সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে World Wide Web এর ইতিহাস নিয়ে কয়েকটি কথা আলোচনা করব। এই পোষ্ট টি লেখার সময় যাদের সাহায্য নেয়া হয়েছে:
মাহবুবুর রহমান
এ,কে,এম হাসান
(সিসটেক)
World Wide Web কে সংক্ষেপে www বা w3 বলা হয় যা সাধারণভাবে ওয়েব নামেই বেশি পরিচিত। এটি ইন্টারনেটে আন্ত:সংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্টসমূহ সম্বলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজসমূহ প্রদর্শন করতে পারে যেটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে। হাইপারটেক্সট সিস্টেমগুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স লি (Sir Tim Berners-Lee) যিনি বর্তমানে World Wide Web কনসোর্টিয়াম এর ডিরেক্টর তিনি ১৯৮৯ সালের মার্চ মাসে একটি প্রস্তাব লিখেন যা পরবর্তীতে World Wide Web এ রূপ লাভ করে। সুইজারল্যাণ্ডের জেনেভাতে অবস্থিত ‘ইউরোপিয়ান অর্গাজাইনেশন ফর নিউক্লিয়ার রিসার্চ‘ যা CERN নামেই বেশি পরিচিত সেখানে কাজ করার সময় তিনি বেলজিয়াম কমপিউটার বিজ্ঞানী রবার্ট কাউলিয়াউ এর সাথে যোগদান করেন। ১৯৯০ সালে তারা 'HyperText[...] to link and access information of various kinds as a web of nodes in which the user can browse will' নামে একটি প্রস্তাব রাখেন এবং ওই বছরের ডিসেম্বরেই সেই ওয়েবটি রিলিজ করেন।
World-Wide-Web
এরপর বিশ্বের বিভিন্ন স্থানে ওয়েব পেইজ তৈরীর কাজ পুরোদমে শুরু হয়। বর্তমানে বিশ্বে কোটি কোটি ওয়েব সাইট রয়েছে। প্রতিদিনই যুক্ত হচ্ছে হাজার হাজার ওয়েব সাইট। ওয়েব এর ধারণাটি কাজে লাগানোর জন্য স্যার টিম বার্নার্সলি কে ওয়েব এর জনক বলা হয়ে থাকে।
পরবর্ততে আরো অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার আশায় এখানেই বিদায় আল্লাহ হাফেজ।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সিহাব সুমন।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।