গুগল এডসেন্স নিঃসন্দেহে আনলাইন আয়ের একটি সহজ ও নির্ভর যোগ্য মাধ্যম। গুগল এডসেন্স সম্বন্ধে কিছু জ্ঞান আর একটু পরিশ্রম করলেই আনলাইন আয়ে নিজেকে সফল করা সম্ভব। তো ভাবছেন কি সেই জ্ঞান আর পরিশ্রম? হুম… গুগল এডসেন্স এর সেই জ্ঞান আর পরিশ্রম এর সন্ধান দিতেই আজ আপনাদের কাছে একটি বাংলা ব্লগ নিয়ে আলোচনা করছি । ব্লগের নাম জিন্নাত উল হাসান , ফেব্রুয়ারী আঠার তারিখে এই ব্লগের এক বছর পূর্ণ হল ।
এবার মুল কথায় আসি এই ব্লগ থেকে আপনি যে সব সহযোগীতা পাবেন তা হচ্ছে ঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ,ইন্টারনেটে আয়ের কৌশল, গুগল, এডসেন্স, এফিলিয়েট প্রোগ্রাম, ব্লগিং, ওয়ার্ডপ্রেস, ডোমেইন ও হোস্টিং এক কথায় ‘গুগল এডসেন্স’ এ সফল হওয়ার সব রকম সহযোগীতা।
এই ব্লগের বৈশিষ্ট্যঃ
* একদম সাদামাঠা ইন্টারফেসে তৈরি ব্লগ যা একজন সাধারণ ভিজিটরও নিরবিগ্নে ব্রাউজ করতে পারে।
* পোষ্ট গুলো করা হয়েছে একদম যুক্তি সংগত ও প্রোযেজনিয় ছবি সংযোজন করে যাতে পোষ্টের বিষয় গুলো বুঝতে সহজ হয়।
* যাতে পাঠকদেরকে নতুন পোষ্ট পড়ার আশায় বারবার ব্লগে আসতে না হয় তার জন্য ইমেইল নিউজলেটার সাবসক্রাইব ও আরএসএস ফিড এর ব্যবস্থা রাখা হয়েছে।
গুগল এডসেন্স বিষয়ঃ
* গুগল এডসেন্স এর প্রথম ধাপ হচ্ছে আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ থাকতে হবে যে থানে আপনি গুগল এডসেন্স ব্যবহার করবেন। আর এই সাইট বা ব্লগ থুলতে পারেন কিনে বা ফ্রিতে।
* গুগল এডসেন্স আপনার সাইট বা ব্লগ কি ভাবে ব্যবহার করলে সঠিক ভাবে সফলতা পাওয়া যায় সেই বিষয়ে কিছু গুরুত্ব পূর্ণ পোষ্ট পাবেন ।
* গুগল এডসেন্স নিয়ে আনেকের মধ্যে ভুল ধারণা থাকার ফলে আনেক সময় কঠর পরিশ্রমের পারও অনেকে সফলতা অর্জন করতে ব্যর্থ হয়। এই সব ভুল ধারনা গুলো হাসান ভাই সুন্দর ভাবে বুঝিয়েছেন এই পোষ্টের মাধ্যমে গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা ।
ইন্টারনেটে আয়ঃ
গুগল এডসেন্স ছড়াও ইন্টারনেটে আয় আনেক ধরণের হতে পারে হাসান ভাই বলেছেন “ব্লগিং ছাড়াও আরো অন্তত ২০ উপায়ে শুধুমাত্র কিছুটা ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক জ্ঞান থাকলেই সফলতা পাওয়া সম্ভব” ।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ
এবার আসুন আসল কথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এথন বলুন কেন? তাহলে ভেবে দেথুন আপনার ব্লগে যে গুগল এডসেন্স বসাবেন তাতে ক্লিক পড়লেই আপনার লাভ কিন্তু ক্লিক করবে কে? ক্কিক করবে আপনার ব্লগ এর ভিজিটর । এথন ভাবুন কত জনকে বলে বলে আপনার সাইট এর ভিজিটর বানাবেন, আপনি যেমন google এ সার্স করে বের করেন আপনার প্রযোজনিয় সাইট ঠিক আপনিও যেন সেই ভাবে ভিজিটর পান সেই জন্য দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ফলে আপনার পাঠক বাড়বে এবং আয়ের তথা সফলতার সম্ভাবনা বাড়তে থাকবে।
খারাপ দিকঃ
থারাপ দিক বলতে আমার নজরে কিছুই নেই।
ভাল দিকঃ
পাঠকদের কথা ভেবে বর্তমানে হাসান ভাই চালু করেছেন ভিডিও ব্লগ এটা থুবি ভাল দিক।
আমাদের চাওয়াঃ
এতে কিছুর পরও হাসান ভাইয়ের কাছে আমাদের অনেক চাওয়া।
যেমনঃ ব্লগটা এথন অনেক বড় তাই আগের পোষ্ট থোজার জন্য ব্লগের নিজস্ব সার্স ববস্থা চাই।
সর্বোচ্চ মন্তব্যকারী গ্যাজেটের মত নিবন্ধিত সদস্য গ্যাজেটে চাই।
আমি mobileclinic। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hasan Vai er Blog thekei ami SEO Shomporke Prothom Jante Pari. Thanks for Tunes