আমি আমার আইএসপিকে ঘৃণা করি

আমি ন্যাশনালফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি। ওরা আমাকে এখন চ-র-ম বাজে সার্ভিস দেয়, যদিও শুরুতে এদের সার্ভিস খুব ভালো ছিল। ১৫ কেবিপিএস এর মতো স্পিড ছিল, যেটা আমার জন্য যথেষ্ট ছিল। এখন আমি খুব বেশি হলে ২ কেবিপিএস পাই, এবং এখন একটা ওয়েবপেইজ খুলতে হলে আমাকে অনেকক্ষণ হা করে অপেক্ষা করা লাগে । আমি প্রায় পনের মিনিট সময় নিয়ে টেকটিউনস খুললাম এবং এই সার্ভিসের জন্য আমি মাসে ৯২০ টাকা করে খরচ করি।

আমার ভার্সিটি এখন বন্ধ, আর আমি বেশিরভাগ সময় পিসিতে বসে থাকি প্রোগ্রামিং কন্টেস্টের জন্য নিজেকে ট্রেইন আপ করার জন্য, আমি হঠাৎ করে একদিন আবিষ্কার করলাম, আমি চল্লিশ মিনিট ধরে শুধু টপকোডারের অ্যারেনায় লগইন করার চেষ্টা করছি - আমার একটা সলুশন চেক করার জন্য, আর আমি অন্য কোন কাজও করতে পারছি না। এবং এখন আমার নিজেকে জোম্বি মনে হয়, আমি সারাক্ষণ পিসিতে বসে আছি, কিন্তু কোন পেইজ লোড হচ্ছে না, এবং আমার কোন কাজই করা হচ্ছে না।

মাঝখানে আমি অনেকদিন পাড়ার আইএসপির ব্রডব্যান্ড(!) ব্যবহার করতাম, যাদের দুদিন পরপর তার চুরি হয়ে যেতো, আর বাজ পড়লে সব হাব জ্বলে যেতো। এবং কখনো কখনো টানা কয়েকদিন কোন ইন্টারনেট নেই। আবার রাস্তার ওপাশে লোডশেডিং হলে আমার এখানে নেট নাই!

আমার এখন চরম জঘন্য লাগতেসে! কেউ কি একটু প্রফেশনাল সার্ভিস দিতে পারে না ?? কি একটা ফালতু শহরে আমরা থাকি!!

আপনি কেমন ইন্টারনেট সার্ভিস পান ?

আমি এই সব আইএসপিগুলোকে ঘেন্না করি, আর ওয়াইম্যাক্স কবে আসবে কোন ঠিকঠিকানা নাই, তারপর হয়তো বাঙালি চরিত্র মেনে ওরাও এরকম বাঁশমারা সার্ভিস দিবে। চরম হোপলেস সব!! এরা কি ভেবে ব্যবসা শুরু করে? রক্ত চোষার জন্য? ধইরে চরম মাইর লাগাইতে ইচ্ছে করে।

আমি বোধ হয় সামনের মাসে ন্যাশনাল ফোন ছেড়ে দিবো। কিন্তু আমার ইন্টারনেট লাগবে, তখন আমি কি করবো?? 🙁 আমার কোন ধারণা নেই.. কিন্তু এই হোপলেস ইন্টারনেট ব্যবহার করারও কোন মানে নেই।

Level 0

আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কথা ঠিক আইএসপি গুলোর এই অবস্থাই কিন্তু সবাই যে এরকম সার্ভিস দেয় তা নয়। কিছু ভাল সার্ভিস প্রভাইডার আসলেই আছে। আপনি কোন এলাকায় থাকেন জানি না তবে আপনি একটু খোজ নিয়ে দেখতে পারেন কোন কোন সার্ভিস প্রোভাইডার আপনাদের এলাকায় লাইন দেয়। এদের মধ্যে কোনটা ভাল। এবং কত স্পিড দেয় ইত্যাদি। আর যদি সার্ভিস প্রোভাইডার বেশি দূরে হয় তবে আপনি আর কিছু বন্ধু বা লোক একসাথে হয়ে তাদের বলেন এতে তারা লাইন দিতে রাজি হবে। আর ন্যাশনাল ফোন, Rankstel এসব দিয়ে ভাল ব্যান্ডউইথ আশা করা বোকামি।

