একটি অজনপ্রিয় ও অখ্যাত ফাইলহোস্ট রিভিউ! ফ্রিতে প্রিমিয়াম ইউজারের আরাম!!!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

অখ্যাত অথচ চমৎকার একটি ফ্রি ফাইলহোস্ট নিয়ে এই লেখা। অন্যসব ফাইলহোস্ট যখন কপিরাইট ক্যাচাল আর ব্যবসা করতে ব্যস্ত তখন আমার মত ফ্রি ডাউনলোড পাগলাদের ত্রাতা হিসেবে আবির্ভাব এই ফাইলহোস্ট-টির  :D আমি হিউজফাইলস.নেট ব্যবহার করি অনেকগুলো কারণে-

১. ফ্রি ইউজার = প্রিমিয়াম ইউজারঃ প্রিমিয়াম একাউন্ট বিক্রির ধান্দা নেই এদের। অন্য অনেক জনপ্রিয় ফাইলহোস্টের মত ফ্রি ইউজারদেরকে ফাইলসাইজ লিমিট, আইপি লিমিট, স্পিড ক্যাপ করে কিংবা রিজিউম নিয়ে ক্যাচাল করে প্রিমিয়াম একাউন্ট কেনার জন্য বাধ্য করেনা। সোজা ভাষায়, ফ্রিতে অর্ধেক আপেল খাইয়ে বাকি অর্ধেকের জন্য পয়সা চাওয়ার বদ খাসলত নেই। সব ইউজারই এদের কাছে সমান।আপনি পয়সা দেন নাই বলে খারাপ সার্ভিস পাবেন, তা হবেনা তা হবেনা! এরা ইউজারদের কাছে ডলার চায়না, উল্টা ডলার সাধে! ;) (পয়েন্ট ৬ দ্রষ্টব্য)

 
 
২. সীমাহীন ফাইল খাদকঃ ফাইল স্টোরেজ কোন লিমিট নেই। কয়েকশ গিগাবাইট ফাইল স্টোর করে রাখা যায়। গত কয়েকমাসে গিগার পর গিগা আপলোড করে যাচ্ছি। সব হজম করে ফেলছে কোন টু শব্দ না করেই। এর মধ্যেই ১০০ গিগা পার করে ফেলেছি। টেরাবাইটে যাওয়া যায় কিনা দেখা যাক...

 
 

৩. উরাধূরা ডাউনলোড স্পিডঃ আমার দেয়া কিছু হিউজফাইল লিঙ্ক কোরিয়ায় এক ফ্রেন্ড সর্বোচ্চ ১০মেগাবাইট/সেকেন্ডে ডাউনলোড করেছে- ফ্রি ফ্রি! আফসোস বাংলাদেশে বসে আইডিএম-এ 130KB/s (বড় কেবি) এর বেশী পাওয়ার সৌভাগ্য হয়নি। যখনই যে লাইনে ব্যবহার করেছি, সে লাইনের সর্বোচ্চ স্পিডটাই পেয়েছি। ৪মেগাবিট এর নেট লাইনের অপেক্ষায় আছি আরো কোপায় ডাউনলোডের জন্য! B-)

 
 
৪. DCMA- তোর গুষ্টি কিলাইঃ এরা কপিরাইট ক্লেইম তেমন একটা পাত্তা দেয়না। লেটেস্ট মুভিগুলো অনেক ফাইলহোস্টে একসাথে আপলোড করার পর কপিরাইট খড়গে পড়ে অন্য লিঙ্কগুলো ডেড হয়ে গেলেও হিউজফাইলস লিঙ্কগুলো যেন কই মাছের প্রাণ। মরেই না!:P

 
 
৫. এক গুতায় রিজিউমঃ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একবার জেনারেট করা ডাউনলোড লিঙ্ক সর্বোচ্চ ৪দিন পর্যন্ত ঠিক থেকেছে। এর বেশীও হয়তো থাকে...কে জানে! এর ভেতর আইপি বদলে গেলেও কান্নাকাটি করার বদঅভ্যাস নেই। সুবোধ বালকের মত এক ক্লিকে রিজিউম হয়ে যায়।

