(এক্সক্লুসিভ)আনবক্সিং & হ্যান্ডস-অন রিভিউঃ Walpad 8 !!!

ওয়ালটন যখন তাদের স্মার্ট ফোন গুলো একে একে বাজারে আনা শুরু করে তখন আমরা গ্রাহকদের শুধু একটাই জিজ্ঞাসা ছিল যে ওয়ালটন কবে তাদের ট্যাব বাজারে আনবে। ইতোমধ্যে বাংলাদেশের প্রযুক্তি বাজারে ট্যাব এর চাহিদা দিনের পর দিন বেড়েই চলছে। রীতিমত আমাদের সেই প্রশ্নের জবাবেই বলতে গেলে গত সেপ্টম্বর মাসে তাদের প্রথম ট্যাব Walpad 7 আনে। গত নভেম্বর মাসে তারা আবারো Walpad 8 নামে আরো একটি ট্যাব বাজারে আনে। ওয়ালটন বরাবরের মতোই এবারো গ্রাহকদের চাহিদা ও সহজলভ্যতা এবং দামের দিকগুলো বিবেচনা করে অনেক বেশি ভাল পারফমেন্স দিতে পারে এমন ট্যাব এনেছে। আজকে আমরা কিছুদিন আগে রিলিজ হওয়া Walpad 8 এর বিস্তারিত রিভিউ করবো।

আসুন দেখা যাক Walpad 8 এর আনবস্কিং এবং হ্যান্ডসঅন রিভিউঃ

এক নজরে Walpad 8 :

Operating SystemAndroid 4.2.2 (Jelly Bean)
Processor1.2 GHz, Quad Core
Network StandardSingle Sim (UMTS / GSM)
MemoryRAM: 1 GB ; ROM:8 GB
Screen Parameter7.85-inch, XGA (1024 × 768)
CameraRear camera: 5.0 Mega pixels auto focus; Front camera: 2.0 Mega pixels
Battery4200 mAh
SensorsMotion sensors: Accelerometer (3D); Light sensors: Light (Brightness), Proximity, GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

আনবক্সিং

ট্যাবটির যে বিষয়টি আমার প্রথমেই দৃষ্টিগোচর হলো এর বড় আকারের বক্স ও প্যাকিং পদ্ধতি। প্রটেক্টিভ ফোমের প্যাক এর পাশাপাশি এর ভেতর আরও একটি বক্সের মাধ্যমে ট্যাবটিকে ঢেকে রাখার কারনে ট্যাবটি অনেকটা নিরাপদ থাকে।

এছাড়া অ্যাক্সেসরিজ হিসেবে আপনি বক্সটি খুললে আপনি পাচ্ছেনঃ

১.একটি Walpad 8।

২. একটি সুদৃশ্য মাইক্রো ইউএসবি চার্জার

৩. একটি মাইক্রো ইউএসবি ডাটা ক্যাবল

৪. একটি ইয়ারফোন

৫. ইয়ারফোনের জন্য ২ জোরা ভিন্ন সাইজের ইয়ার Bud

6. ইউজার ম্যানুয়াল

7. একটি OTG Cable

8. ওয়ারেন্টি কার্ড

বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ট্যাবটির এক কথায় অসাধারন। সামনের পর্দা ও তার পাশের পাঁড় ঝকঝকে প্লাস্টিকের হলেও পেছনটা সিলভার ম্যাট ও মেটাল এর। ট্যাবটিকে স্লিম ও সহজ ব্যবহারযোগ্য করে বানানো হয়েছে যার জন্য এর ডিজাইনারের প্রশংসা করতেই হয়।

ওজনেও হাল্কা হবার ফলে দীর্ঘ সময় ব্যবহার করতে কোনও সমস্যা হয়না। এর ডান পাসে সাইডে উপরে Power key,  এর নিচে ভলিউম (+), ভলিউম (-), এছাড়াও এর নিচে একটি Back key ও রয়েছেএছাড়াও এতে ডান পাসে সাইডে নিচের দিকে ১টি সিম স্লট ও ১টি মেমরি কার্ড স্লট রয়েছে

