WALTON এনেছে বাংলাদেশী বাজারের সেরা স্মার্টফোন Pirmo X1 । নিজের দেশের স্মার্টফোন । রিভিউ

সবাই জানাই সালাম । আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ'র রহমতে ভালো আছি ।

সবাই কে  আবার ও শুভেছা জানাই আমার এই পোস্টটি তে ক্লিক দেওয়ার জন্য । আজের পোস্ট টি হল রিভিউ পোস্ট ।

আমরা সবাই জানি ওয়ল্টন মোবাইল এখন বাজারের সেরা মোবাইল । walton

আমাদের নিজের দেশের মোবাইল ।আমি নিজে অনেক খুশি আমার মনে হয় আপনি খুশি । আজ ওয়াল্টন এর সেরা স্মার্ট মোবাইল টি নিয়ে এই পোস্ট টি লিখতে যাছি । ওয়াল্টন আন্ড্রইড মোবাইল নিয়ে বাজারে এসেছে এবং অনেক অল্প সময়ে অনেক সুনাম কামিয়েছে । সবাই এখন ওয়াল্টন এর দিকে যাছে কম টাকায় মনের মত আন্দ্রইড মোবাইল পাচ্ছে । ওয়াল্টন তারা একটি সিরিজ নিয়ে এসেছে যার নাম "PRIMO " ।

walton mobile

প্রায় ৮-১০ টি মোবাইল নিয়ে এসেছে এই সিরিজের এবং ভালো ব্যবসা ও করেছে এবং ক্রতেছে ।

ওয়াল্টন X1জ ওয়াল্টন এর সর্ব সেরা সিরিজের মোবাইল primo X1 । এই টাই এখন প্রযান্ত

ওয়াল্টন X1

সেরা বাংলাদেশি স্মার্ট ফোন । দেখে নিনি কি কি আছে এই মোবাইল টি তে ।

Thinner...lighter...faster...smarter... With the second generation Gorilla Glass & a gorgeous HD Super AMOLED screen..]

walton x1

ওয়াল্টন এক্স১টি দেখতে S2 এর মত । অনেক সুন্দর ডিজাইন । সুপার HD স্কিন ।

==============================================

Basic information
Operating System: Android 4.1.2 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
Memory: 1GB
Storage space: 4GB
Call mode: Dual card dual standby

Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+

x1

Screen
Screen size: 4.65-inch HD
Resolution: 1280 × 720
Screen type: Capacitive touch screen with 2nd generation gorilla glass
Screen material: HD Super AMOLED screen

External Memory: Support Micro SD card, up to 32GB

Camera
Sensor: CMOS
Rear camera: BSI 8.0 Mega pixels
Front camera: BSI 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support

walton x1 photo

Multimedia
Radio: Support with recorder

Battery Capacity: 2100mAh
Type: Lithium battery

Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

Sensor: Gyro/Accelerometer (3D), Light sensor, Gravity sensor, Proximity sensor, Compass
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Color: Noble Black
Dimensions: 135.5 × 70 × 8.6mm
Weight: 132g

দামঃ ১৮,৬৯০ টাকা মাএ

=============================================

ধন্যবাদ ওয়াল্টন কে এই রকম অসম একটি মোবাইল বাজারে আনার জন্য । স্যামসুং , এলজি , নোকিয়া , স্যাম্ফোনি এই সব থেকে ওয়াল্টাওন এই সেরা । স্যামসুং s3 , s4 না কিনে এই মোবাইল টি কিনুন অনেক টাকা বাচবে এবং এই একই রকম সুবিধা পাবেন । নিজের দেশের পণ্য ।

আরো জানতে চান ক্লিক দেনঃ https://www.facebook.com/WaltonHil

আশা করি এই মোবাইল টির দিকে লক্ষ দিবেন । অনেক কিছু আছে এই মোবাইল টা তে ।

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য । কেমন লাগল এই পোস্ট টি কমেন্ট করে জানাবেন ।

