ওয়ালটন সবসময় প্রমান করে এসেছে যে স্বল্প মুল্যেও বাজারে অনেক ভাল মানের পন্য আনা সম্ভব। বর্তমান এন্ড্রয়েড এর বাজারে বাংলাদেশে ওয়ালটন এর স্মার্টফোন গুলো বেশ জনপ্রিয়। ইতিমধ্যে তারা বাজারে প্রিমো C,D,F,G,H,R,X,S,Walpad, সহ আরো কিছু জনপ্রিয় ফোন এনেছে। এরই ধারাবাহিকতায় তারা সম্প্রতি জনপ্রিয় Primo G সিরিজের সর্বশেষ যে ফোনটি এনেছে তা হলো Primo G4। আজকে আমরা ফোনটির বিস্তারিত জানবো। আসুন দেখা যাক ফোনটির হ্যান্ডস-অন রিভিউঃ
WALTON PRIMO G4
সংক্ষেপে এর স্পেসিফিকেশনঃ
Walton PrimoG4 ফোনটিতে ব্যবহার করা হয়েছে জেলিবিন এর ৪.২.২ সংস্করণ এর রম। এর ডিসপ্লে সাইজ হচ্ছে ৫.০” এবং ডিসপ্লে রেজুলেশন ৮৫৪*৫৮০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে টিএফটি প্রযুক্তির ক্যপাসিটিভ টাচ স্ক্রিন। এই দামে এই সাইজ আর রেজুলেশন ডিসপ্লে আসলেই চমকপ্রদ।
নেটওয়ার্ক পেরামিটারস: নেটওয়ার্ক টাইপ: UMTS+GSM নেটওয়ার্ক বেন্ড: GSM 850/900/1800/1900 MHz UMTS 2100 MHz নেটওয়ার্ক' স্পীড: GPRS/EDGE/3G/HSPA+
এতে ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর এবং Mali 400 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম। ফোন মেমোরি ৪ গিগাবাইট আর ইন্টারনাল স্টোরেজ ১গিগাবাইট। এছারা আপনি এতে মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে যা ৩২গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে।
দুইটি প্রধান সাদা ও কালো রঙ এৱ WALTON Primo G4 আশানুৱুপ সারা জাগাবে সবাৱ ৷ সেট কাঠামোটা পূর্বে'ৱ বেৱ হওয়া G3এৱ মতই সাইডে ভলিউম কী ও পাওয়াৱ কী এবং চা্রজিং পোট' উপর দিকে ৷ ব্যাক পাট' এৱ নিচে ব্যাটাৱী কানেক্টরের উপৱ মেমোৱী স্লট্ ৱাখা ও পাসে দুটি সীম বেস্ এবং ব্যাটাৱী সহজেই খোলা যায় ৷ পিছনে ঠিক উপৱে এক পাশে মেইন ক্যামেৱা ও সামনে ৱিসিভাৱেৱ ডান পাশে আৱেকটি ফ্রন্ট ক্যামেৱা ও বাম পাশে সেন্সর।
ফোনটির দৈর্ঘ্য ১৪৬ মিলিমিটার, প্রস্থ ৭৩.১ মিলিমিটার এবং পুরুত্ব ৯.৫ মিলিমিটার। পুরত্ব থেকে বলা যায় যে ফোনটি অনেকটা স্লিম। আর এতে আপনার মোটেও মনে হবে না এটা এই বাজেট এর ফোন।
Walton Primo G4 ডিভাইসটিতে দেয়া হয়েছে করটেক্স এ৭ ভিত্তিক মিডিয়াটেক ১.৩ গিগাহার্জ এমটি৬৫৭২টি (MT6572) Dual কোর প্রসেসর । আর জিপিইউ হিসেবে দেয়া হয়েছে Mali 400 জিপিইউটি। এমটি৬৫৭২ এর পাশাপাশি Mali 400এমপি জিপিইউ মিলে ডিভাইসটিতে বেশ ভালই পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।
