I Phone মনে হয় smart phone এর জগতে একটা royal phone 😎 । i phone এর এ পর্যন্ত অনেক মডেল বের হলেও এর মধ্যে I phone 5c অন্যতম। কারণ এটি মূলত এশিয়ার বাজার ধরার জন্য বের করা হয়েছে। ( অন্য কথায় বাজেট ফোন )।
এছারাও এটি আপেলের প্রথম colorful এবং প্লাষ্টিক বডির ফোন। তবে মনে করবেন না প্লাষ্টিক বলে এর বিক্রি কম। এটি এই মাসের ৪র্থ সর্বচ্চো বিক্রিত ফোন। এ মডেলের লাল ও নীল রঙের মডেলটি বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর এক মাসের স্টক শেষ হয়ে যায়।
এবার এই ফোনটির বিস্তারিত review দেখে নেই।
Display-4.0" LED-backlit IPS LCD Capacitive Full Multi Touch (640px * 1136px)
Weight-132 gm
OS-IOS 7
Memory card slot-হে হে নাই
Internal memory-16 & 32 GB
Ram-1GB
Bluethooth ( নীল দন্ত )-v4.0 with A2DP
CPU-Dual-core 1.3 GHz
Battery-1510 mah
Camera-8 mp front 1.2 mp
Sensor-Accelerometer , gyro , proximity , compass
নির্মাতা - Apple INC ( আপেল )
এবার প্রধান কথা
Price - 16 GB -46,665 ( ৫ টাকা ভ্যান ভাড়া )
- 32 GB -55,165 ( ১৫ টাকা রিকশা ভাড়া )
একে কি বাজেট ফোন বলে ?
এটি আমার ৩য় tune। সকল ভুল ভ্রান্তির জন্য মাফ চাচ্ছি ।
আমি তালিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Talib Hossain খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় থাকি। আমি বর্তমানে ৮ম শ্রেণিতে পড়াশোনা করছি। কম্পিউটার প্রোগ্রামিং, ব্লগিং, সফটওয়্যার প্রোগ্রামিং এগুলো নিয়ে আমার আগ্রহ অনেক বেশি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউতার, সফটওয়্যার এসব বিষয়ের অপর পড়াশোনা করতে চাই। অবসর সময়ে আমি গেম খেলতে খুবই পছন্দ করি :p । আমার পছন্দের...
ভ্যান ভাড়া আর রিকশা ভাড়ার ব্যাপার টা বুঝলাম না 😛