আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আমি টেকটিউনসের সাথে আছি। আমি "মুশফিকুস সালেহীন" ভাইয়ের মত তেমন ভাল লেখতে পারিনা তাই পোস্ট করা হয় না।
“3D Movie” র প্রতি আগ্রহের কারো শেষ নেই। আমারও তার বেতিক্রম নয়। "Anaglyph 3D" দেখার জন্য Red-Blue চশমাও কিনে এনেছিলাম, সব সাদা-কালো মনে হয়। কিন্তু এসব দিয়ে কি “Stereoscopic 3D”র আসল মজা পাওয়া যায়? আরও “স্টার সিনেপ্লেক্স” এ “3D Movie” দেখে মাথা নষ্ট।
অনেক দিন অপেক্ষা করলাম, কিন্তু কোন কাজ হলো না, বাংলাদেশে ভাল 3D Monitor নেই। পিসিই যখন কিনব, তখন সবচে ভালটাই কিনব। তাই এইবার অবশেষে নিয়েই নিলাম Complete nVidia 3D Vision Ready Gaming PC। প্রায় সকল প্রোডাক্টগুলোই পার্সোনালই USA থেকে আনা।
তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না।
My PC Configuration: প্রোডাক্টের নামের উপর সাইটের লিঙ্কসহ দিলাম
Monitor: ASUS VG278H 27” Full HD With nVidia 3D Vision 2 Glass
Processor: Core i7 3rd Generation 3.5 GHz to 4.6 GHz [OC] (3770K Unlocked)
Mather Board: ASUS Maximus V Formula (Z77 Chipset)
RAM: Corsair Dominator 8GBx2=16 GB 1600 MHz
Graphics Card: ASUS GTX 680 4GB
HDD: WD Caviar Black 2TB
Power Supply: 800 Watt
Chassis: Cooler Master Storm Trooper
CPU Cooler: Corsair H100i Liquid Cooler
Windows 8.1 Pro 64 bit Genuine
কিছু ছবি দিলাম প্রোডাক্ট-এরঃ
আমার কিছু ছবিঃ
লাইফে ফার্স্ট "Max Payne 3", "Battlefield 3" , "Sniper Elite V2", "Battlefield 4", "COD: Ghosts", "COD: Modern Warfare 4", "Wolfenstein - New Order" Stereoscopic 3D তে শেষ করলাম। "Tomb Raider (2013) and Sniper Elite V2, 3D effect is the Best" 😀
কিন্তু ভাল 3D Movie পাচ্ছি না, তাই কেউ ভাল effect আছে এমন মুভির লিঙ্ক পেলে আমাকে জানাবেন।
ভালোলাগলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ
আমি Anupom। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই যা কিনছেন ! এখন তো মনে ধরে গেল 😆