পোস্ট টি প্রথম আমার ব্লগে প্রকাশি হয় ==> আইটি টক বিডি

সময় পেলে আমার ব্লগ টি ঘুরে আসবেন ।

Level 0

আমি ittalk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

WALTON H2 ও কিনতে পারেন। আমি কিনেছি। অনেক ভালো সার্ভিস দিচ্ছে। মাত্র ১৪,৯৯০/= টাকা।

    Level 0

    @সুজন পাল: ভাইয়া আমি আব্বা কে বলেছিলাম ওয়াল্টন H2 কিনতে কিন্তু পরে আব্বা বলেন ওয়ান্টন X1 কিনে দেবে । দেখি ।

Walto Primo-N1 টা কেমন হবে ? আমি কিনতে চাচ্ছি…।।

    Level 0

    @Moyin Hossain Emon: অনেক ভালো হবে ভাইয়া । কিনতে পারেন । বড় স্কীন পাবেন ইন্টারনেট ব্যবহার করে মাজা পাবেন ।

আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, এটাকে আমি রিবিউ বলতে নারাজ। টিউনটি কাট-কপি-পেস্ট ছাড়া অন্য কিছু নয়। এক কথায়, রিবিউ লিখতে হলে তা ব্যবহার করে (যে কারো হোক) মিনিমাম এর পজিটিভ-নেগেটিভ দিকগুলো আলোচনা করতে হয়। রিবিউ এর আরেকটি প্রধান শর্ত হচ্ছে নিরপেক্ষ অবস্থান হতে কোন প্রোডাক্টের ভালো-মন্দ দিক গুলো অন্যের সামনে তুলে ধরা।

    Level 0

    @Mohammed Gulzar: থাঙ্কস ভাইয়া । মোবাইল টি ব্যবহার করি নাই ।

কথা টা বলতে খারাপ লাগছে তারপর ও বলছি। আপনি উপরে লিখলেন আমাদের নিজের দেশের ফোন।মানি ওয়াল্টন খুব ভালো সেট বাহির করছে এবং প্রশংসা করার মত ফোন এগুলো।কিন্তু এসব ফোন ৈতরী করতে এই দেশের কোন স্রমিক কে কাজে লাগানো হয়েছে? চায়না থেকে এনে বিক্রয় করা হচ্ছে।তাহোলে আমরা walton কে এই দেশের ফোন বলি কিভাবে? আশা করি টিউনার ভাই উনার ভূল টা বুজতে পারবেন।

    Level 0

    @জাহিদুল কবির রিশাদ: ভাইয়া আইফোন এবং নোকিয়া সব মোবাইল এই চীন থেকে বানিয়ে আনে , এই টা জানেন নি ।
    ভাইয়া কোম্পানি টি বাংলাদেশের তাই এই টা বাংলাদেশি মোবাইল ।
    থাঙ্কস

      Level 0

      @ittalk: নোকিয়ার নিজস্ব ফ্যাক্টরী আছে চীনে। আর আইফোন বানায় ফক্সকন, তাদের ফ্যাক্টরীও অত্যাধুনিক। পার্টস গুলোর বেশির ভাগই স্যামসাং এর ফ্যাক্টরীতে তৈরি হয়। আর ওয়াল্টন হইল মেইড ইন জিঞ্জিরা। ওদের ফোন তৈরি হয় মানহীন ফ্যাক্টরীতে, ফিটিংস হয় ম্যানুয়ালি মানে হাতে। কোয়ালিটি চেকিং বলতে কোন জিনিসই ওদের নাই। আর এই কারনেই ব্র্যান্ড এর ফোন গুলোর সার্ভিস ভাল। আমি নোকিয়া এক্স ৬ ইউজ করছি তিন বছর ধরে। scratch-resistant Corning Gorilla glass এর টাচ স্ক্রিন, কোন দাগ পড়ে না এবং স্ক্রিন প্রোটেক্টর লাগে না। ওয়াল্টনের টাচ এবং ক্যামেরার মান খারাপ। ক্যামেরার লেন্স খুবই নিম্নমানের, সেকারনেই কিছুটা কম দামে ফোন বিক্রি করতে পারে। Corning Gorilla glass এর বৈধ ফোনের তালিকাঃ
      http://www.corninggorillaglass.com/products-with-gorilla/full-products-list

