Walton Primo X1 এ-টু-জেড রিভিউ (Updated)

সবাইকে বাংলা নববর্ষ ১৪২০ এর শুভেচ্ছা।

এটি আমার প্রথম টিউন, সুতরাং কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে আমি যে টিউনটি করব সেটি মূলত ওয়ালটনের আপকামিং হ্যান্ডসেট Walton Primo X1 এর রিভিউ। অনেকেরই দেখলাম এই সেটটি সম্পর্কে নানা রকম প্রশ্ন রয়েছে। সে সব প্রশ্নের উত্তর দেবার সাথে সাথে এই হ্যান্ডসেটটির গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি বিস্তারিত রিভিউ আজকে আমি তুলে ধরব। যাই হোক এবার কাজের কথায় আসি।

১। ডিসপ্লেঃ এই সেটটিতে যে ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা হল ৪.৬৫” আকারের Super AMOLED HD Plus যা মূলত OLED এর আরেকটি নাম। এটি স্যামসাঙ এর তৈরি প্রযুক্তি। এই ডিসপ্লের সবচেয়ে বড় সুবিধা হল এর রঙের গভীরতা, ছবির তীক্ষ্ণতা আর ছবির উজ্জ্বলতা অন্যান্য যেকোনো ডিসপ্লে থেকে অনেক বেশি (Retina Display বাদে)। আর তাই ওয়ালটন এর এই সেটটির ডিসপ্লে এককথায় অসাধারন। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে একটা চাইনিজ সেটে এরকম ডিসপ্লে থাকতে পারে। তাছাড়া এটির রেসুলেশন 1280X720(HD) আর Pixel Density 320 ppi যা দিবে আপনাকে অনেকটা Natural Display এর স্বাদ। Primo X1 এর ডিসপ্লে শুধুমাত্র Samsung, HTC বা Xperia এর এলিট সেট গুলোর সাথেই তুলনা করা যায়। আর সাথে নিরাপত্তা হিসেবে আছে Corning Gorilla Glass 2 স্ক্রীন, যা আপনার ডিসপ্লেটি রাখবে Scratch মুক্ত। তাছাড়া Screen Protector হিসেবে আপনার কোন আলাদা স্ক্রীনপেপার ব্যবহার করতে হবে না। তাহলে আর কি চাই বলুন?

২। ডিজাইনঃ হঠাৎ এই হ্যান্ডসেটটি দেখলে মনে হবে এটি বুঝি Samsung Galaxy S2! মূলত সেটটি ডিজাইন করা হয়েছে SGS2 এর আদলে। এমনকি এর Back part টিও S2 এর অনুরূপ অর্থাৎ ওটাতে ম্যাট এর একটা কোটিং আছে। আর সেটটিও মাত্র 8.6 মি.মি. পুরু। সুতরাং ডিজাইন এর দিক দিয়েও সেটটি অনন্য।

৩। প্রসেসর এবং জিপিইউঃ এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Cortex A-7 Mediatek MT6589 Quad-core processor যার ফ্রিকোয়েন্সি 497-1200 Mhz পর্যন্ত। আর জিপিইউ হিসেবে আছে PowerVR SGX 544MP যা OpenGL ES 2.0 সমর্থিত। এই কম্বো দিয়ে খুব ভালভাবেই গেমিং আর মাল্টিটাস্কিং করা যাবে।

৪। সফটওয়্যারঃ এতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড এর সর্বশেষ Operating System, JELLY BEAN 4.1.2

৫। ক্যামেরাঃ ওয়ালটন এর ভাষ্য অনুযায়ী সেটটিতে ৮ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা থাকার কথা যদিও এই সেটটিতে ক্যামেরা দেওয়া আছে ১২.৬ মেগাপিক্সেল যা Auto-Focus এবং LED Flash সমর্থিত যা দিয়ে 1080p (Full HD) ভিডিও রেকর্ড করা যাবে আর এর ফ্রন্ট ক্যামেরা ১.৯ মেগাপিক্সেল দেওয়া হয়েছে। পিছনের ক্যামেরাতে CMOS সেন্সর থাকার কথা বলা হলেও BSI সেন্সরের কোন কথা বলা হয়নি। আর তাই অল্প আলোতে এই ক্যামেরা দিয়ে খুব ভাল ছবি আশা করাটা একটু বোকামি হয়ে যাবে। আর তাছাড়া দিনের আলোতেও এই কামেরাতে তোলা ছবি জুম করলে Noise এর পরিমান অনেক বেশি দেখা যেতে পারে, তবে ভালমানের 3rd Party application (যেমনঃ Camera Zoom FX, Camera Fix, HDR+ etc.) ব্যবহার করলে হয়তোবা ক্যামেরা পারফরমেন্স বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হল Primo X1 এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 1080p (Full HD) ভিডিও রেকর্ড করতে পারবেন।