Level 0

আপনি মোবাইল অপারেটারদের জি পি এর এস সার্ভিস ব্যবহার করুন।

আমি মিরপুর থাকি … আমার এখানে যারা লাইন দেয়, তারা আইএসপি থেকে ব্যান্ডউইথ কিনে শেয়ার করে, কোন আইএসপি এখানে নিজেরা ব্যবসা করে না। আর এজ/জিপিআরএস মডেম কিনতে অনেক পয়সা লাগে.. 🙁 আমার পক্ষে সম্ভব না। :((

আমি নিজেই এই ন্যাশনালফোনের শিকার। ওরা প্রথমে তো 20 কেবি ( বাইট ) দিতো। এরপর..। আপনি ওদের কর্পোরেট অফিসে (মিতিঝিল) গিয়ে দেখেন ওখানে বিদ্যুৎই নাই 🙂 আর বাইরে লেখা ‘আসুন বিদ্যুৎ সাশ্রয় করি’ 🙂 আর ওখানে কাজ কেউ করে নাকি জানি না। গিয়ে দেখি বেশি ভাগই মোবাইলে _______ আলাপ করছে.. আর ওদের সাপোর্ট ফোন করলে ওরা কখনই আমাকে সঠিক উত্তর দিতে পারেনি। এমনকি ওরা এটাও বলতে পারে না কোথায় কোথায় ওদের স্ক্যাচ কার্ড পাওয়া যায়… আমি এখন আমার মহল্লার এক প্রভাইডার থেকে লাইন নিয়েছি, সমস্যা একদম নাই এমন না। তবে অভারআল ভাল। আপনি যাদের কাছ থেকেই লাইন নিয়ে থাকে না কেন নেবার আগে অবশ্যই স্পিড সর্ব নিম্ন কত পাবেন তা নিশ্চিত হয়ে নিবেন।

Level 0

ভাই আমরা েকউ সুেখ েনই সবারই এই অবস্থা , জানিনা এভােব আমরা আর কত িদন সইেত হেব আমােদর েদখার িক েকউ েনই ?

Level 0

Go to smile.com.bd i think thay hav covarage for mirpur.

ভাই জিপি অথবা ওয়াদিদের এইজ ব্যবহার করুন জটিল সেবা পাবেন আমি নিজে গ্রামীনের এইজ ব্রবহার করি খুব ভালো তবে মডেম কিনলে এইজ কিনবেন জিপিআরস না এইজ এ ভালো স্পিড পাবেন

আমি ওয়ারিদ ব্যবহার করছি। প্রথমদিকে 8কেবিপিএস স্পিড ছিলো, এখন সর্বচ্চ 4কেবিপিএস এর বেশি পাইনা। আর সেবার কথা কি বলবো, প্রথমে একজন মহিলা কল রিসিভ করবে। অনেক সুইট করে আপনাকে শুভেচ্ছা জানাবে। তারপর আপনি যদি একটু উচু মাপের কোন প্রশ্ন করেন, তাহলে হয় উল্টা-পাল্টা কোন উত্তর দিবে অথবা মুরুব্বি টাইপের কারো কাছে ট্রান্ফার করে দেবে।
আর গ্রামিনের অবস্থা হলো, We are the One টাইপ। এটাই তাদের একমাত্র বক্তব্য। কোন সমস্যার কথা বললে উত্তর দেবে, আপনার মডেমে সমস্যা বা কম্পিউটারের সমস্যা। তাদের সব ঠিকই আছে।

এখন আপনিই ঠিক করুন, কোনটা ব্যবহার করবেন!!!

it will be much better if u call smile Broadband service Phone: 01713384571 or 01730033330
u may use package 575 tk + Vat
u can use ZOOM 512kbps/month for 600tk+VAT, go to clickbd.com and buy a secondhand modem within 3000tk.

