গত ২২ এপ্রিল টিটি তে একটি টিউন করেছিলাম ''AjkerDeal.com এর গ্রাহক সেবার নামে ডিজিটাল প্রতারণা !!!'' শিরোনামে । অনেক কষ্ট পেয়ে লিখেছিলাম । প্রিয় কারো কাছ থেকে কষ্ট পেলে যা হয় আর কি । পোস্টটি মুশে ফেলেছিল মডুরা । ২ বার দিয়েছিলাম। ২ বারই DELETED!! পরে বুঝছি ক্যান মুছে দিল । যাইহোক পোস্টটি করার কিছুক্ষণ বাদেই ফোন আসে AjkerDeal.com থেকে। কেন টিউন করছি ইত্যাদি ইত্যাদি । রাতে টিটির একজন ঊর্ধ্বতন (!) ব্যক্তি ''সাইফুল ভাই'' এর সাথে আলাপ করলাম। সান্তনা দিল; আমার জিজিন অবশই পাব। AjkerDeal.com কক্ষনো খাবেনা । উনার কাছ থেকেই জানতে পারলাম AjkerDeal.com বিডি জবস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান । অবশেষে আজ ২৩ এপ্রিল একটু আগে রিসিভ করলাম আমার জিনিস । ছিহ! কি কাণ্ডটাই না করলাম কাল!!!! আমি আমার অভিযোগ প্রত্যাহার করলাম । AjkerDeal.com অতুলনীয় এক Online Shopping System . থ্যাংকস AjkerDeal.com থ্যাংকস টিটি থ্যাংকস সাইফুল ভাই
আমি একজন "স্বপ্নচারী"। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন "স্বপ্নচারী" যে স্বপ্ন দেখতে..দেখাতে ভালোবাসে....
জানিনা এই টিউন কতক্ষন থাকে
এবং AjkerDeal.com এর চোখে পড়ে কিনা !!!!!!!!!!!!