ঊপরের দিকে রয়েছে ডান পাশে চারজার পোর্ট আর বাম পাশে অডিও অউটপুট

ডিসপ্লে ও টাচ রেসপন্স

Walpad 8 এ ব্যবহার করা হয়েছে ৭.৮৫" এর মাল্টিটাচ ফুল ক্যাপাসিটিভ IPS OGS ডিসপ্লে যার রেজুলেশন ১০২৪x৭৬৮ (XGA) অর্থাৎ এতে রয়েছে গেমিং ও ভিডিও প্লেব্যাকের জন্য যথেষ্ঠ ভাল ডিসপ্লে। ব্যবহারকারীদের জন্য বেশ বিরক্তির কারন হয় যে তাদের ট্যাব গুলোর টাচ রেসপন্স ভাল হয় না। এক্ষেত্রে Walpad 8 আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দিবে, কারন ডিসপ্লে ব্রাইটনেসের পাশাপাশি টাচ রেসপন্সও অসাধারণ। এছাড়া IPS OGS হওয়াতে ইএই ধরনের ডিসপ্লে কিছু Advantages রয়েছে

Display OGS Advantages

  • Thinner
  • Lightweight
  • Simple, Efficient Design
  • Optically Clear
  • Optional: Anti Fingerprint

তদুপরি IPS OGS আপনাকে ঝকঝকে ও জীবন্ত ডিসপ্লে এর পাশাপাশি Stand by অবস্থাতেও প্যাড টিকে অনেক আকর্ষনীয় দেখাবে।

ইউজার ইন্টারফেস

Walton তাদের প্রায় ডিভাইসেই তেমন  কিছু পরিবর্তন না করে মূলত গুগলের দেয়া পিওর অ্যান্ড্রয়েডই ব্যবহার করে থাকে যা ডিভাইস গুলো দ্রুতগতির রাখতে সহায়তা করে। Walpad 8 এর ক্ষেত্রেও তাই হয়েছে। Walpad 8 টিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিনেরই প্রায় ডিফল্ট ইউজার ইন্টারফেসটিই।  এতে করে আপনি পিওর অ্যান্ড্রয়েডের স্বাদ পাবেন।

সিপিইউ ও জিপিইউ

Walpad 8 এ ব্যবহার করা হয়েছে  Quad-Core 1.2GHz (28nm) চিপিউ। জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪।

র‍্যাম ও স্টোরেজ

ট্যাবটিতে রয়েছে ১ গিগাবাইট র‍্যাম। যার মধ্যে আপনি ৫৯৯ এম বি ব্যাবহার করতে পারবেন

আর ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যার মাঝে ৫.০৬ গিগাবাইট আপনি অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ব্যবহার করতে পারবেন

এছাড়াও ৩২ GB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন স্টোরেজ হিসেবে।

ক্যামেরা

Walpad 8 এ রয়েছে Back illuminated CMOS সেন্সর সহ পিছনে 5.0 Mega pixels autofocus ক্যামেরা আর সামনে 2.0 Mega pixels।যা দিয়ে মোটামুটি মানের ছবি তোলা সম্ভব।

এই ছবিটিও প্যাড দিয়ে তোলা

ট্যাব দিয়ে ছবি তোলার আগ্রহ থাকলে এটি আপনাকে মোটেও হতাশ করবে না। ক্যামেরা Quality দেখে আমরা আসলেই সন্তুষ্ট।

অডিও ও ভিডিও

Walpad 8 এ হেডফোন বা স্পিকার দু’টোতেই সাউন্ড বেশ স্পষ্ট। ফলে গান শোনা, মিউজিক ভিডিও দেখা বা মুভি দেখা কিংবা অডিও/ভিডিও কল করার ক্ষেত্রে সহায়ক। এর পেছনের স্পিকারটির আওয়াজ সচরাচর ট্যাবের চেয়ে বেশ জোরালো। ফলে হেডফোন ছাড়াই স্বাচ্ছন্দ্যে যেকোনো গান শুনতে পারবেন। এর ভিডিও প্লেয়ারটি দিয়ে কোন ল্যাগ ছাড়াই ১০৮০ পিক্সেলের ভিডিও দেখতে পারবেন। তাছাড়া ভাল মানের স্পিকারের কারণেহেডফোন ছাড়াই যেকোন মুভি উপভোগ করতে পারবেন।