Mehedi Hasan 01715161270

জিপি থেকে আমি বাজে সার্ভিস পাই নাই …… দেড় বছরেরও বেশী সময় ধরে ব্যবহার করছি।
ট্রাই করে দেখতে পারেন।

আমি জিপি ব্যবহার করতেছি আজ1 বৎসর3মাস। ওদের সাভিস ভালোই। ব্যবহার করে দেখতে পারেন।

ভাই জিপি ব্যবহার করেন, এদের লাইন আসলেই সাংঘাতিক।

Level 0

ভাই আমি তো Personal VSAT Use kori তাই Local ISP এর ব্যপারে ভাল জানিনা। তবে যতদুর জানি GP র Service ভাল। আমি Maximum Speed পাই 15Mbps-22Mbps. আমার ISP Star ware space.

    @Shawan:

    শাওন ভাই আমি এবং আমার সাথে ১০ জন সবাই মিলে ওডেস্ক এবং ইলেন্স এ ফ্রিলেন্সিং এর কাজ করি কিন্তু আমাদের এখানে ইন্টারনেট এর স্পিড খুবই কম । আপনার ভিস্যাট কানেকশন এর মত আমরা কিভাবে এই কানেকশন পেতে পারি এই ব্যাপারে আমাদের দয়া করে যদি একটু সাহায্য করেন চিরকাল আপনার কথা স্বরন রাখব । আমি এই কানেকশন পাওয়ার জন্য ট্রাই করেছিলাম C and Ku Band এর LNB & BUC এবং iDerect Satallite Modem and Cable Modem, router এগুলো কেনা আছে । প্লিজ আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার স্কাইপি / মোবাইল নাম্বার আমাকে মেইল করলে খুশি হব । আপনি আমাকে এ ব্যাপারে সাহায্য করলে আমিও আপনাকেও খুশি করে দিব। আমি এই কানেকশন এর জন্য যে কোন এমাউন্ট খরচ করতে রাজী আছি।ি আমার ই-মেইল এড্ড্রেস- [email protected] ধন্যবাদ ।

খাইছে!! বাংলাদেশে 15Mbps-22Mbps!!!!! বিশ্বাস হচ্ছে না…

Lan Card এর সর্বেচ্চ ধারন ক্ষমতা কতো ? 10 MBPS
তাহলে এটা অসম্ভব।

Level 0

তানভীর আলম ল্যান কার্ডের সর্বোচ্চ স্পীড হলো বর্তমানে ১ গিগা বাইট, আর এর কমন যে কার্ডগুলো সেগুলোর স্পীড হলো ১০০ এম বি পি এস।
শাওন ভাই আপনি যে ভি-স্যাট ব্যবহার করেন , তা কোথা হতে সংগ্রহ করা যাবে। নিজস্ব ভি-স্যাট ব্যবহারের বিয়ষটি আমি শুনেছি বেশ কয়েকজন হতে। এটার যন্ত্রপাতির খরচ কেমন পড়ে। আর মাসিক লাইন রেন্ট মনে হয নাই।

Level 0

ধন্যবাদ Microcutter। কিন্তু আমাদের মতো হোম ইউজারদের জন্য এটা কতুটুক সম্ভব হবে আপনার মনে হয়। আর আমরা ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ ।

আমি Teletalk use করি। এত বাজে…. soon BTCL is coming with unlimited internet just at 300 tk..

আমি জিপি ব্যবহার করি। ভালোই। তবে মাঝে মাঝে কানেকশন সমস্যা হয়। কানেকশন না পেলে কাস্টোমার কেয়ার কে জানালে ওরা বলে মোবাইলে temporary file জমা হয়ছে। আমার ধারণা customer care এর ওদের মাথায় temporary file জমা হতে হতে মূল সফটওয়্যার delete হয়ে গেছে।

Level 0

আমি ভি-স্যাট Receiver টা এনেছি India থেকে। ডিস সহ বাকি জিনিস বাংলাদেশে কেনা। First time খরচ 4500 টাকা। পরে Yearly Bill 6000 টাকা। এই Speed এর জন্য Bill বেশি না কি বলেন ???

আমি হা হয়ে গেলাম আপনার কথা শুনে! আমার বিশ্বাস হচ্ছে না! মাসে মাত্র পাঁচশ টাকা??
আমার আসলেই বিশ্বাস হচ্ছে না!

শাওন ভাই, খরচের ব্যপারে আমি কিছু বলবো না। কিন্তু স্পিড এর ব্যপারটায় আমার যথেষ্ট সম্দেহ আছে (!)