৬। সাউন্ডঃ আমার জানামতে এই সেটটিতে SRS TruMedia sound system ব্যবহার করার কথা। যদি করা হয়েই থাকে তাহলে বলতেই হবে এর সাউন্ড কোয়ালিটিও এর ডিসপ্লে কোয়ালিটির মতই দুর্দান্ত হতে যাচ্ছে।

৭। বেঞ্চমার্কঃ বর্তমান সময়ের অ্যানড্রয়েড ডিভাইসগুলোর কার্যক্ষমতা জানার জন্য বেঞ্চমার্ক এর কোন তুলনা নেই। তাই আসুন জেনে নেই Walton Primo X1 এর বেঞ্চমার্ক সম্পর্কে।
(i) Antutu Benchmark

(ii) Quadrant Benchmark

(iii) Nenamark 2

Walton Primo X1 এর বেঞ্চমার্ক যে যথেষ্ট ভাল তাতে কোন সন্দেহ নেই।

৮। সেন্সরঃ Walton Primo X1 এ অনেক ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আমি এখানে সেন্সর গুলোর তালিকা তুলে দিচ্ছিঃ
(i) Proximity Sensor
(ii) Gyroscope Sensor
(iii) Light Sensor
(iv) Orientation Sensor
(v) 3-Axis Magnetic Field Sensor
(vi) Rotation Vector Sensor
(vii) Gravity Sensor
(viii) Linear Acceleration Sensor

৯। অন্যান্যঃ এগুলো ছাড়াও Primo X1 এ আছে 3G, Wi-Fi, Dual-Sim Dual Standby, Digital Compass, FM Radio, 1GB RAM, 4GB ROM, Bluetooth v4.0, Micro USB 2.0, Full HD Playback with its default media player, upto 5 multi-touch supported

বি.দ্র. এই হ্যান্ডসেটটিতে OTG সাপোর্ট নেই।

এবার আসুন জেনে নেই এর মূল্য কত হবে? ওয়ালটন নিশ্চিত করেছে Primo X1 এর মূল্য হবে ১৯,৫০০ টাকা তবে সাথে তারা কোন মেমোরি কার্ড দিবেনা।

রিভিউটি কেমন লাগল জানাবেন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।
তাছাড়া আমার ফেসবুক লিঙ্কঃ http://www.facebook.com/salehin.007

Level 0

আমি salehin4070। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দয়া করে walton primo N1 ও walton primo X1 এর মধ্যে কোনটা ভাল হবে সে ব্যাপারে বিস্তারিত পরামর্শ দিবেন…..আর এই দুটোর মধ্যে পার্থক্য গুলো একটু উল্লেখ করলে ভাল হয়…আপনার টিউন এর জন্য অসংখ্য ধন্যবাদ

    Level 2

    @saif khan sohan: X1>N1. 😉
    X1 beshi valo.

    @saif khan sohan: আসলে Primo X1 প্রায় সবদিক থেকেই N1 থেকে বেটার। তবে আমি অতি শিঘ্রই একটা বিস্তারিত পোস্ট দেবার চেষ্টা করব।
    ধন্যবাদ।

onek valo hoyeche.keep it up

মাশাল্লাহ যা দাম দিয়েছে আবার না সিম্ফনীর W100 র দশা হয়।
চায়নিজ এন্ডরয়েড সেটগুলোর একটা সবচেয়ে বড় ঘাটতি হলো ক্যামেরা। স্বল্প আলোতে ছবির মান খুবই কমে যায়।

valo……………aro valo valo post chai………….http://financepostbd.blogspot.com

configure ta onek valo laglo . .

OTG support somporke ekto bolben ??

Kobe nagat market-e paoya jabe keu ki janen?

ki camera use kore pic tuksen bhai? eto baje ken?

    @তুষার: নেক্সট আপডেটে ছবিগুল ঠিকভাবে দেবার চেষ্টা করব।

Level New

দয়া করে walton primo N1 ও walton primo X1 এর মধ্যে কোনটা ভাল হবে সে ব্যাপারে বিস্তারিত পরামর্শ দিবেন…..আর এই দুটোর মধ্যে পার্থক্য গুলো একটু উল্লেখ করলে ভাল হয়…আপনার টিউন এর জন্য অসংখ্য ধন্যবাদ

    @alokeGhosh: আপনাকেও ধন্যবাদ। আমি কিছুদিনের ভিতর এই বিষয়ে একটা পোস্ট দেবার চেষ্টা করব।

Vai Jotoi Subidha Dik Na Keno Eto Dam Diye China Mobile Kinar Kono Mane Hoy Na. Ei Dam Diye To Xperia, Samsung Set Kena Jabe. Amar To Mone Hoy Joto Subidhai Dek Egulor Dam 5,000-6,000 Takar Besi Howa Uchit Noy. Ami Hole Tara Jodi Galaxy SIII Moto Set O Dei 10000 Tk Diye Tao Kinbo Na.