কম্পিউটারে ড্রাইভ থেকে ড্রাইভে ফাইল কপি করতে অনেক সময় খুব দেরি হয়। সাধারণত একটা ফাইল কপি করতে কম্পিউটারকে সেই ফাইল সম্পর্কিত তথ্য যাচাই করতে হয়। এর জন্য বেশি ভাগ ক্ষেত্রে ফাইল কপি স্পীড কমে যায়। একটা ছোট সফটওয়্যার ব্যাবহার করে ফাইল কপি স্পীড দুই থেকে তিন গুন বাড়ানো যায়। সফটওয়্যারটির নাম “টেরাকপি”।
http://filehippo.com/download_teracopy/ থেকে খুব সহজে ২.৮১ মেবা সাইজের এই সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। টেরাকপি কিছু টেকনোলজির মাধ্যমে ফাইল যাচাই সম্পর্কিত কাজ এবং ডাটা ট্রান্সফার খুব দ্রুত করে ফেলে। আর এর জন্য ফাইল কপি হওয়ার স্পীড দ্রুততর হয়।
লেখাটি লেখেছে ওয়াসী হক, তাঁর ব্লগ http://www.tipsoftech.com
আমি wasee941। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
puraton, Onek age thekei use korchhi. Tunes er jonno thanks.