বেঞ্চমার্ক

এবার আসি বেঞ্চমার্কে। এর জন্য বরাবরের মত Antutu

চমকপ্রদ ভাবে এটি স্কোর পেয়েছে ১২৮৯১ যা যথেষ্ঠ ভাল।

এবার Nenamark 2

এতে ৪৫ যা খুবি ভাল বলা যায় কারন এর দ্বারা HD Game গুলো অনায়াশেই ৫০-৫৪ fps  এ খেলতে পারা যায়। এর জন্য Quad-Core 1.2GHz
আর PowerVR SGX 544 MP জিপিউ ভাল সাপোর্ট দিচ্ছে।

গেমিং

গেমারদের জন্য রয়েছে কিছু তথ্য এক্ষেত্রে পারফরম্যান্স টেস্টের জন্য সবসময়ই আমরা ট্যাবে গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি, ডেড ট্রিগার, গ্যাংস্টার ভেগাস এবং মর্ডান কমব্যাটের মত হাই গ্রাফিক্সের গেমগুলো ফুল গ্রাফিক্সে টেস্ট করে দেখি।। কারণ এসব গেম খেলার জন্য ডিভাইসগুলোর র‍্যম, সিপিইউ ও জিপিইউকে প্রচুর পরিমাণ কাজ করতে হয় যা ট্যাবের মূল পারফরম্যান্সকে বের করে আনে।

এর জন্য ট্যাব টি তে রয়েছে Mediatek এর MT6589*4 এর ১.২ Ghz Quad core processor যা  Neon capable সাথে জিপিউ রয়েছে  পাওয়ারভিআর এসজিএক্স544 আলট্রা । যা আপনাকে দিবে স্মুথ গেমিং

এছাড়াও জিটিএ ৩, জিটিএ ভাইস সিটি, মডার্ন কমব্যাট ৪, এনএফএস মোস্ট ওয়ান্টেড, ম্যাক্স পেইন গেমগুলো আমারা ফুল গ্রাফিক্সে খেলেছি কোনরকম ল্যাগ ছাড়াই। এসবের কারনে একে আবার গেমিং ট্যাব বলেও মনে হতে পারে।

ব্যাটারি ব্যাকআপ

Walpad 8 এ দেয়া হয়েছে ৪২০০ mAh ব্যাটারি যা টানা গেমিং কিংবা টানা মুভি দেখার ক্ষেত্রে এটি ৪ থেকে সারে ৪ ঘন্টার মত ব্যাকআপ দিতে পারবে।  কিন্তু সাধারণ কাজ করলে এটি এর চেয়ে অনেক বেশি ব্যাকআপ দিতে পারে। আমরা ওয়াইফাই অন করে নেট ব্রাউজিং ও বই পড়ার মত সাধারণ কাজগুলো করে দেখেছি যেখানে এটি প্রায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ দিয়েছে। এর ব্যাটারি লাইফ এক কথায় অনবদ্য।

ইন্টারনেট, কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য walpad 8 – এ  রয়েছে 3G Sim ও ওয়াই-ফাই কানেক্টিভিটি।  ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার ইন্সটল করে নিলে এতে ল্যাপটপের মতই ব্রাউজিং পারফরম্যান্স পাওয়া যায়বিল্ট ইন ফ্ল্যাশ প্লেয়ার থাকার কারনে ভিডিও স্ট্রিমিং ও নেট ব্রাউজিং এ আপনি কোন সমস্যার মুখোমুখি হবেন না। ব্রাউজিং করার ক্ষেত্রেও এহা ভাল দ্রুত গতি রয়েছে।

এবার আসা যাক সেন্সরে Walpad 8  এ Accelerometer (3D) সেন্সরটি বিদ্যমান যা প্রায় সকল গেমিং এর জন্য অপরিহার্য।

ট্যাব গুলোতে সাধারনত OTG support থাকে। Walpad 8  OTG সাপোর্টও রয়েছে। ওটিজি ক্যাবলের মাধ্যমে আপনি সহজেই ট্যাবটিতে কী-বোর্ড, মাউস, পেনড্রাইভ/ফ্ল্যাশড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক কানেক্ট করতে পারবেন। এছাড়াও  রয়েছে অসাধারণ ডিসপ্লে ও স্পিকার, মাইক্রো ইউএসবি,  ৩.৫ এমএম অডিও জ্যাক পোর্ট ইত্যাদি।

