আমরা যারা অনলাইনে কাজ করি তাদের বিভিন্ন কাজের জন্য প্রায়ই ডলার এক্সচেঞ্জের দরকার হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ এক্সচেঞ্জারই ভূয়া। আজকে আমি আপনাদের এমন একজন প্রতারকের সাথে পরিচয় করিয়ে দিবো। আপনারা আর কেউ যাতে আমার মতো প্রতারিত না হন এবং অপরিচিত কারো সাথে লেনদেন করার আগে ভেবে চিন্তে লেনদেন করেন তার জন্ন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস কারণ প্রতারক একজনকে ঠকিয়ে ক্ষান্ত হয়না, নতুন শিকারের আশায় থাকে ।
এবার চলে যাই আমার ঘটনায়-
বিশেষ কারনে আমার payza account এ $50 দরকার ছিলো কিন্তু আমার moneybookers এ ডলার ছিলো। Google এ সার্চ দিয়ে বেশ কয়েকটা এক্সচেঞ্জার এর খোজ পেলেও ভরসা করতে পারছিলাম না। শেষে একটা ফেসবুক পেজে একজন বাংলাদেশীর সন্ধান পাই। ভাবলাম একই দেশের মানুষ হয়তো ঠকাবেন না। আসলে ফ্রীলান্সীং করতাম বলে মানুষের উপর খুব ভরশা হয়ে গিয়েছিলো। এই বিশ্বাস করাটাই ছিলো ভুল। যাই হোক আমি প্রতারকের সাথে আমার ফেসবুক কথোপকথন তুলে ধরলাম-
প্রতারক 5-10 মিনিটে এক্সচেঞ্জের ওয়াদা করে-
আমার মানিবুকারস account থেকে ডলার প্রেরণের প্রমান-
ডলার সেন্ড করার পর প্রতারক আর কোনো উত্তর দেয়নি।
পরের দিন সকালে প্রতারক আবার তার ফেসবুক পেজে বিজ্ঞাপন দেয়া শুরূ করে নতুন শিকারের আশায়-
প্রতারকের ফেসবুক পেইজ-
http://www.facebook.com/LRMBPayzaExangeServicehome
প্রতারক চক্রের আরো কিছু পেইজ-
http://www.facebook.com/STPtoLRMBpayzawmznetelleregopaypmpaypalexchange
http://www.facebook.com/netellerLRMBwmzstpperfectmoneypayzaegopayexchange
http://www.facebook.com/payzamoneybookersWMZLibertyreserveexchangeservice
সবাই ভালো থাকবেন এবং নিজের কষ্টার্জিত টাকা কোন চোরের হাতে তুলে দিবেন না।
ধন্যবাদ।
আমি ashik734। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Payoneer ar master card use koren. http://www.payoneer.com account a US payment service active korun. ar satay paypal, moneybookers, payza add koren. Nijei hoye jan exchanger.