গতকাল আইপিএলের ম্যাচে আবারো জয় দিয়ে প্রমাণ করল ডেকান চার্জার্স যে তারাও শিরোপার দৌড়ে আছে...
আইপিএলের গতকালের ম্যাচে প্রথমে ডেকান চার্জার্স ব্যাটিং এ নামলে শুরুতেই প্রচণ্ডভাবে ধাক্কা খায় !
গিলক্রিস্ট গোল্ডেন ডাক, সুমান গোল্ডেন ডাক!
এমতাবস্থায় পরের ওভারে গিবসও আউট !
স্কোরকার্ডে তখন 14 রানে 3 উইকেট !
এই অবস্থা থেকে ডেকান কে টেনে তুলেন রোহিত শার্মা (51) ও মনিশ মিশরা (41)...
তাদের দুজনের ব্যাটিং দৃঢ়তায় ভাল স্কোরের পথে হাঁটে ডেকান...
মোট ১৫০ রান করে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দেয় রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর কে..
বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন হ্যারিস... ওভারের প্রথম বলেই আউটসাইডে বল দিয়ে বোকা বানান মনীষ পান্ডে কে !
এরপর ক্যালিস ও ড্রাভিডের ব্যাটিং এ বেশ ভাল অবস্থানের পথেই হাঁটতে থাকে RCB...
কিন্তু এই আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার প্রজ্ঞান ওঝা এসে ওলটপালট করে দেন সব !
জ্যাক ক্যালিস কে আউট করেন! মাত্র ২২ রানে ২ উইকেট নেন এই বোলার ...
এরপর যেন RCB এর ব্যাটিং লাইন আপে ধস নামে...রস টেইলর, ভিরাট কোহলি, ক্যামেরন হোয়াইট ফিরে যান প্যাভিলিয়নে ১১০ রানেই মধ্যেই !
এরপর আসল কাজটা করে দেখান Harmeet Bansal !
রবিন উথাপ্পা কে আউট করেন এবং রান চেক দেন চরমভাবে !
শেষের আগের ওভারে রান দেন মাত্র ১ সাথে ১ উইকেট !
লাস্টের ওভার ৬ বলে ১৮ রান যখন লাগে তখন হাতে আছে RCB এর ১ উইকেট !
উনিশ ওভার চার বলে 138 রানে অলআউট হয় RCB!
ডেকান জিতেছে ইয়াহু ! ! !
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
সাইফ দি বস ৭……. বাংলাদেশের পতাকা হাতে আর অন্য দেশের ক্রিকেটের জয়গান… তাও এই সময় যখন নিজের দেশে চলছে NCLT20 …. আরে ভাই দেশের লীগ নিয়ে কিছু বলেন শোনতে ভাল লাগবে।