      @ittalk: আমি এখানে কোন সেট ভালো বা খারাপ এই সব নিয়ে কোন কথা বলিনাই বলতে চাইও না। আপনার টিউনে একটা ভূল আছে ওইটা ধরিয়ে দিলাম। walton ফ্রিজ,মোটরবাইক,টিভি এগুলোকে আমাদের পন্য বলা যায় কিন্তু মোবাইল কে না। চায়না থেকে কোন কম্পানির মোবাইল এনে walton বলে চালাচ্ছে জানিনা কিছুই। আমাদের ফোন বলতে যাব কোন দু:খে? আর রিভিউ লিখলে রিভিউর মত করে লিখেন। আর দশটা রিভিউ কিভাবে লিখে দেখে তার পর লিখেন।

Level 0

রিভিউ মনে করে ভিজিট করেছি, কিন্তু এতো একটা বিজ্ঞাপন ! কোন বিদেশি জিনিসের উপরে কিছু একটা লিখে বাজারজাত করলেই সেটা দেশি প্রোডাক্ট হয় না।
আমি নিজে এই ফোন ইউজ করছি, এবং ধরাও খাইছি !!
কয়েকদিন ভালই সার্ভিস দিছিল, কিছুদিন থেকে ফোন গরম হওয়া শুরু করল, হাতে রেখে গেম বা কোন এপস ইউজ করলে আগুনের মত হয়ে যায়। ফোন টা সর্ট হয়ে গেছে নিশ্চিত হবার পরে ওদের নাম্বারে ফোন করলাম, এবং সমস্যা গুলো বললাম। শুনে ওরা বলল- ফোন বন্ধ হয়ে গেলে নিয়ে আসবেন ! আমি ঢাকার বাহিরে থাকি, বসুন্ধরা থেকে আমার ভাগ্নে এটা কিনে এনেছে আমার জন্যে। যাহোক, নিকটস্থ ওয়াল্টনের শোরুমে যোগাযোগ করলাম। তারা বলল ফোন রেখে যেতে, তারা ঢাকার কাস্টমার সেন্টারে পাঠাবে এবং ফোন ডেড হয়ে গেছে বা ডেড রিস্ক হতে পারে এরকম একটা কাগজে সিগ্নেচার দিতে হবে ?
ফোন বাড়িতে নিয়ে এলাম এবং ওদের ফেসবুক পেজে কমেন্টস এর মাধ্যমে জানালাম ( প্রথমে মেসেজ করেছি কিন্তু রিপ্লে পাইনি)। ওরা কমেন্টস ডিলেট করে দিয়ে আমাকে ওদের পেজ থেকে ব্লক করে দিল। আমার ফেসবুক নেম “Mohd Aslam” ওয়াল্টনের কেউ এটা দেখলে আপনাদের পেজের ব্লক লিস্টের সাথে মিলিয়ে দেখতে পারেন। বর্তমানে তিন ঘন্টার বেশি চার্জ থাকে না এবং ফোন খুব গরম হয়ে যাচ্ছে।

আমার ক্ষমতা থাকলে ওদের জোতা পেটা করে দেশ থেকে বিতারিত করতাম, কিন্তু আমার দূর্ভাগ্য ! শুধু ক্ষমতাই নাই সেটা নয়, ক্ষমতাশালী কোন লোকও আমার পরিচিত কেউ ঢাকায় থাকে না। এযাত্রায় ওরা বেঁচে গেল !!!