 
 
৬. চরম ভূয়া অ্যাফিলিয়েট প্ল্যানঃ এদের আছে কৌতুকময় Pay Per Download (PPD) প্ল্যান! ফাইল শেয়ার করে পয়সা কামানোর ইচ্ছা থাকলে এই ফাইলহোস্ট চোখ বন্ধ করে বাদ দিতে পারেন। $1 কামাতে বাংলাদেশ থেকে আপনার আপলোড করা একটা ফাইল ডাউনলোড হতে হবে মাত্র ১০,০০০ বার! এই হাস্যকর রকম কম রেটের জন্যই খুব সম্ভব হিউজফাইলস এখনও অজনপ্রিয় ও অখ্যাত হয়ে আছে। এটা ভালো কারন জনপ্রিয় হলে ফাইলহোস্টগুলার সার্ভিস কিভাবে আগরতলা থেকে চকিরতলায় নেমে যার তার ভুড়ি ভুড়ি উদাহরণ (যেমনঃ মিডিয়াআগুন) চোখের সামনেই আছে  |-) খুব সম্ভব এই অ্যাফিলিয়েট প্ল্যানের কারণেই টিটিতে হিউজফাইল ব্ল্যাকলিস্টেড। এই লেখা পোস্টই করতে পারছিলাম না "forbidden keyword" এরর এর পাল্লায় পড়েঃ

প্রতি দশহাজার ডাউনলোডে ১ ডলার কামিয়ে পাছে আমি বিলিয়নিয়ার হয়ে যাই ত?! তাই সেই নিষিদ্ধ শব্দ (ফাইলহোস্টটির নাম) কেটে ফেলে এই পোস্ট পাবলিশ করা গেল! বিরাট গরুর রচনা লিখতে হবে কিন্তু "গরু" শব্দটা লেখা যাবেনা! হাসতে হাসতে শ্যাষ!

********************************

পুনশ্চঃ ঈমানে কই, কসম কাইটা কই আমি এদের এজেন্ট না এবং উনাদের গুনগান গাওয়ার জন্য আমাকে কোন টেকাটুকাও দেয়া হয় নাই।এদের সার্ভিসে আরাম পাচ্ছি তাই কৃতজ্ঞাস্বরূপ এই লেখা। আপনার ভালো লাগলে হিউজফাইলস ব্যবহার করুন, না লাগলে মুড়ি খান!:-P অন্য অনেক ভালো ফাইলহোস্টের ভক্তরা তাদের নিজ নিজ প্রিয় ফাইলহোস্টের ভালো দিক বলে হাঁক ছেড়ে আমার সাথে তর্কে জড়াতে পারেন। এই তর্ক অর্থহীন কেননা ভালো খারাপ সব ফাইলহোস্টেরই আছে। তাই সকল ক্যাচাল লাগানি/ ত্যানাপ্রিয় ভাইজানরা, মন্তব্য বাক্সে অযথা কাপঝাঁপ কইরেন না। আমি খারাপ লোক, সমালোচনার ধার ধারিনা! X( গত চার বছরের ব্লগিং জীবনে যদি একটা জিনিষ শিখে থাকি তা হচ্ছে আবাল বুদ্ধি-প্রতিবন্ধি আর ত্যানা প্যাচানি লোকজনরে বেইল না দেওয়া! |-)

পোস্ট উৎসর্গঃ জগতের সকল ডাউনলোড পাগলাদের। হ্যাপি ডাউনলোডিং!!!  !:#P!:#P!:#P

 
 
________________________

পুনশ্চ: লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

**************************************************

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক অবশেষে এই পোস্টটি টিটিতে প্রকাশিত হল। কিন্তু অনেক পেইজ পেছনে থাকায় মনে হয় টেকি ব্রাদারেরা মিস করেছেন। রাফি ভাই, এই টিউনটাকে আপডেট করে আবার প্রকাশ করেন, অনেকের কাজে আসবে।।