Walton Primo G4 তে দেয়া হয়েছে 512 মেগাবাইটের র্যাম। তবে প্রায় ১৯০মেগাবাইট এর উপরে ব্যবহারযোগ্য। এছাড়াও ৪ গিগাবাইট রম এর মধ্যে প্রায় ১.৭৬গিগাবাইট এর মতো ব্যবহার করা যাচ্ছে।
Walton Primo G4 ডিভাইসটিতে স্ক্রিন সাইজ হল
৫.০” এবং ডিসপ্লে রেজুলেশন ৮৫৪*৫৮০ পিক্সেল। এবং টিএফটি প্রযুক্তির ক্যপাসিটিভ টাচ স্ক্রিন।
এছাড়া এর টাচ রেসপন্স আমার কাছে অনেক দ্রুত মনে হয়েছে। ইউজার ইন্টারফেস এ টাচের ক্ষেত্রে কোন প্রকার ল্যাগ পাওয়া যায় না। এছাড়া ডিপিআই ২৪০ হবার পরও ডিসপ্লেটি যথেষ্ট লাইভ মনে হয়েছে। তাই ব্যবহারকারীদেরই নজর কাড়বে বলে আমাদের মনে হয়।
G4 ইউজার ইন্টারফেসে WALTON তেমন কিছুই কাস্টমাইজ করেনি। আপনি এতে Google Stock Jellybean 4.2.2 এর
স্বাদই পাবেন।
সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও ডিভাইসটি G সিরিজের অন্যান্য ফোনের মত যথেষ্ট ভাল মনে হয়েছে।
আমরা জানি যে ডিভাইসের ক্ষমতা ঠিক কতটুকু সেটি নির্ণয় করতেই বেঞ্চমার্ক দরকার হয়। তাই আমরা এক্ষেত্রে Walton Primo G4 ডিভাইসটি বেঞ্চমার্ক করার জন্য প্রথমেই জনপ্রিয় Antutu Benchmark ব্যবহার করেছি।
এতে প্রায় ১১০০০ এর কাছাকাছি স্কোর এসেছে যা ১.3 গিগাহার্জ এমটি৬৫৭২টি (MT6572) Dual কোর প্রসেসর ডিভাইস এর জন্য অনেকাংশে ভাল বলতে হবে। কর্টেক্স এ৭ ভিত্তিক প্রসেসর এক্ষেত্রে ভাল সাপোর্ট দিচ্ছে।
র্যাম স্পিড ও ভাল এক্ষেত্রে।
এখানে ৪০.২এফপিএস দেখাচ্ছে যা ৮৫৪*৫৮০ পিক্সেল রেজুলেশন ডিভাইসে যথেষ্ট ভাল মনে হয়েছে। কারন হল ১৯২০*১০৮০ পিক্সেল রেজুলেশন ডিভাইসে আমরা ৬০-৭০এফপিএস এর মত আশা করি এবং তার জন্য কোয়াডকোর চিপিঊ দরকার হয়। এছাড়াও রেজুলেশন কমিয়ে নেওয়া হলে এতে আরো ভাল ফল পাওয়া যায়।
Walton Primo G4 এ গেমিং এর ক্ষেত্রে এর কনফিগারেশন অনুযায়ী ডিভাইসটি তে ছোটখাট গেম গুলো কোনপ্রকার ল্যাগ ছাড়াই রান করানো যায়। এছাড়াও Dead Space,Iron man3,AE-3D-Motor,Angry Bird (All),Highway RiderTemple Run(ALL),Air Attack, এছাড়াও ছোটখাট গেম চলে। আর HD গেম এর ক্ষেত্রে রেজুলেশন কমিয়ে খেলা যায় এমন মোড করা গেম গুলো খেলা গেছে, এছাড়া NFS , Asphalt 8. Asphalt 7. Vice city এসবের মোড ভার্সন গেইম টেস্ট করা হয়েছে। ৭২০পি তে খেলা হলে কোনরকম ল্যাগ ছাড়াই প্রায় ৪০-৪৬ এফপিএস এই মাঝারি গ্রাফিক্সের গেম খেলা সম্ভব।
Walton Primo G4 ফোনটিতে ব্যাটারি দেয়া হয়েছে ২০০০ mAh এর এর লিথিয়াম আয়ন ব্যাটারি।
