আমি তোমাদের যে খেলাটা শেখাতে যাচ্ছি, নামটা পড়েই নিশ্চয় তোমরা বুঝতে পেরছো যে এটা বিশ্ব বিখ্যাত খেলা । তোমাদের মধ্যে যারা আমাদের দেশের কোন ভালো যাদুকরের খেলা দেখেছো তারা এই খেলাটা দেখে থাকবে ।এই খেলাটা করার বিভিন্ন কৌশল অন্তভুক্ত । এটিও তোমাদের জানানোর জন্যো পোস্ট করলাম ।
উপকরনঃ
এই খেলাটি দেখাতে হলে চাইঃ একটি বিশেষ ভাবে তৈরি টেবিল । একটি লম্বা সাইজের জোডা বাক্স । লোহার ফ্রেম । কাঠ কাটার গোল সাইজের করাত । করাত চালানোর জন্য মটোর । একজোড়া নকল পা ।
প্রস্তুত প্রনালিঃ
এই খেলায় যে টেবিলটি ব্যাবহার করা হয় সেটি বিশেষ ভাবে প্রস্তুত । টেবিলের ওপরের অংশটি ফাঁপা । টেবিলের ওপরে একটি ট্রাপ ডোর বা গোপন দরজা আছে । গোপন দরজাটা ফাঁপা জায়গাটার মধ্যে ঢুকিয়ে দিতে পারে ।
বাক্সটির সাইজ এমন হবেঃ যাতে এর মধ্যে একটি মানুষকে শুইয়ে দিলে মানুষের একদিক থেকে মাথা এবং অপর দিক থেকে পা বাক্সের ছিদ্রের মধ্যে দিয়ে বাইরে বার করে দিতে পারে । প্রক্তপক্ষে বাক্সটি দুটি বাক্সে জোড়া দিয়ে তৈরী করা হবে যাতে ইচ্ছামত এটা মাঝখান থেকে ফাঁক করে দেওয়া চলতে পারে । বাক্সে তিনটি ছিদ্র থাকবে ।একদিকে দুটি এবং অপরদিকে একটি । বাক্সের দু পাশে দুটো ছিদ্র থাকবে মাথা এবং পা বার করার জন্য এবং একদিকে ওপরের অংশে একটি ছিদ্র থাকবে হাত বার করার জন্য । বাক্সটির তলা নেই । কেবল ওপর এবং পাশগুলিই আছে ।টেবিলের ওপর থেকে বলে বাক্সটির তলা নেই তা বোঝা যায় না ।
করাত মোটর ইত্যাদি আটকানোর জন্য একটি লোহার পাইপ দিয়ে ফ্রেম প্রস্তুত করতে হবে। ফ্রেমটি দুপাশ থেকে টেবিলের ওপর লাগানো থাকবে । ফ্রেমের ওপরের পাইপটা থেকে আর দুটো সরু পাইপ ঝোলানো থাকবে এবং এর সাথে লাগানো থাকবে গোল সাইজের ব্রেডটা । মোটরটা আটকানো থাকবে ফ্রেমের ওপরের অংশের সাথে ।
মোটরের সাথে ব্রেডের রডটা ব্রেড দিয়ে সংযুক্ত করা থাকবে । যাতে মোটর ঘুরলে এরে ব্রেডটাও ঘুরতে থাকে । পুরো ব্যাপারটার চেহারা কেমন হবে তচ তোমরা ছবি দেখলে পরে বুঝতে পারবে ।
এ ছাড়াওচাই এক জোড়া নকল পা । পুরো পা তৈরি করার কোন দরকার নেই । গোড়ালির খানিকটা ওপর পর্যন্ত তৈরি করিয়া নিলেই চলবে ।এই নকল পা পেপার মেসি দিয়ে তৈরি করলে ভালো হয় ।
খেলা দেখানোর আগে বাক্সটি টেবিলের ওপরে রাখা থাকবে ।
আজকে এই খানেই বিদায় নিচ্ছি ।
এই পোস্টা পুর্বে www.tipstune.com এ দেয়
আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার ট্রিক্স