যাদের যথেষ্ট ক্ষমতা আছে এবং ওদের গোষ্ঠি কে রাম ধোলাই দিতে সক্ষম তারাই ওদের ফোন কিনবেন, যদি কেনার আগ্রহ থাকে।
মডারেটরদের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। টিউনারশীপ : 5 ঘন্টা 31 মিনিট এ এরকম একটা ভোদাই মার্কা টিউন পাবলিশ করতে দেয়া উচিত হয়নি, এতে না জেনে আরও কেউ বিপদে পড়তে পারে।
কিউবি কিনে একটা ধরা খাইছি, ওদের জানানোর পরে ওরা আমাকে ব্লক করেছে। কিন্তু ভুলবশত একটা পোস্ট ডিলেট করে দেয়নিঃ http://www.facebook.com/QubeeZone/posts/477459008943868
আর ওয়াল্টন পোস্ট ডিলেট করে দিয়ে ব্লক করেছে, তাতেই কি ওয়াল্টন রক্ষা পাবে ? যেখানে ওদের নাম লেখা থাকবে, সেখানেই জানাব প্রতারিত হবার কথা।

    Level 0

    @Aslam: ভাইয়া আমি তু ব্যবহার করি নাই । ভাইয়া আপনাকে ধন্যবাদ তথ্য দেয়ার জন্য । থাঙ্কস

      Level 0

      @ittalk: ভাই আপনাকে টেকটিউন্সে স্বাগতম। আপনার সাইট টাতো পুড়াই টেকটিউন্স এর ক্লোন !!! http://ittalkbd.com/ ভাল লাগল। নিজে বাংলা ব্লগে না লিখলেও পড়তে ভাল লাগে। ((^_^))

    @Aslam: 1ta companyr phone sobgulo faultless hoyna. ami g1 kine 6bar customer care e jaite hoise.oder software e prbl chilo. ekhon khub valo cholche. onno amr porichito jara kinse sobar e khub valo cholche.. apnar luck kharap. walton er customer service SYMPHONYr che hajar gun valo. Sym te giye dekhi customer care vorti manush. amr serial 220!! ami W70 er 12ta problem kagoje likhe joma diyechilam. but ora er sathe 1 prblm add kore 13ta baniye amake ferot dise!!! kono kaj e parena eder servicing er lokjon.

      Level 0

      @পিয়াস: ভাই, আমি ঢাকাতে থাকি না আর এই মূহুর্তে ঢাকা যাওয়াও সম্ভব না। দুপুর দুই টার সময় লঞ্চে উঠলে পরেরদিন সকালে পৌছতে পারি কিন্তু থাকার মত তেমন স্থান নাই। তাই ঢাকা যাওয়া টাও একটা বড় ঝামেলা !

    @Aslam: আপনার জন্য সহানুভুতি রইল, এ ছাড়া আর কি বলবো।

আমি Mobile price in bangladesh নামে একটা পেজ চালাই , তো আমি ঐ পেজে ব্র্যান্ড ব্র্যান্ড কইরা চিত্‍কার করি বাট কিছু আবাল আছে খালি কয় চায়না বেস্ট । কম দামে নাকি জোশ সেট দেয় । আবালরা প্রবলেম গুলা দেখে না । পরে বুঝে ঠেলা ।

নকিয়া ,স্যামসাঙ, সনি হুদাই বেশি টাকা নেয় না । জিনিস ভালো করে আর তাদেরও তো খরচ বেশি করতে হয় ভালো জিনিস তৈরি করতে ।
তাই আবার কই ধরা না খাইতে চাইলে কোন ব্র্যান্ডের সেট কিনেন ।

