Apple নিয়ে এল তাদের নতুন জাদু

আমারা কম বাসি সবাই জানি Apple এর কথা। Apple প্রতি বছর ই নিয়ে আসে তাদের নতুন নতুন চমক। আর যা সাড়া বছর ধরে ই শ্রেষ্ঠ স্থান দখল করে বসে তাকে এই কম্পিউটার জগতে। প্রতি বছরের মতো আবারও ২০১০ সালে নতুন এক চমক নিয়ে হাজির হল Apple. আর তাদের এই নতুন চমক এর নাম হল ipad. স্টিভ জবস ভাবছেন এই ipad ই মাতিয়ে রাখবে ২০১০ সালকে এবং তিনে ভাবছেন এর বিক্রয় প্রথম সপ্তাহে ই এক লক্ষ ছাড়িয়ে যাবে।

ipad! ipad!! ipad!!! কী এই ipad? ipad হল এ ২০১০ সালের এক নতুন ধাপের কম্পিউটার। যার আকৃতির ৯০% জুড়ে ই হল এক অতাধুনিক 9.7 inch LED backlight IPS display ও 0.5 inch পুরুত্ব এবং সব মিলিয়ে যার সম্পুর্ণ ওজন হল 1.5 পাউন্ড। যা আপনি যে কোন স্থানে নিজ সাথে খুব সহজেই বহন করতে পারবেন।

hero_20100127

সম্পুর্ণ পোষ্টটি পড়তে আপনি আমার বাংlish ব্লগ গুগস্ট ঘুরে দেখতে পারেন এবং আমার সাথে পোস্ট ও করতে পারেন

Level 0

আমি zxprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i want to forget every thing because i did


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দেখা যাক আগামী মার্চে রিলিজের পর কি হয়।তবে মাল্টিটাস্কিং সুবিধা না থাকাটা অনেকের মতো আমারো মাথায় ঢুকছে না।আর প্রসেসর ১ গিগাহার্জ কেমন জানি কম কম লাগছে,যেখানে লেটেস্ট সব মোবাইলে ১ গিগা প্রসেসর থাকছে। তবে হ্যা দাম দিয়ে আসলেই সবাইকে অবাক করেছে এপল!সত্যিই আশাতীত কম।
আর আইপ্যাডের সকল ফিচারসমূহ,ডিজাইনের খুঁটিনাটি আর বিস্তারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন পাবেন এই সাইটে-
http://techtoday4u.blogspot.com/2010/01/ipad-design-feature-technical.html

ভাই এইভাবে হাফ লেখা না দিয়ে পুরোটা দিয়ে দিন।

    Level 0

    ভাই প্রথমে পুরো পোস্টটা ই দিয়াছিলাম, ৪৬ জন পোষ্টটা দেখছেন কিন্ত এক জন ছাড়া কেউ ই আমার ব্লগ এ visit করে নাই, তাই হাফ করে ফেলছি।

    Level New

    প্রিন্স ভাই কিছু মনে করবেন না,আমি আপনার পুরা পোস্ট পড়েছিলাম।সেটাতেও কিন্তু তেমন কোন তথ্য ছিল না।আর এই টপিক নিয়ে টিউন হয়েছে দুই আগেও,সুতরাং নতুন এক্সক্লুসিভ কোন তথ্য ছাড়াই এমন টিউন পাবলিক পড়বে না।আর আপনার সাইটের ভিজিটর বাড়ানোর জন্য টিউন করলে পাঠক কিন্তু আপনাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে।
    টপ টিউনারদের টিউন দেখুন।কোন ভাল টিউন বলতে কিন্তু অসম্পূর্ণ টিউন বুঝায় না।
    আপনার টিউন সংখ্যা ১ আর মন্তব্য সংখ্যা ৭,সুতরাং আমি ধরেই নিতে আপনি টেকটিউনে এখানকার অনেকের মতোই নিয়মিত না।সুতরাং এখানে এসে শুরুতেই নিজেকে ভালভাবে তুলে ধরাটাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত।
    আর আপনি যদি আইপ্যাড সম্পর্কে খুটিনাটি সব তথ্য নিখুতভাবে দিতে পারেন তখন বরং আপনি আপনার সাইট হিট পাবেন।কেননা তখন আমি ভাবব এই লোক আসলেই কিছু জানে।যেমন আমার সাইটে আইপ্যাড আর্টিক্যালটি ২৩০৮ শব্দের।সেখানে কিছু না কিছু পাবার সম্ভাবনাটাই বেশি।
    জ্ঞান দেবার জন্য দুঃখিত।হতে পারে আপনি অনেক বেশি জানে অন্যদের চেয়ে,সময়ের স্বল্পতায় এখানে এমনটা হয়েছে,তাহলে আমি আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
    ভাল থাকবেন।খুব সুন্দর কিছু টিউনের প্রত্যাশায় রইলাম।

Free Apple ID
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user’দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 200 টাকার বিনিময়ে আইডি খুলে নিন,
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
ফোন-01711414951
So, I may your 100% trusted service provider.

ফেসবুকে আমাকে অনুসরণ করুন: https://www.facebook.com/rajuahmed431

Thank you.