এটি একটি অনলাইন সার্ভিস যেটি আপনার URL কে ছোট করতে সাহায্য করে। যেমনঃ http://www.example.com/blog/page/category/year/month/day/article/id=123456 লিঙ্কটি অনেক বড়। এটাকে Bit.ly দিয়ে আপনি খুব ছোট করে ফেলতে পারবেন ( http://bit.ly/8FapX এর মত )। এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে এর।
Bit.ly বেশি ব্যবহৃত হয় মাইক্রোব্লগিং ( যেমনঃ টুইটার, ফেইসবুক ইত্যাদি ) সাইটগুলোতে। টুইটারে সর্বোচ্চ ১৪০ অক্ষরের স্ট্যাটাস দেওয়া যায়। তাই স্ট্যাটাসের প্রতিটি অক্ষর খুব মূল্যবান। ধরুন, ১০০ অক্ষরের লিঙ্কযুক্ত একটি স্ট্যাটাস টুইটারে দিচ্ছেন। সেক্ষেত্রে লিঙ্কের বর্ননা দেবার জন্য আপনার হাতে থাকে মাত্র ৪০ টি অক্ষর, যাতে লিঙ্কের বর্ণনা দেওয়া কঠিন। এক্ষেত্রে URL shotener হিসেবে bit.ly ব্যবহার করতে পারেন। অবশ্য আরও অনেক URL shortener সাইট আচ্ছে। এখানে সেগুলোর বেশ কয়েকটির বর্ণনা আছে। তবে, কিছু স্পেশাল ফিচারের জন্য আমার সবচেয়ে বেশি ভাল লাগে bit.ly .
যারা প্রফেশানাল ব্লগিং করেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এর দিকে গুরুত্ব দেন তাদের জন্য bit.ly হচ্ছে “স্পেশাল অস্ত্র”। কারন bit.ly এর মাধ্যমে আপনার সাইটের লিঙ্ককে শর্ট করলে সেই শর্টেনড লিঙ্কগুলোকে সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটের অংশ হিসেবে ধরে নেয়। ফলে আপনার সাইটের pagerank বাড়াতে দারুনভাবে সহায়ক হতে পারে bit.ly
# আপনার শর্টেনড URL এ কতবার ক্লিক করা হয়েছে
# কতবার একই পেজের অন্যান্য bit.ly তে রুপান্তরিত লিঙ্কে ক্লিক করা হয়েছে
# ভিজিটরেরা কোন সময় আপনার লিঙ্কে ক্লিক করেছে
# কোন সাইট থেকে ভিজিটর আপনার সাইটে এসেছে
# কোন দেশ থেকে ভিজিটর আপনার লিঙ্কে ক্লিক করেছে
আপনি যে লিঙ্কগুলো শর্ট করেছেন bit.ly এর মাধ্যমে তার একটা তালিকা bit.ly সংরক্ষন করে রাখে এবং তাতে মোট কতগুলো ক্লিক এসেছে সেই সংখ্যাও দেখা যায়।
bit.ly থেকে সরাসরি টুইটারে স্ট্যাটাস দেওয়া বা টুইট করা যায়।
এর বিভিন্ন অপশন এবং কিভাবে ভিজিটর ট্র্যাক করা যায় তা নিয়ে লিখব পরে পোস্টে।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ধারুন লিখেছ ভাইয়া। তবে এই কাজটি কী প্রত্যেকবার পোস্ট করার পর প্রত্যেক পোস্টের লিংকের জন্য করতে হবে?