Level 0

Sorry আমি ভুল করে ভারতীয় টাকায় হিসাব করেছি। এগুলো যথাক্রমে 7500 এবং 10000 টাকা হবে। স্পিড সত্যি 15Mbps এর উপরে। আর আমার ISP Indian.

শাওন ভাই, আপনার কথা যদি সত্যি হয়। তাহলে দয়া করে বলবেন প্লিজ, এই কানেক্শন আমি কিভাবে পেতে পারি। আমি আগামী মাস থেকে ব্রডব্যান্ড নেবার কথা ভাবছিলাম। কিন্তু আপনার এত্তো সাশ্রয়ী আর মেগা স্পিডের কানেক্শন পেলে তো আকাশের চাঁদ হাতে পাবো। প্লিজ বলবেন, প্লিজ, প্লিজ, প্লিজজজজজজজজজজজজজজজজ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি ধরে নিচ্ছি আপনি সত্য কথা বলছেন। সত্যি কথা হচ্ছে, আমার পক্ষে এটা বিশ্বাস করা খুবই কষ্টকর কারণ আমি আমার আইএসপিকে প্রতি বছর এগার হাজার টাকা দেই, এবং বিনিময়ে তারা আমাকে এক কেবিপিএস এর কম স্পিড দেয় বেশিরভাগ সময়।

প্লিজ হয় আপনি একটা পোস্ট লিখুন কিভাবে ইন্ডিয়ান আইএসপির কানেকশন নেয়া যায়, নইলে প্লিজ প্লিজ প্লিজ একটা ডিলারশিপ খুলে বসুন ওই আইএসপির! আমরা প্রায় সবাইই বছরে ১২০০০ টাকার মতো খরচ করি। ভালো সার্ভিসের জন্য ১০০০০ কিছুই না! আপনি একবছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, এবং আপনার ধন সম্পত্তি জ্যামিতিক হারে বাড়বে যতদিন না বাংলাদেশিরা ঠিক মতো ব্যবসা করতে শিখছে।

প্লিজ! একটু ভাবুন!


হাস্যকর যে আমাদের দেশের একটা ফাইবার অপটিক কানেকশন আছে ১০ গিগা বাইট পার সেকেন্ডের এবং তারপরও..

Level 0

এ বিষয়ে আমি একটি পোস্ট লিখছি।

Shawan vai carry on.

Level 0

শাওন ভাই !!! আপনাকে লক্ষ কোটি ধন্যবাদ !!!

আর তো অপেক্ষা করতে পারছি না। শাওন ভাই, প্লিজ, আর দেরি করবেন না। পোষ্টটা দিয়ে দেন।

শাওন ভাই আপনার সাথে আমার্‌ জরুরি ভিত্তিতে কথা কলা দরকার । আপনার ফোন নাম্বার বা ইমেইল এড্রেস দরকার। আপনিতো ভাই রোভুলেশান ঘটাইয়া ফেলছেন।

আমি জিপ-এর লাইন ইউজ করি, সার্ভিস ভালো টাকাও মাসে (আট শত ) 800/=, কিন্তু সাবমেরিন কেবল কাটা পড়লে সমস্যা করে।
{{ হাস্যকর যে আমাদের দেশের একটা ফাইবার অপটিক কানেকশন আছে ১০ গিগা বাইট পার সেকেন্ডের এবং তারপরও }}

জী ভাই দেখতে তো হবে আমাদের সংসদে গরু / ছাগল ছাড়া কেউ যায় না। ইচ্ছা হয় সবক’টারে কোরবানী দেই !!!!!

Level 0

HI ami gopibage thaki amr line ar speed Down holay hoi 20 & jokhon valo thakey 31 pai . its CITYcom network. I think the best Network . My Name is rafi. Bangla tripe kortay pari nah SORRY.

Level 0

hey,all of u Dial up or Modem users
i recommend u to try our connection thats gonna make a difference.Try CITYCOM Broadband.

Level 0

ভাই আমি আগে ভাবতাম আমার ISP বুঝি সবচেয়ে বাজে service দেয়। but এই টিউন টা পইড়া ভুল ভাঙল। আমার ISP হইল CITech CyberNet Ltd. আমি speed পাই 9.5 kbps.আর মাসে দিতে হয় 500 টাকা। 😀

Level 0

আর এখন কিউবি নিয়া কি সুখে আসেন?