ওয়াৱেন্টি

ওয়াৱেন্টি সুবিধা প্রাপ্তিৱ শর্তাবলী * হসেট ১বছৱ, ব্যাটাৱি ও চাজা'ৱ ৬ মাস ওয়াৱেন্টি প্রযোজ্য যা ক্রয় এর  তাৱিখ ও সিম চালু থেকে অন এয়াৱে কার্যকৱ হবে ৷ * ওয়াৱেন্টি সময়েৱ মধ্যে কাৱিগৱী ত্রুটিৱ জন্য বিনামূল্যে অনুমোদিত WALTON সার্ভিস সেন্টাৱে মেৱামত কৱা হবে ৷
নিম্নলিখিতবিষয়গুলোৱক্ষেত্রেকোনপ্রকাৱ WARRANTY প্রযোজ্যনয়৷ * অনুমোদিত WALTON সাভি'সসেন্টাৱব্যতীতমেৱামতকৱাহলে৷ * দূঘ'টনা, পানি, যেকোনতৱলপদাথ', আগুন, বৈদ্যুতিকশট' সাকি'টঅথবাস্যাঁতস্যাঁতেআবহাওয়াৱকাৱনেকোনপ্ৰকাৱক্ষতিহলে৷৷ * ব্যাটাৱি, চাজা'ৱেৱস্টিকাৱএবংসিকিউৱিটিকোডপৱিবত'নবানষ্টকৱাহলে

দাম ও সিদ্ধান্তঃ

Walpad 8 ট্যাবটির প্রায় সবকিছুই আমি এখানে তুলে ধরতে চেষ্টা করেছি। এবার দাম ও সিদ্ধান্ত নেবার পালা।  Walton তাদের এই প্যাড টির দাম রেখেছে ১৫,৯৯০ টাকা। আর যারা ১৬০০০ এর মধ্যে ট্যাব কিনতে চাচ্ছেন তাদের জন্য Walpad 8 হতে পারে পছন্দের একটি ট্যাব।  Walton যেহেতু দামের ক্ষেত্রে সবসমই এ ভাল প্রোডাক্ট দিচ্ছে। তাতে করে Walpad 8 নির্দিধায় নেওয়া যায়। আশা করি দাম হিসেবে তাদের প্রোডাক্ট এর পারফমেন্স উত্তর উত্তর বৃদ্ধি পাবে।

ফেইসবুকে আমি- এখানে ক্লিক করুন

আমাদের ফেইসবুক ফ্যানপেইজ এ লাইক দিতে ভুলবেন না আশা রাখি।

ধন্যবাদ

রেজা

Level 0

আমি Oshanto Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া ! এটাতে কি মডেম ব্যবহার করা যাবে ?

Level 0

অামি ব্যবহার করছি। vice city game a link ta deta parban.
mouse and keyboard usage korta parban @সিরাজুল ইসলাম শেখ

Na vai. @ Siraj

ভাই আপনার রিভিউটা অনেক সুন্দর ও পরিপূর্ণ হয়েছে। ধন্যবাদ।
একটা ব্যাপার – আপনি বলেছেন “ট্যাবটিতে রয়েছে ১ গিগাবাইট র‍্যাম। যার মধ্যে আপনি ৫৯৯ এম বি ব্যাবহার করতে পারবেন” – কিন্তু এই ট্যাবের টোটাল র‍্যম ১ জিবি আর ইউজার এভেইলেবল/ব্যবহাযোগ্য র‍্যাম হল (৩৬৭+৫৯৯)=৯৬৬ এম,বি (যথেষ্ট ভালো), যা আপনার দেয়া স্ক্রীনশট থেকে পরিস্কার বোঝা যাচ্ছে। এ ব্যাপারটা একটু দেখে নিন।

আর আমার প্রশ্ন – এই ট্যাবে জিপিএস, কম্পাস ইত্যাদি সেন্সরের পারফর্মেন্স কেমন? জানাবেন আশা করি।

Thank you. 367 mb sobsomoi e run kora obosthai thakbe. Baki tuku apni use korte parben. Ai tab a compass sensor nei. Gps primo series er phone er motoi kaj kore. @ Dhupchaya