আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে টুইনমস ট্যাবলেট নিয়ে কিছু বিষয় তুলে ধরতে চাই। টুইনমস নামটি সবারই কম-বেশি জানা। নামটি সবার কাছেই পরিচিত কম্পিউটার র্যাম আর পেন ড্রাইভ-এর জন্য। কিন্তু অতিসম্প্রতি টুইনমস ব্র্যান্ড এর ট্যাবলেট বাজারে এসেছে সেটাও হয়ত আপনাদের অজানা নয়। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য ও এক বৎসর এর বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে বিশ্বের অনেক গুলো দেশের সাথে সাথে বাংলাদেশেও এর পদযাত্রা শুরু হয়েছে।
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জগতে টুইনমস এর এই যাত্রা বাংলাদেশের বাজারে একটু পরে হলেও আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে। একটু খেয়াল করলেই হয়ত আপনার পাশের আইটি শোরুম এ দেখতে পাবেন টুইনমস ব্র্যান্ড এর এই ট্যাবলেট।
আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি আছে এই ট্যাবলেট এর ভিতরে। http://www.twinmos.com থেকে নেয়া তথ্য অনুযায়ী তাদের নিন্মলিখিত মডেল গুলো আছে–
আজ আমরা তাদের ডুয়েল কোর থ্রিজি মডেল TwinTAB- T7283GD1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার পূর্বে ছোট্ট কয়েকটি তথ্য জেনে রাখা ভাল- এই মডেলটি আন্তর্জাতিক মানসম্মত এবং CE & FCC সার্টিফিকেট প্রাপ্ত; সাথে আছে নিজস্ব IMEI নাম্বার যা আপনি চাইলে অনলাইনেও যাচাই করতে পারবেন।
বাংলাদেশে টুইনমস প্রোডাক্ট এর একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলোজিস এর সকল শাখা অফিস সহ অধিকাংশ অভিজাত আইটি শোরুম এ মাত্র ১৫৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ফিচার এর দিক থেকে খুবই উন্নত, দামেও মোটামুটি হাতের নাগালে, ভাল ব্যাটারি ব্যাকআপ, অপারেটিং সিস্টেম খুব-ই স্থিতিশীল, সাথে অনেক গুলো ভাল মানের আপ্পস আছে, থ্রিজি ভয়েস আর ভিডিও কল এর জন্য খুবই চমৎকার আর সাথে তো ১ বছর এর বিক্রয়োত্তর সেবা থাকছেই।
ট্যাবলেট টি তে কোন HDMI পোর্ট নেই, ফ্রন্ট সাইডে কোন লাঊড স্পিকার নেই।
এক কথায় বলতে গেলে, ট্যাবলেট টি চমৎকার। বাবহারে এখন পর্যন্ত তেমন কোন প্রব্লেম চোখে পরেনি। Skype Video Calling এর জন্য অসাধারন। ট্যাবলেট টি সকল থ্রিজি নেটওয়ার্ক এই কাজ করবে যেহেতু বাংলাদেশ এর সব অপারেটরই থ্রিজি এর জন্য ২১০০ মেগা হার্টস frequency ব্যাবহার করে থাকে।
বিস্তারিত স্পেচিফিকেশন জানতে ঘুরে আসতে পারেন http://www.twinmos.com অথবা http://www.twintab.net থেকে। ধন্যবাদ! ভাল থাকবেন সবাই।
আমি zhosen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
camera kemon bollennato ?