আমরা বাঙ্গালী/বাংলাদেশী কম বেশী সবায় দেশ প্রেমিক এতে কোন সন্দেহ নাই, মন প্রান উজার করে ভালবাসি এদেশকে আর আমাদের এই দূরবলতাটাকেই কাজে লাগাচ্ছে কিছু কিছু কোম্পানী। আসলে এটা একধরনের প্রতারনা ছাড়া আর কিছুই নয়। আমার মাথায় আসে না কেন সরকার ওয়ালটন কে মেড ইন বাংলাদেশ লেখার পারমিশন দিল। এতে কোন দিক থেকে আমাদের মাথা উচু হচ্ছে। আমার জানামতে সামান্য একটি রেজিষ্ট্যান্স ও বাংলাদেশে তৈরী হয় না। অ্যান্ড্রয়েড মোবাইল/টিভি/ফ্রিজ তো অনেক দুরের কথা। সব কিছু চায়না থেকে তৈরী করে এনে কি করে “বাংলাদশে তৈরী” বলে উল্লেখ করে অথচ আমরা তা মেনেও নিচ্ছি কত সহজে। যাই হোক ভাই আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বক্তব্যটি উপস্থাপন করিনি কেবল মাত্র আত্নসচেতনতা বোধ থেকেই লিখছি। আমি খুব আশাবাদী একজন মানুষ আমি আশা করি ও স্বপ্ন দেখি একদিন না একদিন এসব জিনিষ সত্যি সত্যিই আমাদের দেশে তৈরী হবে আর প্রান ভরে উপভোগ করবো দেশীও পন্যের স্বাদ। ডিভাইসে ত্রুটি দেখা দিলেও কাউকে গালি দেবনা……………….

Level New

Ami nije ai phone use kortesi 1 month holo, amar phone e kono problem nai, i really love it. thanks to walton.

“আমরা সবাই জানি ওয়ল্টন মোবাইল এখন বাজারের সেরা মোবাইল”
ভাইজান, এই “আমরা” কারা? জানতে মুঞ্চায়। (May be কিছু আবাল)

মিস্টার টিউনার, আপনার সাইটটি ঘুরে আসার “সৌভাগ্য” আমার হলো; আপনার আর ওয়াল্টনের মদ্ধ্যে বেফুক মিল, দুজনেই অন্যের স্টাইল কপি করেন। ভালা কতা, আপনার সাইটের একটা পোস্টেও কোন কমেন্ট নাই, ঘটনা কি? দেশে কি আবালের আকাল পড়লো নাকি?

Level 0

সবকিছুই কেমন ভেজাল মনে হয়! নাকি নিজেই ভেজাল হয়ে গেছি ভেজাল খেতে খেতে !প্রিমো এক্স ওয়ান তো কিনেই ফেলছিলাম, কিনলাম না যখন শুনলাম বেটারি খোলা যায় না।এখন দেখি না কিনে ভালই করছি।আমি কিছুদিন যাবৎ মোবাইল ফোন নিয়া গবেষনা করতেছিলাম। গবেষনা করতে করতে শেষ মুহুর্তে এসে কমপেয়ার করে দেখলাম এই দামে সনি এক্সপেরিয়া ও কেনা যায় কিনতু কনফিগারেশন অল্প।বাদ দিলাম । আরো গবেষনা করতে লাগলাম। স্যামস্যাং গ্রান্ড পছন্দ হলো বাট দাম টা একটু বেশি। তা হয়তো মেনে নেয়া যেতো যদি ফুলে এইচ ডি রেজুলেশন হতো ।রেজুলেশন এতো কম যে ৫” ডিসপ্লে এর জন্য খুবই কম।৮০০*480।বাট এই তথ্য আমাকে ওয়েব ঘেটে বের করতে হয়েছে। ওদের ব্রশিয়ারে এই তথ্য গোপন করা হয়েছে! এমন কি মোবাইলের ভিতরেও এই তথ্য কোথাও আমি খুজে পাইনি।তার পর আসি ইন্টারনাল ষ্টরেজ নিয়া কথায় ।৮ জিবি ইনটারনাল ষ্টোরেজ এর মাধ্যে ইউজ করতে পারব মাত্র ৪০০ এম বি সামথিং! এটা দেখে পুরাপুরি না কিনার সিদ্ধান্ত নিলাম। জেলিবিনি কি এতো জায়গা নেয় সেটআপ নিতে? মিনিমাম ৪ জিবি তো ইউজেজ থাকা উচিত। জানিনা আমার গবেষণা ঠিক আছে কিনা!স্যামস্যাং মেগার জন্য ওয়েট করছি। দেখি ওটার রেজুলেশন একটু ভালো নোট ২ এর মতো ,স্ক্রিন টা একটু বেশি বড়। ফোনের জন্য পারফেক্ট স্ক্রিন মবে হয় ৫”।এস ফোর ফুল এইচ ডি বাট দাম বেশি এবং দেখতে তেমন একটা সুন্দর না। এতো খুত খুত নিয়া মনে হয় স্মার্টফোনই আমার কেনা হবে না! নকিয়া এন৭০ও নষ্ট হয় না। নষ্ট হলে হয়ত যেকোন একটা কেনা যেতো।

