হোস্টিং সম্পর্কে জানতে আগ্রহী? বাংলায় ওয়েব হোস্টিং নিয়ে উন্মুক্ত আলোচনা

নিজের একটি ওয়েব সাইট থাকা কারো জন্যে শখের, কারো প্রফেশনাল কাজের বিজ্ঞাপন, কারো বা আবার শেয়ার করার জন্য বেশ প্রয়োজনীয় একটি উপকরণ হয়ে দাড়িয়েছে বর্তমান ইন্টারনেটের যুগে। আর সেই ওয়েব সাইট বানাতে গেলেই মনে ভেসে আসে হাজারো প্রশ্ন। প্রশ্ন জন্মে হোস্টিং, ডোমেইন ইত্যাদি নিয়ে। ইন্টারনেটে যে খুজঁলে পাওয়া যাবে না, তা নয়। তবে নিজের ভাষায় যদি সেই সব প্রশ্নের উত্তর খুঁজে নেয়া যায় তাহলে তার থেকে ভাল কি হতে পারে। এই চিন্তাভাবনা থেকেই জন্ম হয়েছিল "হোস্ট আলাপনের"।

কিন্তু মাঝে কিছু সমস্যার কারণে হোস্ট আলাপন বন্ধ হয়ে যায়। সব সমস্যা কাটিয়ে আমরা নতুন নামে ফোরামটি সবার জন্য উন্মুক্ত করেছি। সবাইকে হোস্ট আলাপ ফোরামে আমন্ত্রণ জানাচ্ছি।

"হোস্ট আলাপ" এ আপনি আপনার হোস্টিং বিষয়ক যত প্রশ্ন রয়েছে সবকিছুর উত্তর খুঁজে পেতে সহায়ক পরিবেশ পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং বেছে নিতে শেয়ার্ড, ডেডিকেটেড, ভিপিএস, ফ্রী সব ধরনের হোস্টিং নিয়েই আলোচনা করতে পারবেন। পারবেন হোস্টিং নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে।

ডোমেইন বিভাগে আপনি আপনি ডোমেইন ক্রয়ের পাশাপাশি ডোমেইন বিক্রয়ের জন্য সহায়তা পাবেন। এছাড়া হোস্টিং অফারগুলো যদি আপনার পছন্দের না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম হোস্টিং প্যাকেজ কেমন দেখতে চান, সেটাও আলোচনা করতে পারবেন।

পাশাপাশি রয়েছে আপনার নিজের সাইট কিংবা ডিজাইন নিয়ে রিভিউ লেখার সুবিধা। কাজেই আপনি চাইলে রিভিউ দিয়ে অনেকের মতামত পেতে পারেন, সেখান থেকেই আপনার সাইট কে আরো উন্নত করার নানা দিক খুঁজে পেয়ে যেতে পারেন।

হোস্ট আলাপে রইল আপনাদের আমন্ত্রন। যে কোন সহায়ক পরামর্শ কিংবা এই সাইটে আরো কি কি সুবিধা পেতে চান, তা জানালে আমরা সাইটকে যথাসম্ভব উন্নত করে আপনার কাংখিত সহায়ক একটি সাইটে পরিনত করতে পারবো।

সাইটঃ http://hostalap.com/

ধন্যবাদ
হোস্ট আলাপ টিম এর পক্ষে
সালেহ আহমদ

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সময় উপযোগী ফোরাম। আর বাংলা ভাষায় করার জন্য আরও সহজ হয়েছে। ধন্যবাদ হোস্ট আলাপ টিমকে।

বিষয় বিত্তিক কমিউনিটি ভাল উদ্যোগ , শুভ কামনা থাকলো ।

    @বিপুল বিডি: ধন্যবাদ বিপুল ভাই, আশাকরব আপনারা কমিউনিটিকে সচল রাখতে সহযোগিতা করবেন।

Level 0

শুভ উদ্যোগ!
আমি একটা Domain (হোস্টিং লাগবে না) কিনতে চাই। bKash দিয়ে পেমেন্ট করা যায় এমন কোন ডোমেইন প্রভাইডার কি আছে?

বুকমার্ক করে রাখলাম ……… ধন্যবাদ জানানোর জন্য

হোস্টআলাপ এর প্রতি শুভ কামনা। এটা একটা ভালো রিসোর্স এ পরিনত হবে। সাথে আছি।

মাত্র ৮৫০ টাকায় ১ গিগা হোস্টিং + ১ টি ডোমেইন। ০১৯১১৮৪৪৪৪৩

    @Techno Sabbir: কিসের মধ্যে কী দিলেন? আপনার বিজ্ঞাপন দিতে চাইলে http://www.hostalap.com রেজি করে বিজ্ঞাপন দিন।