১০,০০০ টাকার নিচে এই প্রথম কোন ফোনে ওয়ালটন ২০০০ mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। যার দরুন এর ব্যাকআপ ভাল পাওয়া যাবে। সাধারণভাবে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ করাই যথেষ্ট। অর্থাৎ একটু যত্ন সহকারে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ দিয়েই আপনি অনায়াসেই ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন।
ডুয়েল সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন Walton Primo G4 -তে প্রায় সকল কানেকটিভিটি সুবিধাই দেয়া হয়েছে। ব্লুটুথ ভার্সন ৪, ওয়াইফাই, ওয়াইফাই Direct,ওয়ারলেস ডিস্প্লেশেয়ারিং : জিপিএসসহ প্রায় সবই রয়েছে এই ডিভাইসে ।৩.৫ মি.মি হেডফোন জ্যাক এর সুবিধা আপনাকে যেকোনো হেডসেট ব্যবহার করতে সহায়তা করবে।
এন্ড্রয়েডের বেসিক এবং গুরুত্বপূর্ণ কিছু সেন্সর যেমন Accelerometer (3D) Light sensors, Proximity, Sound sensor রয়েছে
যা দিয়ে কলআসলেরিসিভারকানেরসাথেধরারসাথেইকলৱিসিভহয়েযাবে, ইন্টিলিজেন্টসেন্সঅপশনটিকাজকরবে৷ঠিকএকইভাবেরিসিভারেরজায়গাটাঘুরিয়েমাটিরদিকেঅথবাহাতদিয়েঢেকেরাখলেইচলমানকলেররিংটোনবন্ধহয়েযাবে৷
এছাড়া এর ব্রাউজিং পারফরম্যান্সও বেশ সন্তোষজনক। ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার তো বটেই, এর ডিফল্ট ব্রাউজারের মাধ্যমেই বেশ ভাল গতিতেই আপনি ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ইবুক পড়ার জন্যও ডিভাইসটি বেশ উপযুক্ত। ৫ ইঞ্চি প্রশস্ত ডিসপ্লে থাকার ফলে এটিকে ফ্যাবলেটই বলা যায়। তাই বই পড়ার জন্যও নিঃসন্দেহে এটি একটি দারুন ডিভাইস।
ওয়াৱেন্টি সুবিধা প্রাপ্তিৱ শর্তাবলী * হ্যান্ডসেট ১বছৱ, ব্যাটাৱি ও চাজা'ৱ ৬ মাস ওয়াৱেন্টি প্রযোজ্য যা ক্রয় এর তাৱিখ ও সিম চালু থেকে অন এয়াৱে কার্যকৱ হবে ৷ * ওয়াৱেন্টি সময়েৱ মধ্যে কাৱিগৱী ত্রুটিৱ জন্য বিনামূল্যে অনুমোদিত WALTON সার্ভিস সেন্টাৱে মেৱামত কৱা হবে ৷
নিম্নলিখিতবিষয়গুলোৱক্ষেত্রেকোনপ্রকাৱ WARRANTY প্রযোজ্যনয়৷ * অনুমোদিত WALTON সাভি'সসেন্টাৱব্যতীতমেৱামতকৱাহলে৷ * দূঘ'টনা, পানি, যেকোনতৱলপদাথ', আগুন, বৈদ্যুতিকশট' সাকি'টঅথবাস্যাঁতস্যাঁতেআবহাওয়াৱকাৱনেকোনপ্ৰকাৱক্ষতিহলে৷৷ * ব্যাটাৱি, চাজা'ৱেৱস্টিকাৱএবংসিকিউৱিটিকোডপৱিবত'নবানষ্টকৱাহলে
Walton Primo G4 ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯০ টাকা মাত্র। দেশের বাজারে লো-এন্ড প্রাইজ এর মধ্যে যেসব ফোন রয়েছে বা ১০,০০০ এর নিচে যারা মোটামুটি ভাল মানের ফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য প্রিমো G4 হতে পারে পছন্দের একটি ফোন। ইতিমধ্যে ডিভাইসটি ভাল রেস্পন্স পাচ্ছে।
//
আমি Oshanto Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লিখেছেন।