মাইক্রোসফট এর অফিস প্যাকেজ এর সর্বশেষ ভার্সন হলো ২০১০। এটি ক্রয় করার আগে ( আমাদের দেশে সিডি/ ডিভিডি ক্রয় করলেই সফটওয়্যার ফ্রী, তাই ক্রয় এর স্থলে পড়ুন , ব্যবহার করার আগে) জেনে নিন নতুন কি কি ফিচার যুক্ত হয়েছে এবং এর জন্য সিসটেম এ কি কি রিসোর্স থাকতে হবে।
নতুন ফিচারগুলো মধ্যে অন্যতম হলোঃ
আরো বিস্তারিত জানার জন্য মাইক্রোসফট অফিস ২০১০ এর ফিচারগুলো নিয়ো প্রকাশিত পিডিএফ বুক টি দেখে নিতে পারেন। ১০ এম. বি. সাইজ এর , এই পিডিএফ বুকটিতে নিচের বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য পাবেন।
ডাউনলোড লিংকঃ
মূল লিকং
http://blogs.msdn.com/microsoft_press/archive/2010/01/20/free-ebook-first-look-microsoft-office-2010.aspx
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
ভালই তো মনে হচ্ছে। ব্যবহার করার ইচ্ছা আছে। দেখি পাই কিনা।