৩ দিন আগে Walton Primo কিনলাম বসুন্ধরা সিটি থেকে। USB cable লাগিয়ে কিছুতেই ফাইল transfer করতে পারিনি। File Transfer Error দেখায়। আবার নিজে নিজেই Disconnect হয়ে যায়। কোনরকমে ১টা ফাইল গেলেও করাপ্ট দেখায়। পাওয়ার Button ২ বার প্রেস করলে Screen on হয়। রেডিওতে সাউন্ড খুব লো।
https://www.facebook.com/WaltonHil/posts/563663853697760

Level 0

No X1. !!! I am going to buy sony xperia P

ফালতু walton…………………… এত দাম ?????????

Level 0

ami symphony w90 use korteci about 4 month or more. lov kore kinlam kom dam dekhe. but ekhon amio bolci dam kom dekhe keu ei type faltu phone niben na. tahole loss hobe

Level 0

ভাই সবাই মিলে markating করছেন নাকি …………………………ওয়ালতনের হাঁ হাঁ হাঁ……………………।!!
ay ta techtunes market na.

আজকে খিলগাওয়ের walton সার্ভিস সেন্টারে গেলাম। সুন্দরী আপুটা বললেন USB Thetering ‍সিলেক্ট করলে পিসি থেকে ইউএসবি দিয়ে ফাইল ট্রন্সফার হবে। বললাম শিউর কিনা? বললেন Oversure । কিন্তু বাসায় এসে দেখি কাজ হয় না। ১৫০ টাকা গাড়িভাড়া দিয়ে গিয়েছিলাম।

https://www.facebook.com/WaltonHil/posts/564504553613690

গতকাল walton বসুন্ধরা সিটি শোরুমের Assistant Manager মো: শরিফ উল্লাহকে ফোন দিয়েছিলাম। খুলে বললাম সবকিছু ‍আর বললাম যে উনারা ফোন রিপ্লেস করবে কিনা। উনি বললেন আবার সার্ভিস সেন্টারে যেতে! দেখি কালকে আবার।

পূর্বসূত্র:
১. https://www.facebook.com/WaltonHil/posts/563663853697760
২. https://www.facebook.com/WaltonHil/posts/564504553613690
৩. https://www.facebook.com/WaltonHil/posts/564946400236172

আজকে সকাল থেকে walton সার্ভিস সেন্টারে ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করছে না।

পূর্বসূত্র:
১. https://www.techtunes.io/review/tune-id/219607
২. https://www.facebook.com/WaltonHil/posts/563663853697760
৩. https://www.facebook.com/WaltonHil/posts/564504553613690
৪. https://www.facebook.com/WaltonHil/posts/564946400236172
৫. https://www.facebook.com/WaltonHil/posts/565398553524290

অনেক মার্জিত ভাষায় কথা বলার পরও গতকাল waltonbd পেজ আমাকে ব্লক করেছে।

https://www.facebook.com/WaltonHil?fref=ts