ছিন্ন অগ্রযাত্রার জন্য একটা ‘ডোনেশন’ এর অপশন রাখা যেতে পারে। মডারেটররা আশা করি এটি অন্যভাবে নেবেন না।
- টেকটিউনসের পেছনে যারা অবদান রেখে যাচ্ছেন, তাঁদের ছবি ও পরিচিতিমুলক একটা পেজ কি রাখা যায় না।
উপরের কথাগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তাই এডিটর/মডারেটররা এগুলো আমলে নেবেন কিনা তাও সম্পূর্ণ তাঁদের এখতিয়ার।
অন্যান্যদের পাশাপাশি টেকটিউনস কর্তৃপক্ষের কাছ থেকে কিছু মন্তব্যের আশায় রইলাম।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু কিছু জিনিস আগে থেকেই উথ্থাপিত এবং সেগুলোর কাজ চলছে এবং নতুন কিছু জানানোর জন্যে ধন্যবাদ !!