ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । বেশীরভাগ ওয়েব ডেভেলপারগন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । কারণ, একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট .
২০০৩ সালের ২৭ শে মে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশিত হয় । ম্যাট মুলেনওয়েগ ওয়ার্ডপ্রেস সিএমএস তৈরি করেন । ক্রমে ক্রমে ওয়ার্ডপ্রেস এর চাহিদা বেড়েই চলছে । ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.০ সংস্করণ ৬৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে । গত ২০১৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন ৩.৫.১ প্রকাশিত হয় ।
ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । অর্থাৎ, এটি ব্যবহার করতে কোন ফি প্রদান করতে হয় না । ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় এটি ইচ্ছেমত পরিবর্তন/Customize করা যায় । এছাড়া ওয়ার্ডপ্রেস এ রয়েছে ২৬,৬৪৬ এর বেশী প্লাগিন এবং ১,৬৯৩ এর বেশী থিম যা ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে ।
ওয়ার্ডপ্রেস এর দুইটি ভার্সন রয়েছে । এগুলো হচ্ছে;
হোস্টেড ওয়ার্ডপ্রেস | সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস |
হোস্টেড ওয়ার্ডপ্রেস এ তাদের সাব-ডোমেইন(wordpress.com) এ সাইট তৈরি করতে হবে । অর্থাৎ, আপনার সাইটটি হবে http://www.sitename.wordpress.com | সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এ আপনি আপনার মনের মত ডোমেইন নিয়ে সাইট তৈরি করতে পারেন । এখানে, আপনার সাইটের পরে কোম্পানির নাম থাকবেনা । |
ডোমেইন এবং হোস্টিং তাদের(wordpress.com) নিয়ন্ত্রণে থাকবে । অর্থাৎ, এখানে আপনার তেমন কোন স্বাধীনতা থাকবেনা । | এখানে আপনার রয়েছে পূর্ণ স্বাধীনতা । আপনার সাইটের সবকিছু আপনি নিয়ন্ত্রন করবেন । |
আপনি এখানে ইচ্ছেমত পরিবর্তন/Customize করতে পারবেন না । | আপনি এখানে ইচ্ছেমত পরিবর্তন/Customize করতে পারবেন । |
এটি সম্পূর্ণ ফ্রী । অর্থাৎ, এটি ব্যবহার করতে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়না ।এটি অটোমেটিক আপডেট হয় । | সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে ।এটি অটোমেটিক আপডেট হয় না । আপনাকে আপডেট করতে হবে । |
এখানে আপনাকে তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে । | এখানে আপনাকে তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে না। |
ব্লগ সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয় । | সেলফ ওয়ার্ডপ্রেস এ হোস্টেড ওয়ার্ডপ্রেস এর তুলনায় ব্লগ সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয় না। |
ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভালো থাকবেন সবাই ।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান ।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যাপারে টিটির সবাই কমবেশি জানি। ড্রুপাল নিয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করুন। শুভকামনা রইল।